-
টাইমফ্রেম সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার ট্রেডের অভিজ্ঞতা প্রায় ৬ বৎসর। প্রথম দিকে অনেক লস করেছি। তখন ছোট টাইমফ্রেম আমার পছন্দ ছিল। বিশেষ করে ১৫ মিনিটের চার্ট। এখন ৪ ঘন্টার টাইমফ্রেমে ট্রেড করি এবং ধারাবাহিকভাবে লাভ করছি। ছোট টাইমফ্রেম খুব তারাতারি পরিবর্তনশীল ফলে সিগন্যাল খুব সহজেই পরিবর্তন হয়ে যায়। আর ৪ ঘন্টার টাইমফ্রেমে শক্তিশালী সিগন্যাল পাওয়া যায়।
-
ফরেক্স ট্রেড এর জন্য মেটাট্রেডার 4 এ অনেক গুলো টাইম ফ্রেম রয়েছে । ছোট টাইম ফ্রেম গুলো ( m1 , m5, m15, m30, h1 ) সর্ট টার্ম ট্রেড এর জন্য এবং বড় টাইম ফ্রেম গুলো লং টার্ম ট্রেড এর জন্য ব্যবহার করা হয় । আপনি আপনার সুবিধা মত যে কোন একটা ব্যবহার করতে পারেন ।
-
ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের টাইম ফ্রেম রয়েছে। যার যার পছন্দ মত ও সুবিধা মত করে ফরেক্স এর টাইম ফ্রেম ব্যবহার করে আয় করছে। আমার কাছে এই ফরেক্স মার্কেট এ H4 ও Daily টাইম ফ্রেম ভাল লাগে। তাই আমি এই ফরেক্স মার্কেট এ H4 ও Daily বেশী ব্যবহার করি এতে আমি আমার ধারনা মতে আমি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি।
-
আমি মনে করি ফরেক্স মার্কেটে নিয়মিত ভালো প্রফিট করার জন্য সঠিক টাইমফ্রেমের অনুসরন করে ট্রেড করার প্রয়োজন।ভালো ট্রেডাররা সবসময়ই লং টাইমফ্রেমের অনুসরন করে লং টার্র্মের ট্রেড করতে বলে। কেননা আপনি যত লং ট্রেড করবেন ট্রেডের রিস্ক ততই কম হবে। আর ফরেক্সের মত রিস্কি বিজনেসে যথাসম্ভব চেষ্টা করতে হবেকম রিস্ক নিয়ে ট্রেড করার।
-
আপনি মার্কেট এর অবস্থা বুঝার জন্য লোয়ার টাইম ফ্রেম ব্যবহার করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর যদি হাইয়ার টাইম ফ্রেম এ এনালাইসিস করেন তাহলে আপনার কোণ সমস্যা হবে না। কিন্তু ছোট টাইমফ্রেম গুলোতে মার্কেট এ স্পাইক করে।
-
আপনি ত্রাদের হিসেবে যেকোনো টাইম ফ্রেম এই ট্রেড করে সফল হতে পারবেন.এইক্ষেত্রে আপনাকে পরীক্ষায় ফেলতে হবে আপনি কোন টাইম ফ্রেম এ ভালো করেন.এই কাজটা আপনাকে ডেমো ট্রেড এ ট্রেডিং করার সময় ই করতে হবে.আমি মূলত লং টাইম ফ্রেম এ ট্রেড করে থাকি কারণ এইটি আমার জন্য উপযোগী আমি নিজেকে এইখানে প্রয়োগ করে সফলতা পেয়েছি.
-
আমাদের প্রত্যেকের জন্য নিজ নিজ ট্রেডিং টাইমফ্রেম হলো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান বিষয়৷একটা টাইমফ্রেম হলো একটা প্লে-গ্রাউন্ড অথবা শশ্যক্ষেত যেখানে আমরা নিয়মিত কাজ করি,ফসল ফলাই,প্রফিট করি৷সেই টাইমফ্রেমটি যদি সঠিকভাবে নির্ধারণ না করতে পারি তাহলে নিয়মিত প্রফিট করা অসম্ভব ! বিশ্বের সকল দক্ষ-অভিজ্ঞ ট্রেডারগণ Daily টাইমফ্রেম দেখেই ট্রেড করেন৷
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে টাইমফ্রেম মেনে চলতে হবে। সেহ্মেত্রে আমাদের উচিৎ লংটার্ম ট্রেড করা। শর্টটার্মেও করা যাবে তবে ভাল প্রফিট করতে গেলে লংটার্মে করাই ভাল। আমার দেখা অনেকেই লংটার্ম ট্রেড করে। এবং তারা ভাল মুনাফা পাচ্চে। তবে যার যার যুক্তি তার তার কাছে।
-
আমি মনে করি আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই টাইমফ্রেম মেনে চলতে হবে। কারণ টাইমফ্রেম যারা ব্যবহার করে তারা সকলেই লংটার্ম ট্রেড করার চিন্তা নিয়ে ট্রেড অপেন করে এমন কি এই টাইমফ্রেম ব্যবহারের মাধ্যমে অধিক বেশি লাভবান হওয়া যায়। আর যাই হোক আমি সাধারণত টাইমফ্রেম ব্যবহার করি ১ ঘন্টা আর ২ঘন্টার টাইমফ্রেম। এই দুইটা টাইমফ্রেম খুবই ভাল এবং ব্যবসায় অধিক বেশি লাভবান হওয়ার আশা থাকে।
-
আপনি ত্রাদের হিসেবে যেকোনো টাইম ফ্রেম এই ট্রেড করে সফল হতে পারবেন.এইক্ষেত্রে আপনাকে পরীক্ষায় ফেলতে হবে আপনি কোন টাইম ফ্রেম এ ভালো করেন.এই কাজটা আপনাকে ডেমো ট্রেড এ ট্রেডিং করার সময় ই করতে হবে.আমি মূলত লং টাইম ফ্রেম এ ট্রেড করে থাকি কারণ এইটি আমার জন্য উপযোগী আমি নিজেকে এইখানে প্রয়োগ করে সফলতা পেয়েছি.