-
আমার ইসলামি জ্ঞান বেশি নাই যে হালাল এবং হারামের ফতুয়া দিতে পারব কিন্তু আমি জানি সেয়ার বাজার হালাল আর এটা শেয়ার মার্কেটের মত। শেয়ার বাজার আমাদের দেশের আর ফরেক্স মার্কেট হল আন্তর্জাতিক সে হিসাবে বলতে পারি ফরেক্স মার্কেট হালাল। আপনাদের মতামত জানান তাহলে সে বিষয়ে আমার আরো সঠিক ভাবে জানতে পারব। আর এখানে করো টাকা চুরি করছি না তাই আমার কাছে হালাল মনে হয় ।
-
এক এক জনের এক এক ধরনের মতামত তবে ভাই আমার জানামতে ফরেক্স ব্যবসা সম্পূর্ণ হালাল একটি ব্যবসায় । কারন এটি কোন জুয়া খেলা নয় । অন্যান্য ব্যবসার মত এটিও একটি ব্যবসা যেখানে লাভ এবং লস দুটিই বিদ্যমান । তবে আপনাকে অবশ্যই একাউন্ট খুলার সময় ইসলামিক সোয়াপ ফ্রি করে নিতে হবে । সকলকে ধন্যবাদ।
-
আমি ফরেক্স ট্রেড এ হারাম কিছু দেখি না। কারণ এখানে লাভ লস দুটোই আছে আর আপনাকে মুনাফার জন্য এখানে ঝুকি নিয়ে ট্রেড করতে হইতাছে। আমার জানামতে সেই ব্যবসা হারাম যেখানে ঝুকি নেই বললেই চলে যেমন সুদের ব্যবসা। তাই এই ব্যবসা যেহেতু সেরকম না সেহেতু এটি হারাম হতে পারে না। এখানে যদি আপনি সঠিখভাবে ট্রেড করতে পারেন তাহলে মুনাফা করতে পারবেন আর না করতে পারলে লস করবেন। তাই সঠিকভাবে ট্রেড করে ভাল মুনাফা উপর্জন করুন হালালের সাথে।
-
ফরেক্স সম্পর্কে আমার যতুটুকু ধারনা আছে হালাল এবং হারাম সম্পর্কে তাতে বুঝেছি যে ফরেক্স সুদ মুক্ত ব্যাবসা করা যায়। যেহেতু সুদ মুক্ত লেন দেন এর সুযোগ আছে তাই আমি মনে করি ফরেক্স এর উপারজন হালাল হবে । পাশাপাশি লাভ এবং লস এর সাথে জড়িত তাই তাই ফরেক্স কে হালাল ব্যাবসা হিসেবে বেছে নেওয়া যায়।
-
ফরেক্স সম্পূর্ণরেুপেই হালাল।এই বিষয়ে আপনি নিশ্চিত থেকে ফরেক্স থেকে উপার্জন করতে পারেন। তবে আমার মতে, এই ব্যবসা সবার জন্য হালাল না। কারণ , আমরা যদি আমাদের হাদীস মোতাবেক ট্রেড করি তবে কোন সমস্যা নেই কিন্তু যদি জোয়া খেলার মত খেলি তবে তো হারাম এবং দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই আপনি এবং আমি শেষ। সুতরাং যদি ব্যবসা হিসাবে নিতে হয় তবে এই মার্কেট সম্পর্কে খুব ভাল জানা ও বুঝা ছাড়া কোন উপায় নেই। তবে আপনি চাই ব্রোকার যে সুদ দেয় তা থেকে বিরত থাকতে পারেন। ব্রোকার থেকে সুদ চুক্তি চালু থাকলে আমরা যেমন সুদ পাই ,তেমনি আমাদেরও ব্রোকারকে সুদ দিতে হয়।
-
আমার সাধারন জ্ঞান থেকে আমি বলতে পারি ফরেক্স ১০০% হালাল। কারণ ফরেক্স এ সুদ মুক্ত ব্যবসা করা যায়। যেহেতু এই মার্কেটে আপনি সুদ মুক্ত ব্যবসা করার সুযোগ আছে, সেহেতু ঐ হিসাব করলে বলা যায় ফরেক্স এর উপার্জন করা টাকা অবশ্যই হালাল ব্যবসা। পাশাপাশি আমি এটাও বলতে চাই আপনি যে কোন ব্যবসা করতে যান না কেন প্রায় সব ধরনের ব্যবসায় লাভ লস থাকবেই। আর যে ব্যবসা লাভ লস থাকবে না সেই ব্যবসাটাই আমার জানা মতে হারাম হবে। কিন্তু ফরেক্স ব্যবসা লাভ লস দুটোই আছে বলে আমি মনে করি এটা সম্পূর্ণ হালাল ব্যবসা।
-
ফরেক্স ট্রেডিং হারাম নাকি হালাল এ ব্যাপারে এক এক জনের মন্ত্যব্য বা বক্তব্য একেক রকম তবে আমার মতে ফরেক্স ট্রেডিং একটি হালাল ব্যাবসা। কারন ধমীয় দৃষ্টিতে ব্যাবসায়কে হালাল বলা হয়েছে আর ফরেক্স ট্রেডিং এমনই একটি ব্যাবসা যেখানে ব্যাবসায়ের সকল নীতিই অনুসরন করা হয়ে থাকে।
-
আমরা যারা মুসলিম তাদেরকে অবশ্যই হালাল হারাম বিবেচনা করেই চলতে হবে কেননা আমি মনে করি যে হরাম ও হালালে যথার্থতাই জীবনে শান্তি দিতে পারে । যেমন আমরা যদি হালাল খায় তবে অবশ্যই শান্তি আসবে আর হারাম খেলে অশান্তি (আল্লাহ পানাহ্ ) । তবে আমি যেটা জানি সেটা হল সুদমুক্ত একাউন্ট খুলে ট্রেড করলে তবে তা হালাল হতে পারে যদিও না অন্যকোন হারাম উপকরণ না থাকে এর সঙ্গে । তবে সুদ অবশ্যেই বর্জণীয় ।
-
ফরেক্স হারাম নাকি হালাল সে বিষয়ে আমার স্পষ্ট কোনো ধারণা নেই।তবে আমার এতোটুকু মনে আছে যে আমি যখন একাউন্ট চালু করেছিলাম তখন আমার দুইটা অপশন ছিল একটি হচ্ছে সুদ মুক্ত এবং একটি হচ্ছে সুদ যুক্ত। আমি অপশন গুলো থেকে সুদ মুক্ত টাই বেছে নিয়েছিলাম।এ প্রসঙ্গে আমার একটি যুক্তি আছে যে আমরা যখন ফরেক্স এ চ্যাট করি তখন আমাদের মন মানসিকতার ওপর চাপ পড়ে। আর পরিশ্রম করতে হয় এটা আমরা সবাই জানি।ফরেক্স যদি এতই সোজা হত তাহলে এত পরিশ্রম করতে হত না। আর আমি এটা বলতে পারি যে যে ব্যবসায় লাভ লস উভয়ই আছে তাকে হারাম বলা যাবে না। লস ছাড়া ব্যবসা বলতে আমরা সুদ কে বুঝায়।কেননা সুদের ব্যবসায় কোন লস থাকার সম্ভাবনা থাকে না। আর তাই এটা হারাম। ফরেক্স করতে প্রচুর পরিশ্রম করতে হয়। ফরেক্স শেখার জন্য ডেমো প্লাটফর্মে প্র্যাকটিস করতে হয়। যা আমাদের মেধা এবং কৌশল খাটিয়ে করতে হয়। আমার যতটুকু ধারনা এটি একটি হালাল ব্যবসা। কিন্তু ফরেক্স বাংলাদেশ এখনো বৈধতা কেন পাইনি সে বিষয়ে আমার প্রশ্ন জাগে।আর এ ব্যাপারে আমি আমার অভিজ্ঞ বড় ভাই বোনদের মতামত আশা করছি।
-
ফরেক্স ব্যবসায় হালাল নাকি হারাম? ইসলামি শরিয়ত মোতাবেক ব্যবসায় হালাল হারাম সম্পর্কে যা বলেছে,
যে ব্যবসায় শুধুমাত্র লাভজনক হয় ক্ষতি হয় না আর তা থেকে অন্যকেউ ক্ষতিগ্রস্থ হওয়ার আশোংকা থাকে এবং পরিশ্রম ছাড়া সেই ব্যবসা হারাম।হালাল ব্যবসাতে লাভ ক্ষতি উভয়ই আছে, অন্যকেউ ক্ষতিগ্রস্থ হবে না এবং পরিশ্রম করে সার্থকতা অর্জন করতে হবে। ফরেক্স এর মধ্যে হালাল দিকের সবটাই আছে।এর থেকে অন্য কেউ ক্ষতিগ্রস্থ হয় না,লাভ ক্ষতি উভয়ই আছে,পরিশ্রম করা আবশ্যক।তাই ফরেক্স আমার মতে হালাল।