-
আমি প্রথমদিকে স্ক্যাল্পিং পছন্দ করলেও বর্তমানে আমি মোটেও স্ক্যাল্পিংকে পছন্দ করি না । কেননা আমি মনে করি যে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা লাভবান হতে চাইলে অবশ্যই অনেক বেশি পরিমাণে আমাদের ট্রেডিং টেকনিক উন্নত করতে সময় দেওয়া প্রয়োজন । তবে ট্রেডিং টেকনোলজি উন্নতি করার অন্যতম একটা উপায় হল লং ট্রাম ট্রেডিং করা । এর মধ্য অনেক শিক্ষনীয় জিনিস থাকে ।
-
ভাই আমার মতে ফরেক্স লং ট্রেড স্কেল্পিং না করায় ভাল আমরা সাধারনত কম ডলার নিয়ে ফরেক্স করি তাই স্কেল্পিং না করলে আমাদের জন্য বুঝতে সহজ হবে | ফরেক্স আপনি স্কেল্পিং করে বেশি সুবিধা ভাল না তাই স্কেল্পিং না করায় ভাল আমার মনে হয়েছে | ধন্যবাদ
-
স্কাল্পিং আমি মনে করি মার্কেট বুজা শুনা করতা হয়। সমসময় মার্কেট স্কাল্পিং কারার উপযোগী থাকেনা। আমরা পিভট পয়েন্ট এবং রেসিস্তাঞ্চ থাকে স্কাল্পিং করতা পারি।
-
আমরা যারা মোটামুটি ট্রেডার রয়েছি তাদের উচিত হবে লং ট্রেড করা । কারণ লং ট্রেড না করলে স্কাল্পিং ট্রেড করে কেই কখনোই লাভবান হতে পারবে না । অতএব আমরা সব সময় স্কাল্পিং ট্রেডবাদ দিয়ে লং ট্রেডে মনোনিবেশ করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন লং ট্রেড করার জন্য তাহলেই লাভবান হতে পারবেন ।
-
নতুন ট্রেদারদের কাছে আমি মনে করি স্কাল্পিং ট্রেদ খুব ঝুকি পুর্ন।কারন স্ক্লাপিলিং ট্রেড মুলত ৫ থেকে ৩০ মিনিটের ট্রেডে করা হয়ে থাকে।তাই প্রাইর যদি ঐ সময় বেশি একটা মুভ না করে তাহলে লাভ করা অসম্ভব হয়ে পড়ে।তাই নতুন্দের জন্য লং টার্মের ট্রেড করা বেশি ভাল।
-
ফরেক্স মার্কেটে স্কাল্পিং ট্রেড এর থেকে লং টার্মের ট্রেড করা বেশি গুরুত্বপুর্ন।আপনি যদি ফরেক্স মার্কেতে স্কাল্পিং ট্রেড বেশি ঝুকি পুর্ন আপনি যদি ফরেক্স মার্কেট থেকে সাফলতা পেতে চান তাহলে মার্কেটে দক্ষতা অর্জন করতে হবে।
-
স্কেল্পিং হচ্ছে অল্প সময়ের মধ্যে ট্রেড ওপেন করে কিছু লাভ হাতিয়ে নিয়ে ট্রেড ক্লোজ করা। যেটি হয়ে থাকে ১ মিনিট, ৫মিনিট ও ১৫ মিনিটের মধ্যে, অভিজ্ঞদের জন্য এটি খুব জনপ্রিয়। আর লংট্রেড হল ১ ঘন্টার অধিক সময় ধরে ট্রেড করা। স্কেল্পিং করে কেও ভাল ইনকাম করতে পারলে তার জন্য লং ট্রেডের প্রয়োজন হয় না।
-
আমি নতুন ট্রেডার তাই স্ক্যাল্পিং করি না্*।ফরেক্সে স্ক্যাল্পিং ট্রেড করলে খুব সহজেই অনেক বেশি প্রফিট লাভ করা যায় আর সকলেইতো চায় ভাল প্রফিট আয় করতে তবে ফরেক্সে সকলে স্ক্যাল্পিং ট্রেডিং করে প্রফিট লাভ করতে পারেনা তার কারন হল স্ক্যাল্পিং করতে হলে দীর্ঘদিন ফরেক্স ট্রেডিংয়ের বাস্তব অভিজ্ঞতার দরকার হয়,ভাল মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্ট জ্ঞান থাকতে হয় তবেই স্ক্যাণল্পং করে ভাল প্রফিট লাভ করা য়ায়।তাই আমি লং টাইম ট্রেড করি এখানে ভালো ভাবে বুঝে সময় নিয়ে ট্রেড করা যায়,তাই আমি লং টাইম ট্রেড পচ্ছন্দ করি।
-
আমার জন্য ফরেক্স মার্কেটে স্ক্যালাপিং একটি জনপ্রিয় পদ্ধতি।এই পদ্ধতিতে ট্রেড করতে হলে আপনার প্রচুর অভিজ্ঞতা থাকতে হবে।তবে ফরেক্স মার্কেটে দক্ষ ও সফল ট্রেডাররা স্ক্যালাপিং করে কিনা আমি সঠিক বলতে পারবো না।তবে আমি ফরেক্স মার্কেটে স্ক্যালাপিং করিনা।আম লং ট্রেড রতে পছন্দ করি।ফরেক্স মার্কেটে স্ক্যালাপিংকরতে প্রচুর সময়ের প্রয়োজন হয়।আমি একজন ছাত্র তাই আম এত সময় ফরেক্সে ব্যায় করতে পারিনা।এজন্য আম লং ট্রেড করি।
-
স্ক্যাপ্লিং করা মারাত্মক ঝুকিপূর্ণ। স্ক্যাপ্লিং- বিনিয়োগকৃত মূলধন সবসময়ই ঝুকির মধ্যে থাকে। অনেকে মনে করে স্ক্যাপ্লিং করার জন্য তেমন কোন জ্ঞান প্রয়োজন নেই। এটি একটি ভুল ধারনা, পর্যাপ্ত ফরেক্স জ্ঞান ও এনালাইসিস ছাড় স্ক্যাপ্লিং করা ঠিক না। লং টাইম ট্রেডে লাভ বেশি হয় এটা আমি জানি না। তবে লং টাইম ট্রেডের সুবিধা অনেক। বড় টাইমফ্রেম দেখে এনালাইসিস করার ফলে ট্রেড ওপেন করার জন্য সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হয়। লং ট্রেডে ঝুকি কম থাকে, মূলধন সুরক্ষিত থাকে।কোন পেরেশানি বা টেনশন থাকে না কারন পর্যাপ্ত ব্যাকআপ পিপস থাকে। মাসিক গড় লাভ বেশি হয় । মোট কথা লসকে নিয়ন্ত্রন করে লাভ করা যায়।