-
আমি ফরেক্স মার্কেট বিষয়ে সকল জ্ঞান অর্জন করতে পেরেছি। তবে এখান থেকে লাভ করতে পারি নাই। আমার জানা অনেক ট্রেডার আছেন যারা প্রতি মাসে অনেক টাকা ইনকাম করেন এই ফরেক্স করে। তারাই আমার আদর্শ, তাদের মত আমিও একদিন অনেক টাকা ইনকাম করব বলে আশা করছি। দেখা যাক কি হয়।
-
ফরেক্স মার্কেট এ আমি এখনো নতুন আমি ফরেক্স মার্কেট সবে মাত্র জয়েন্ট করেছি। আমি ডেমো একাউন্ট এ ভাল লাভ করেছি। আমি রিয়েল একউন্ট খোলি নি। আমি যখন রিয়েল একাউন্ট করব তখন আমি ফরেক্স মার্কেট থেকে সাফলতা অর্জন করার জন্য চেষ্টা করব।
-
গত ৩ বৎসর যাবৎ ধারাবাহিক ভাবে লাভ করে যাচ্ছি। এর পূর্বে আমি অনেক লস করেছি। আমি চাই ফরেক্স মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে তাহলে লাভ আসবেই।
-
ফরেক্সে ট্রেড করতে অনেকেেই আসে তবে সবাই ষফর হতে পারে না । ফরেক্স মার্কেটে কে কত টুকু সফল হতে পেরেছে বা পারবে তা তাদের দক্ষতার উপর নির্ভর করে । এজন্য শুরু থেকেই শিখতে হবে । এই মার্কেটে যে যত শিখবে সে তত বেশী সফল হওয়ার সম্ববনা রেয়েছে । ফরেক্স করতে লোভ কে সংবরন করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে আমি এখনো সফল নই। তবে ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য প্রতি নিয়ত সংগ্রাম করে যাচ্ছি। আমি মনে করি ফরেক্স মার্কেটে সফলতার মূল কথাই হল এ মার্কেটে টিকে থাকা। লসের জন্য ভাবি না। কারন- মার্কেটে টিকে থাকতে পারলে এক সময়ে লস রিকভারি হয়ে ফিরে আসবে বলে আমি মনে করি।
-
প্রথমত ফরেক্স মার্কেট এ আসলেই সাফলতা পাওয়া যায় না। অনেকটা সময় লাগে সাফলতা অর্জন করতে। ফরেক্স মার্কেট এ যারা অভিজ্ঞতা অর্জন করে নিজের দক্ষতা দিয়ে কাজ করছে তারা অনেকটা আয় করতে পারছে এই ফরেক্স মার্কেট থেকে। আমি ফরেক্স মার্কেট এ নতুন জয়েন করেছ্ আমি ডেমোতে অনেকবার সাফলতা অর্জন করেছি। এখন আমার কাছে মনে হয় আমি রিয়েল একাউন্ট এ ভাল সাফলতা অর্জন করতে পারব।
-
আমি গত ৪ বছরে অসংখ্য বার লস করেছি,অসংখ্য বার আমার ব্যালেন্স জিরো হয়েছে৷আমি এতো দিনে ধীরে ধীরে বুঝতে পেরেছি যে আমার কোনোও সঠিক ট্রেডিং স্ট্র্যাটেজী ছিলনা,রিস্ক বা মানি মেনেজমেন্ট কী এবং কেন...এই সব কিছুই বুঝতামনা৷সঠিকভাবে এনালাইসিস করতে পারতাম না৷তাই স্বাভাবিক ভাবেই লস করেছি৷কিন্তু এখন সেগুলো বুঝি তাই লস না হয়ে অল্প অল্প করে প্রফিট পাচ্ছি৷৪ বছর পর এখন নিজেকে ট্রেডার মনে হচ্ছে৷
-
আমি বলবো ফরেক্স মার্কেটে সফলতা নির্ভর করে ট্রেডিং সম্পর্কিত দক্ষতা এবং অভিজ্ঞতার উপর যার যত বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে সে তত ভাল ফলাফল এখান থেকে নিতে পারবে। আমি সব সময় ফরেক্স মার্কেটে ট্রেড করার পূর্বে আমার ট্রেডিং সম্পর্কিত জ্ঞানের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার চেষ্টা করি যার ফলে আমি অনেক ভাল প্রফিট লাভ করতে পারি।
-
আসলে ফরেক্স একটি চলমান প্রক্রিয়ার মার্কেট এখানে সফল হওয়ার ব্যাপারটা অভিজ্ঞতার এবং কত সময় যাবত ট্রেড করছে একজন ট্রেডার। তবে দীর্ঘ সময় ট্রেড করলে এবং সবসময় শেখার মনমানসিকতা থাকলে একজন অভিজ্ঞ হয়ে উঠে এবং তিনি লাভবান হতে পারেন।আমি মাত্র শুরু করলাম শুতরাং আশা করি যে এখানে কিছু একটা করতে পারবো।
-
গত কয়েক বছরে আমি ফরেক্স মার্কেট থেকে ভাল মুনাফা অর্জন করতে পেরেছি কেননা আমি মনে করি এই মার্কেট থেকে আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর প্রথম অবস্থায় আমি অনেক বেশি লস খেতাম কিন্তু এখন আর তেমন একটা লস খাই না তার অন্যতম কারণ হচ্ছে এখন আমি নিয়মিত ডেমো ট্রেড করি। আর ডেমো ট্রেডের মাধ্যমে আমি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক ধরনের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারছি এমনকি বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল, ডেইলি চার্ট এবং ফরেক্স নিউজগুলো সঠিকভাবে বুঝার ক্ষমতা অর্জন করতে পারছি যার প্রভাব পড়ছে আমার ফরেক্স ট্র্রেডিং এর উপর। আর উক্ত বিষয়গুলো থেকে আমার ভাল অভিজ্ঞতা অর্জন হওয়া এখন আমি ফরেক্স মার্কেট থেকে নিয়মিত আয় করতে পারছি।