-
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে বোনাস দিয়ে আয় করা যায়| ফরেক্স জানতে বিভিন্ন সাইডে জ়েতে হই আপনি খুব সহযে ফরেক্স মাকেটে সম্পরকে বুঝতে পারবেন | এইখানে ট্রেড করতে হলে অনেক শিক্ষিত হতে হয় না , অনেক বেশি ইংরেজীও জানতে হয় না | আপনাকে ফরেক্স মাকেটের জন্য ধরয ধারন করতে হবে |
-
ফরেক্স একটা আন্তর্জাতিক ব্যবসায় হওয়া সত্বেও ফরেক্সে ট্রেডিং অ্যাকাউন্টের সঠিক ব্যবহার এবং ট্রেডের যাবতীয় বিষয় বুঝতে ইংরেজি বিষয়ে প্রচুর দক্ষতা লাগে না।অথবা অর্থনীতির বড় উপাদান নিয়ে ট্রেড করা হলেও ভালোভাবে ট্রেড পরিচালনা করতো অর্থনিতীবিদ হওয়ার প্রয়োজন নেই বরং ভালোভাবে ম্যানুয়ালি ট্রেডিং করতে শিখার প্রয়োজন।
-
নালাইসিস আছে সে গুলকে কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি। b ভালকরে জানতে হবে । আর আপনি আবেগহীন কখনো হতে পারবেন না । কারন আবেগহীন হলে আপনার সব পরিকল্পনা বিলীন হয়ে
-
ফরেক্স বর্তমানে অনলাইনভিত্তিক একটা শক্তিশালী আর্থিক মার্কেটে পরিণত হয়েছে । ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক বেশি পরিমাণে এই মার্কেট হতে সুবিধা ভোগ করতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেডিং করার পূর্ব শর্ত হল নিজের দক্ষতা তৈরী করা । আর সেই দক্ষতা তৈরী করতে গেলে কোন অর্থনীতিবিদ হতে হয় না কিংবা ইংরেজীতে পারদর্শীতা না থাকলেও সমস্য হয় না ।
-
ফরেক্সে ট্রেড করার জন্য আপনাকে অথনিতিবিদ না হলেও চলবে। ফরেক্স শিখতে আপনাকে ইংলিশ জানতে হবে না।ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স শিখতে হবে এজন্য আপনাকে শিক্ষিত না হলেও চলবে। আপনি যদি ফরেক্সে মেধা,সাধনা ও চেষ্টা দিয়ে দক্ষ হতে পারেন তাহলে আপনি ফরেক্সে ট্রেড করে সফল হতে পারবেন।
-
ফরেক্স মার্কেটের বার্তি সুবিধা হোল এই যে আপনি আপনার ঘরে বসেেই একি কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে বাইরে বাইরে ঘুরতে হবে না। এর জন্য অধিক ইন্টারনেট খরচ অথবা খুব পাওয়ারফুল ইন্টারনেট কানেকশনের কোন দরকার নেই। আপনি আপনার ইচ্ছা মতো ট্রেড ক্লোজ এ ওপেন করতে পারেন।
-
আমার মতে ফরেক্স মার্কেট এর সুবিধা বলে শেষ করা যাবে না । এখানে আনলিমিটেড আয়ের সুযোগ রয়েছে, বাড়তি বসে কাজ করা যায়, মোবাইল দিয়েও করা যায়, সল্প পুজিতে বা বিনা পুজিতেও ফরেক্স ট্রেডিং শুরু করা যায়, ২৪ ঘন্টা মার্কেট খোলা থাকে বলে দিনের যে কোন সময় ট্রেড করা যায়, ফরেক্স মার্কেট শেয়ার মার্কেট এর মত ম্যানুপুলেট হয় না ইত্যাদি হাজারও সুবিধা রয়েছে ।
-
ফরেক্স মার্কেট আউটসোর্সের অনেক বড় একটি মার্কেট। এ মার্কেটের বাড়তি সুবিধা হল এখানে বিদেশি ভাষায় খুব বেশি দক্ষতার প্রয়োজন নেয়। মার্কেটে ব্যাবহৃত নিদিৃষ্ট শব্দগুলো ভালভাবে জানলে এবং ট্রেডের কলা কৌশল জানলেয় মোটামুটি চলবে। তবে বশি জানলে বেশি ভাল।
-
আপনার কথা ঠিক আছে কিন্তু মার্কেটে একজন দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই মার্কেট সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকা লাগবে।শুধু ট্রেডিঙ্গের কৌশলই একজন দক্ষ ট্রেডার তৈরি করতে পারে না।মার্কেট সম্পর্কে যে যত এনালাইসিস করতে পারবে সেই তত সাফল্য পাবে।
-
ফরেক্স মার্কেটে বাড়তি সুবিধা হল ফরেক্স মার্কেটে ট্রেড করতে বেশি ইংরেজি জানার প্রয়োজন পরেনা এবং অর্থনীতিবীদ হতে হয় না । ফরেক্স মার্কেট হল বিশ্বব্যাপি একটা আন্তর্জাতিক অর্থনেতিক মার্কেট প্লেস, যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের প্রতিদিন লেনদেন হয়ে থাকে । তবে ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ভাল করে ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করাটাই খুব ধরকার বলে মনে করি।