।আপনি যদি প্রশ্ন কেন এই বোকর গুলোর মধ্যে কোন ব্রোকারটি সবচেয়ে ভালো।তাহলে আমি বলবো ইন্সটাফরেক্স। কারন এটি এশিয়ার স্রেষ্ট
Printable View
।আপনি যদি প্রশ্ন কেন এই বোকর গুলোর মধ্যে কোন ব্রোকারটি সবচেয়ে ভালো।তাহলে আমি বলবো ইন্সটাফরেক্স। কারন এটি এশিয়ার স্রেষ্ট
কিছু কিছু ভালো ব্রোকার হাউস হলো এক্সনেস,অয়েষ্টানএফএক্স,রোবোফরেক্স,হটফরেক্স,লি টাফরে ক্স এবং ইন্সটাফেক্স।আপনি যদি প্রশ্ন কেন এই বোকর গুলোর মধ্যে কোন ব্রোকারটি সবচেয়ে ভালো।তাহলে আমি বলবো ইন্সটাফরেক্স। কারন এর বহুমুখী সুবিধা যা ট্রেডারদের দিয়ে থাকে।
যে সকল ফরেক্স ব্রোকার তাদের ক্লাইনট দের পেমেন্ট দিতে ঝামেলা করে না বা একাউন্ট বন্ধ করে না সেই সকল ফরেক্স ব্রোকার হল ভাল ফরেক্স ব্রোকার তাই আমাদের ভাল ফরেক্স ব্রোকারে একাউন্ট করে ট্রেডিং করা ভাল, ফরেক্স মার্কেটে ট্রেডিং একাউন্ট করার পরে তা ভেরিফাই করে নিলে অনেক ভাল হয়।
ফরেক্স মার্কেটে আমার কাছে সবচেয়ে ভাল লাগে ইনস্টা ফরেক্স ব্রোকার কারন এই ব্রোকার এশিয়ার সেরা ব্রোকার।এই ব্রোকারের কোন দুর্নাম নেই।এই ব্রোকার টাকা নিয়ে কোন জালিয়াতি করে না।আপনি যদি গুগল এ তপ ব্রোকার সাইট লিখে সার্চ দেন তাহলে ইনিস্তা ফরেক্সের র*্যাংক হবে ১।
ফরেক্সে ট্রেড করতে গেলে অবশ্যই একটা ভাল ট্রেডিং ব্রোকার এর কোন বিকল্প নেই । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেন্জ । আর সেই চ্যালেন্জ মোকাবেলায় আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিমাণে নিজেকে প্রস্তুত করতে হবে । আর নিজেকে প্রস্তত করার কোন বিকল্প নেই একটা ভাল ব্রোকার । একটা ভাল ব্রোকার মানেই হল একটা ভাল মানের সহযোগি পাওয়া ।
প্রতিটি ব্রোকারই ট্রেডারদেরকে আকৃষ্ট করার জন্য নানা রকম ট্রেড সহায়ক সুযোগ সুবিধা প্রদান করে থাকেন ফলে এক একজন এক এক রকম ব্রোকার হাউজের মাধ্যমে ফরেক্সে ট্রেড করে থাকে তবে আমার কাছে সব থেকে ভাল এবং জনপ্রিয় ব্রোকার হাউজ হল ইন্সটা ফরেক্স।
আমার কাছে ভাল ব্রোকার হল সেটা যেটা পেমেন্ট নিয়ে কোন ঝামেলা করে না। কাষ্টমার সার্ভিস ভাল, স্প্রেড কম, প্লাটফরম ভাল, বোনাস ভাল দেয় , অযথা ষ্টপলস হিট করায় না। এগুলা গুন যে ব্রোকারের আছে সেটাই ভাল।
অসংখ্য ব্রোকারের মধ্যে আমার মতে ইন্সটা ফরেক্সই আমাদের মতো নগন্য ক্ষূদে ট্রেডারদের জন্য উত্তম৷ইন্সটা ফরেক্সে সর্বনিম্ন 1$ দিয়ে ডিপোজিট করতে পারবেন৷এখানে নানা ধরনের ট্রেডিং টুলস রয়েছে যাতে ব্যাপক স্টাডি করে আপনি ফরেক্সের বেসিক ট্রেডিং কৌশল গুলো জানতে পারবেন৷নিয়মিত ডেইলী এনালাইটিক্যাল মেইল পাবেন৷এখানে অনেকগুলো ডেমো কনটেস্টের মাধ্যমে আপনি নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে পারবেন৷এখানে আপনার একাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে৷তাদের সাপোর্ট টীম যথেষ্ঠ প্রশংসনীয়৷তাদের অফিস সপ্তাহের ৭ দিন এবং ২৪ ঘন্টাই খোলা থাকে৷আরোও অনেক সুবিধা এখানে পাবেন৷
ফরেক্স ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠেছে অনেক ব্রোকার হাউজ। আমার মতে এশিয়া মহাদেশের ভালো ব্রোকার হলো ইন্সটাফরেক্স ব্রোকার হাউজ। এটি খুবই বিশ্বস্ত। ট্রেডারদের স্বার্থ সম্পর্কে এ ব্রোকারের নজর সর্বদা লক্ষ্যণীয়। ডিপোজিট বোনাস, নো ডিপোজিট বোনাস, ফোরাম পোষ্ট বোনাস, রেফারেন্স বোনাস সহ নানাবিধ সুযোগের ব্যবস্থাও আছে অনেক। সব মিলিয়ে এটি আমার কাছে খুবই ভালো ব্রোকার বলে বিবেচিত।
ফরেক্স মার্কেটে ব্যবসাকে কেন্দ্র করে পৃথিবীতে অনেক ব্রোকার হাউজ গড়ে উঠেছে। এদের মধ্যে কিছু কিছু ব্রোকার হাউজ সঠিকভাবে তাদের সুবিধাগুলো পূরণ করে না আবার কিছু কিছু ব্রোকার হাউজ আছে তাদের ট্রেডার ধরে রাখার জন্য ট্রেডারদের কে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। আর কিছু ব্রোকার আছে ট্রেডারা টাকা বিনিয়োগ করা পর টাকা উঠানো অনেক ঝামেলা করে থাকে। তাই আপনাকে দেখতে হবে কোন ব্রোকারগুলো সঠিকভাবে তাদের দক্ষগুলো বজায় রাখে যেমন নো ডিপোজিট, ডিপোজিট বোনাস, রেফারেন্স বোনাস ইত্যাদি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই সব ব্রোকারই আপনাকে বেছে নিতে হবে। তবে আমি বলতে চাই এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল ব্রোকার হচ্ছে ইন্সটাফরেক্স ব্রোকার কারণ এই ব্রোকারটি ট্রেডারদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। ট্রেডারদের ট্রেড করার জন্য বিভিন্ন ক্যাল্ডেলার দিয়ে থাকে যা আপনি খুব সহজেই ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে অধিক বেশি মুনাফা অর্জন করতে পারবেন।