-
ফরেক্স এ ডেমো ট্রেড করলে আপনার কোনো রিয়েল টাকা আসবেনা বা যাবেওনা তবে ফরেক্স এ দক্ষতা বৃদ্ধির পাবে । ট্রেড করতে গিয়ে আপনি কি কি ভুল করেন বা লস এর কারন গুলো চিহ্নিত করতে পারবেন ডেমো একাউন্ট এ ট্রেড প্র্যাকটিস করে। এবং আপনার ভুল গুলো শুধরে নিতে পারেন ।
-
ডেমো একাউন্ট এ ট্রেড এর মাধ্যমে বিভিন্ন টাইম ফ্রেমে টেকনিক্যাল এনালাইসিস করে এর কার্যক্রম পরীক্ষা করে দেখতে পারেন ।যে টাইম ফ্রেমে টেকনিক্যাল এনালাইসিস ব্যবহার করলে ভালো প্রফিট প্রফিট আসে তা ডেমো একাউন্ট এ টেস্ট করে সিলেক্ট করে নিয়ে, পরবর্তীতে রিয়েল ট্রেড এ তা ব্যবহার করতে পারেন ।
-
মেটা ট্রেডার 4 এ ডিফল্ট ভাবে দেওয়া ইন্ডিকেটর ( RSI, MACD, OSCILLATOR , bowlinger band , মুভিং এভারেজ ) এর ব্যবহার এর পূর্বে , ডেমো একাউন্ট এ ট্রেড এর মাধ্যমে এর কার্জকারিতা পরীক্ষা করে , আপনার জন্য লাভজনক ইন্ডিকেটর ব্যবহার এর জন্য নির্ধারণ করতে পারবেন । যা দিয়ে রিয়েল একাউন্টে ট্রেড এ ব্যবহার করে লাভবান হবেন।
-
রিয়েল ট্রেড এ ব্যবহার এর আগে যে কোনো এক্সপার্ট এডভাইজর কিংবা স্ট্রাটাজি ডেমো একাউন্ট এ টেস্ট করে নেয়া ভালো ।যেকোনো টেস্ট অন্তত দুই মাস ডেমো একাউন্ট এ টেস্ট করা উচিত । তাতে ঐ স্ট্রাটাজি বা এক্সপার্ট এডভাইজর ব্যবহার আপনাকে প্রফিট এনে দিতে পারবে কি না তা আপনি বুঝতে পারবেন ।
-
ডেমো ট্রেড করে আমরা বিভিন্ন ট্রেডের কৌশল সম্পর্কে আমরা জানতে পারব। আমরা বিভিন্ন স্ট্রেটিজি নিয়ে পরীক্ষা করে দেখতে পারব। আর ডেমো ট্রেড করে নিজেদের লসের কারন গুলো বুঝতে পারবো। একজন নতুন ট্রেডারকে কমপক্ষ্বে ৫-৬ মাস ডেমো ট্রেড করা উচিত।
-
ডেমো ট্রেড ছাড়া আমাদের রিয়েল ট্রেড করা মোটেই ঠিক নয় । কারন ডেমো অনেক অভিজ্ঞতা বাড়ে । ডেমো ট্রেড করলে অনবেক লাভ ও হয় যা কখনো রিয়েল ট্রেড এ হয় না । কারন ডেমো ট্রেড নির্ভয়ে করা হয় । কিন্তু রিয়েল ট্রেড নির্ভয়ে করা যায় না । তবে ডেমো ট্রেড করলে অনেক সাহস হয় ও মার্কেট সম্পর্কে ভাল জানা যায় । আমি ডেমো ট্রেড করেছি অনেক দিন ধরে ।
-
ফরেক্স শেখার অন্যতম হাতিয়ার হল ডেমো ট্রেড , ডেমো ট্রেড এর মাধ্যমে ফরেক্স ট্রেড শিখে থাকি কখন বাই দিব কিভাবে বাই সেল দিব এছাড়াও সব ধরনের এনালাইসিস শিখতে পারব এই ডেমো ট্রেড এর মাধ্যমে তাই ডেমো ট্রেডিং খুবি অপরিহার্য ফরেক্স বাজারে ।
-
আমি ডেমো একাউন্ট খুলেছি অল্প কদিন হল । আমি এখন বুঝতে পারছি যে ডেমো একাউন্ট অামার জন্য সত্যিকার অর্থেই অনেক বেশি গুরুত্বপুর্ণ ও আমার ট্রেডিং এ ইফেক্ট ফেলার মত । ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা সবারই ট্রেডিং হাতে খড়ি এই ডেমোর মাধ্যমে । এই ডেমো দ্বারা অনেক বেশি পরিমাণে ট্রেডিং শিখতে পারি । আর যা ভবিষ্যতে আমাদের দক্ষ হতে সাহায্য করবে ।
-
ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের সফল হওয়া নির্ভর করে তিনি কতটুকু অভিজ্ঞ তার উপর। ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডারকে ডেমো ট্রেডিং করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। ডেমো ট্রেডিং করে আমরা ট্রেডিং এর খুটি নাতি বিষয় সম্পর্কে জানতে পারি। এছাড়া এতে আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারি।
-
ডেমো ট্রেড রিয়াল ট্রেডের প্রতিচ্ছবি ডেমো ট্রেড করলে আপনি ট্রেডিং সম্পর্কে অনুধাবন করতে পারবেন কিভাবে ট্রেড করতে হয়.ডেমো ট্রেড আর রিয়েল ট্রেড এর মধ্যে তেমন কোনো পার্থক্য না থাকায় আপনি ডেমো ট্রেড করার মাধ্যমে ফরেক্স সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন.তাছাড়া এইখানে আপনি মার্কেট এনালাইসিস করতে পারবেন,মানি ম্যানেজমেন্ট করতে পারবেন যা আপনাকে রিয়েল ট্রেড এ টিকে থাকতে সহায়তা করবে।