-
আমি এই ইন্সটাফরেক্স এ নতুন। তাই এই বিষয় এ ধারনাটা আমার খুবই কম। তবে উপরের কমেন্ট অনুযায়ী আমি এইটাই বুঝতে পারছি যে ,,,, ইন্সটাফরেক্স আইডি একটা অনেক ভালো ব্রোকার আইডি। এশিয়া মহাদেশের মধ্যে এটা একটি ভাল বড় ব্রোকার আইডি। এই আইডিতে ডিমো হতে ট্রেড করে ভালো একজন ট্রেডার হওয়া যায়। অনেকে এই ইন্সটাফরেক্স ব্রোকার আইডি থেকে প্রফিট করে লাভবান হয়েছে। তাই আমার মতে এই ইন্সটাফরেক্স আইডি একটা ভাল ব্রোকার আইডি। এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,, ধন্যবাদ।
-
ইনস্টাফরেক্স বাংলাদেশে লাইভ সাপোর্ট রয়েছে। যারা ২৪ঘন্টা বাংলায় সাপোর্ট দিয়ে থাকে।আমরা এখানে কোনো সমস্যায় পড়লে তাদের কাছ থেকে সহায়তা নিতে পারে। বাংলাদেশের এর আইবি অফিস আছে।ডিপোজিট এবং উইথড্র করার জন্য অনেকগুলো পেমেন্ট্র মেথড রয়েছে।যেখানে লেনদেন সবনিম্ন১ডলার ডিপোজিট রয়েছে সরাসরি লাইভ ট্রেডে ডোমো একাউন্ট করা
-
আমি ফরেক্সে এক বছরের বেশি সময় ধরে আছি। এর মাঝে বেশ কিছু ব্রোকারে কাজ করেছি। শুরুটা করেছি ডেমো ট্রেডিং দিয়ে কারন আমি জানি ডেমো ট্রেডিং আমার ট্রেড শিখতে সহায়তা করবে। এরপর ইন্সটা ফরেক্স ব্রোকারে ট্রেড করি। ইন্সতাফরেক্স এশিয়ার মধ্যে সব চেয়ে ভাল ব্রকার ।এটাই একমাত্র ব্রকার যেটা ফরামকে সাপোর্ট করে ।
-
সত্য কথা বলতে আমি ইন্সটাফরেক্স ছাড়া অন্য কোন ব্রোকারের সাথে এখন পর্যন্ত কোন প্রকার ব্যবসা করিনি। তবে বিভিন্ন ব্রোকার সম্পর্কে খোঁজখবর নেয়ার মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি তাতে বলা যায় যে ইন্সতাফরেক্স এদের সবার মধ্য থেকে অন্যতম।কারণ ইন্সটাফরেক্স তাদের ট্রেডারদের কে অতি অল্প সময়ের মাধ্যমে তাদের উইথড্র করা ডলার ও সকল সুবিধা প্রদান করে থাকে যেটা অন্য কোন ব্রোকার এখন পর্যন্ত দিতে সক্ষম হয়নি।এছাড়াও ইন্সটাফরেক্স বাংলা ফোরাম সাইট চালু করার মাধ্যমে একজন ট্রেডার কে কোন প্রকার ডিপোজিট না করেও ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ করে দিয়েছে।আর এ সকল সুযোগ-সুবিধা প্রদানের কারণেই ইন্সটাফরেক্স বর্তমান বিশ্বের নাম্বার ওয়ান ব্রোকার হিসেবে পরিচিত।আর এই সকল কারণে আমি নিজেও ইন্সটাফরেক্সের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছি এবং ভবিষ্যতে কাজ করব বলে আশা করছি।
-
উপরের অনেকেই ইন্সটাফেরেক্স সম্পর্কে অনেক ভালো ভালো কমেন্ট করেছেন । তবে আমার মতে কিছু কিছু খেক্ষে ইন্সটাফেরেক্স খুবই ভালো বো্রকার । যেমন ধরুন আপনি যদি রিয়ালে ট্রেড করতে চান তাহলে ফোরামের বোনাস আপনাকে সহযোগিতা করবে । তবে যারা প্রফেশনালাসি ট্রেড করেন তাদের জন্য ইন্সটাফেরেক্স কেমন হবে তা আমার জানা নেই..........
-
অনেক ধরনের ব্রোকার আছে ট্রেডিং সিস্টেম এ ব্যবসা করার জন্য যাদের মধ্যে অন্যতম হল ইন্সতাফরেক্স । প্রতিটা জিনিসের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে যার কারনে সেটাকে অন্যদের থেকে ব্যতিক্রম ও ভাল বলে মনে করা হয়, ফরেক্স এ ও ঠিক এমনই কিছু গুণ আছে বলে আমি মনে করি । ইন্সতাফরেক্সে খুব অল্প মুল্ধন বিনিয়োগ করেই বেশি অর্থ আয় করা যায়, ইন্সতাফরেক্স এ ডেমো অ্যাকাউন্ট আছে যেটার মাধ্যমে সহজেই ফরেক্স মার্কেট সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং প্রাকটিসের মাধ্যমে ভাল মানের ট্রেডার হওয়া যায় ।
-
হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমার প্রিয় বন্ধু ইন্সটা ব্রোকারটি দুর্দান্ত এবং এর স্ট্যাটাসটি বেশিরভাগ কারণ এটি আমাদের ফোরামে উপলব্ধ। সংযুক্ত, সুতরাং এটি দুর্দান্ত এবং আমরা এতে কাজ করে আরও বেশি লাভের উপায়গুলি খুঁজে পেতে পারি কারণ এটি জানা খুব দ্রুত হতে পারে।
-
আমি অনেক দিন ধরেই ইন্সটাফরেক্স এর সাথে আছি । ইনস্টাফরেক্স আমাদের মত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য অনেক ভাল একটি ব্রোকার । ইন্সটাফরেক্স সুপ্রতিষ্ঠিত এবং এর লাক্ষ লাক্ষ গ্রাহক সংখ্যা রয়েছে । এশিয়ার শ্রেষ্ঠ ব্রোকার হিসেবে অনেবার পুরষ্কারও পেয়েছে । তাই আমি মনে করি ইন্সটাফরেক্স অনেক ভাল একটি ব্রোকার ।
-
আমার দেখা মতে এশিয়ার মধ্যে ইন্সতাফরেক্স সবচেয়ে ভালো ব্রোকার । বিশেষ করে ইন্সতাফরেক্স নতুনদের জন্য যেসব অফার দেয় সেগুলো আপনি অন্য কোন ব্রোকারে পাবেন না । তাই আমরা যারা নতুন ট্রেডার তাদের জন্য ইন্সতাফরেক্স এর অফারগুলো অনেক ভালো । তাছাড়াও ইন্সতাফরেক্স অনেক বিশ্বস্ত একটা ব্রোকার । তাই আপনারা যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনারা ইন্সতাফরেক্সকে বেঁছে নিতে পারেন ।
-
যেমনটি আমি ভাবতে চাই, ইন্সটাফরেক্স এজেন্ট হওয়া গ্রহণযোগ্য। আমি ইন্সটাফরেক্সে আমার 1.5 টি দীর্ঘ প্রসার বোঝাচ্ছি। বিভিন্ন আরআইটি সুবিধা আমাকে ব্রোকার হিসাবে টেনে নিয়েছে। এই জাতীয় বিষয়গুলি আমাকে টেরিয়ন হিসাবে উদ্দীপ্ত করেছিল।