-
সকল কাজেই যেমন লাভ লস আছে তেমনি ফরেক্স মার্কেট ও লাভ লস রয়েছে ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় লাভের পাশাপাশি লসের কথাও খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এই মার্কেট থেকে লস কমিয়ে এনে লাভ করতে পারি । আমরা সকলেই চাই এই মার্কেট হতে লাভ করতে । আজকে যারা লস করেছেন তারা আগামী কাল ও লস করতে পারেন আবার আজকে যারা লাভ করেছেন তারা আগামী কালও লাভ করতে পারেন। ফরেক্স এমন একটি ব্যবসা এখানে হিসাবে গড়মিল অনেক বেশি হয়। এখানে সুনিচ্শিত করে বলা খুব কঠিণ। তবে আপনি যদি এই সম্পর্কে যতেষ্ট জ্ঞান রাখেন দেখবেন আপনি আজ এবং আগামী কাল লাভই করেছেন।
-
আমি প্রথমবার ফরেক্স মার্কেট এ অনেক লস করি কিছুটা মন খারাপ হয়েছিল তখন আমার কিন্তু আমার বড় ভাইয়ের পরামর্ষে আমি আবার ফরেক্স কে নতুন ভাবে আরম্ব করি যাতে করে আমি আমার সে আগে লস কে লাভ দ্বারা পুড়ন করে দিতে পারি । তাই আমি লস কে এখন লাভ দ্বারা পুষিয়ে নিয়েছি ।
-
এমন কোনো বেবসা নেই যেখানে আমরা লস ছাড়া প্রফিট করতে পারি ফরেক্স মার্কেট ও এর বেতিক্রম নয় । আপনি জেতার জন্য সব সময় ই চেষ্টা করবেন আর আসা করি এক সময় আপনি সফল হতে পারবেন ই । তাই বলব যদি আপনি ফরেক্স এ একবার লস করেন তাহলে নিযের হার কে মেনে নেবেন না বরং চেষ্টা করেবন দেকবেন যে আমি এক সময় লাভ করবেনেই ।
-
আমি আপনার কথার সাথে একমত।আসলে কোন ব্যবসা করতে হলে আপনাকে লস/লাভ মেনে নিয়েই করতে হবে।আজ লস করেছি আর এই লস থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে যাতে পরে যেন এমুনভাবে আর লস না হয়।আমার মতে লাব/ লস মেনে নিয়েই ব্যবসা করা উচিত।
-
আমাদের চিন্তা-চেতনা থেকে কাজ করলে কখনো লসে পরতে হবে না।ব্যবসা করতে গেলেই লাভ লস একটা না একটা থাকবেই।ফরেক্স মার্কেট এ লস হবে আবর প্রফিট ও হবে লস হলে ভেঙ্গে পরার কিছু নেই তবে লস কমিয়ে প্রফিট কিভাবে করা যায় সেই চেষ্টা করতে হবে।
-
আজকে যারা ফরেক্স ট্রেড করে লস করছেন তার মধ্যে সবাই একসময় প্রফিট করতে পারবে না। এদের মধ্যে যারা লস থেকে শিক্ষা নিতে পারবেন, যাহারা লসের কারণ খুজে বের করতে পারবেন, যারা ফরেক্সে ধৈর্যের মাধ্যমে পরিশ্রম করে লেগে থাকতে পারবেন তাহরাই এক সময় ফরেক্স থেকে প্রফিট করতে পারবেন। ফরেক্সে সেই ব্যক্তি অধৈর্য্যশীল বা পরিশ্রম করতে অনীহা এমন ব্যক্তিরা ফরেক্সে কখনো সফল ট্রেডার হতে পারে না। তাই সফল ট্রেডার হওয়ার জন্য নিজের ইচ্ছা শক্তি থাকা বাধ্যতামূলক।
-
আমি মনে করি মানূষ ভুল থেকেই শিক্ষা গ্রহন করে । আর লস করার প্রধান কারন হচ্ছে ভুল ট্রেড । কিন্তু আপনি যদি আপনার এই ভুল ট্রেডিং টা কাজে লাগিয়ে , মাথা খাটিয়ে পরের ট্রেডিং গুলো করেন , তাহলে আগের সেই ভুল টা এড়িয়ে যাবার চেষ্টা করবেন । যার ফলে আগের লসের কারনটা ধরতে পারছেন বলে , এবার আর অই ভুল করবেন না । সুতরাং লাভ করার সম্ভবনা বাড়বে ।
-
লাভ/লোকসান ছাড়া বেবসা এর কথা ভাবা অসম্ভব।। ফরেক্সে আজ কে লস করার মানে এই না যে আর লাভ করা সম্ভব না। আজ কে লস করলে সামনে লাভ হবেয় কিন্তু এর জন্য আপনাকে আকনিশট হতে হবে... তাহলে সম্ভব ফরেক্সে সফল হওয়া।
-
ফরেক্স মার্কেট ও লাভ লস রয়েছে ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় লাভের পাশাপাশি লসের কথাও খেয়াল রাখতে হবে যাতে করে আমরা এই মার্কেট থেকে লস কমিয়ে এনে লাভ করতে পারি ।কারন আজকে জারা লস গুনছেন তারা কোন না কোন ভুলের কারনেই লস। গুনছেন তাই ভবিষ্যতে অই ভুল আপনার না হওয়ার কথা।
-
হ্যাঁ একদিন একজন লুজার টাকা পাবে ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফরেক্স এ যদি আপনি চান সর্বদা লাভ করতে তাহলে দুই একবার লস হতেই পারে এখানে ভেঙে পরার কিছুই নেই । আপনাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে । এবং এর থেকে শিক্ষা নিয়ে ভুল গুলো সংশোধন করে সামনে আর ভুল না করলেই লাভ করার পথ সুগম হবে।