-
ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জানতে হবে। তা না হলে ফরেক্স মার্কেটে টিকিয়ে থাকা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে আপনাকে জানতে হবে কি ভাবে একজন ভাল ট্রেডার হওয়া যায়, ধ্যর্য সহকারে ট্রেড করা, মানি ম্যানেজমেন্ট, এনালাইসিস, লট বা ভলিওম, পিপ বা পিপস ইত্যাদি। এসব জানার মাধ্যমে একজন অভিজ্ঞ ও দক্ষত ট্রেডার হতে হবে। আর এগুলোর ফরেক্স মার্কেটে সফলতার মূল বিষয় বস্তু ।
-
ফরেক্স মার্কেটের সফলতার মুল হল আপনাকে ভাল ভাবে মার্কেট এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে। আপনাকে বেশি বেশি মার্কেট নিয়ে এ্যনালাইসিস করতে হবে। এ্যানালাইসিস ব্যতিত আপনি ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারবেন না। ট্রেডের চেয়ে বেশি আপনাকে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। কখনো অন্যকে অনুসরন বা অন্য কারো কথায় ট্রেড করা যাবে না।
-
ফরেক্সে সফল হবার জন্য খুব বেশি কিছু জিনিসের দরকার নাই । আমরা খুব সাধারন কিছু এনালাইসিস এর মাধ্যমেই ট্রেড করে সফল হতে পারি । তবে হ্যাঁ আমাদের ট্রেড গুলো অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনেই করতে হবে । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে ফরেক্স এর রিস্ক অনেক কমিয়ে আনা সম্ভব ।
-
ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডার হতে গেলে প্রতিটি ট্রেড নিয়ম মেনে করতে হবে। একই ট্রেডিং প্ল্যান অনুযায়ী প্রতিদিন ট্রেড করতে হবে।এভাবে নিজের ট্রেডিং প্ল্যান এর কথায় ভুল আছে তা বের করে ঠিক করতে হবে। নিজের ভুল বের করতে হবে। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে। ভালভাবে মার্কেট এনালাইসিস করে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে সফল হতে হলে অনেকগুলো বিবেচ্য বিষয় আছে যার অধিকাংশ আপনারা আলোচনা করেছেন। আমি কিছুটা সংযোজন করছি। ফরেক্সের প্রতি প্রচন্ড ভালবাসা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে।জানার অদম্য আগ্রহ থাকতে হবে। ফরেক্সের মূল অস্ত্র হলো অভিজ্ঞতা আর সেটা অর্জন করতে টাকা খরচ না করে দীর্ঘদিন ডেমো চর্চা করুন। আর নিজস্ব স্বকীয় একটি ট্রেডিং কৌশল আবিস্কার করতে না পারলে কখনোই ফরেক্সে ভাল করতে পারবেন না। একজন আদর্শ ফরেক্স ট্রেডারকে অনেকগুলো গুণের অধিকারী হতে হবে ঃ-
(ক) মেটাট্রেডার-৪ সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে।যাতে যে কোন পরিস্থিতিতে সফটওয়্যার নিয়ন্ত্রন করা যায়।
(খ) লোভ থেকে দূরে থাকতে হবে। লোভ ফরেক্স ব্যবসার জন্য ধ্বংসাত্মক।
(গ) টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস এর সমন্বয়ে নিজস্ব এনালাইসিস করতে হবে।
(ঘ) নিজস্ব ট্রেডিং কৌশল আবিস্কার করতে হবে। অন্যের দেয়া সিগন্যাল এরিয়ে চলতে হবে।
(ঙ) মানি ম্যানেজমেন্ট ও রিস্ক রেশিও সঠিক ভাবে পালন করতে হবে।
(চ) মূলধনের নিরাপত্তা নিশ্চিত করতে লিভারেজ কমিয়ে রাখা।
(ছ) একসাথে অনেক কারেন্সি বা অধিক ট্রেড নেয়া থেকে বিরত থাকা।
(জ) লসকে মেনে নিয়ে লাভের প্রত্যাশা করা।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সহজ ব্যপারনা।ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং ফরেক্সবিষয়ে প্রচুর পড়াশুুনা করতে হবে।এগুলার পাশাপপাশি ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আপনাকে নিম্নের নিয়মগুলো পালন করতে হবে।
১.অতিরক্ত লোভ করা যাবেনা।
২.প্রচুর ধৈর্যধারন করতে হবে।
৩.অভার ট্রেড থেকে বিরত থাকতে হবে।
৪.প্রতিটি ট্রেড এনালাইসিস করে করতে হবে।
৫.সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন নির্্নয় করে ট্রেড করতে হবে।তাহলেই আপন ফরেক্স মার্কেটে সফল হতে পারবেন।
-
ফরেক্স এ সফলতার মূল বিষয় হচ্ছে দক্ষতা, ধৈর্য্য, লোভ না করা, মার্কেট এর উঠা- নামা দেখে উত্তেজিত না হওয়া, ফান্ডামেন্টাল এনালাইসিস ও সেন্টিমেন্লাটাল এনালাইসিস ও টেকনিক্যাল এনালাইসিস করে ফরেক্স ট্রেড ওপেন করা, অন্যের উপর নির্ভর না করা ও কম লিভারেজ ব্যবহার করা ইত্যাদি ।
-
ফরেক্স মার্কেট এ সফলতার প্রধান বিষয় হল ধৈর্য । আপনাকে এই মার্কেট এ সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হয়ে ট্রেডিং পরিচালনা করতে হবে । আপনাকে ফরেক্স ট্রেডিং শুরুতে ভালো করে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা বাড়াতে হবে । ফরেক্স মার্কেট সঠিক ভাবে এনালাইসিস করতে জানতে হবে । কোন ট্রেড এ লস হয়ে গেলে হতাশ হওয়া যাবে না । আপনি যদি নিয়মিত ফরেক্স ট্রেডিং অনুশীলন করেন তাহলে আপনি এক সময় এই ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে সক্ষম হবেন ।
-
ফরেক্স ব্যবসার সফলতার মূল কারণ হল ধৈর্য্য ধারণ করে দক্ষতা অর্জন করার চেষ্টা করা । অামরা মার্কেট বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । অামরা কম লিভারেজ নিব তাহলেই অামরা সফলতা অর্জন করতে পারব । অামরা কোন প্রকার লোভের বর্শিভূত হব না তাহলেই অামরা সফলকাম হতে পারব ।
-
সফলতার জন্য প্রথমেই লাগবে দৃঢ়চিত্ত্বে শপথ যে এখান থেকেই আমি আমার জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো৷দৃঢ় প্রতিজ্ঞা না থাকলে জীবনে কোনো কিছুতেই স্হির হতে পারবেন না৷নিয়মিত কঠোর প্র্যাকটিস করেই দক্ষ ট্রেডার হতে পারবেন৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷ যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই সফলতা অর্জন করেছেন৷