ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়টা হচ্ছে 1 আপনি আপনার ট্রেডিং সম্পর্কে ভালো করে জানবেন আপনার টেক প্রফিট এবং সম্পর্কে ভাল আইডিয়া করবেন আপনার টার্গেট সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে
Printable View
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়টা হচ্ছে 1 আপনি আপনার ট্রেডিং সম্পর্কে ভালো করে জানবেন আপনার টেক প্রফিট এবং সম্পর্কে ভাল আইডিয়া করবেন আপনার টার্গেট সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে
*আমি যে বিষয়গুলো বুঝতে চাই তার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার লক্ষ্য কী থাকবে আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য একই মাত্রায় চলবে replacement করতে হবে মানি ম্যানেজমেন্ট করতে হবে
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে তিনটি ইমপরটেন্ট বিষয় এক দুই এবং তিন যেগুলো আমি আবার ব্যাখ্যা করে দিয়েছি যেহেতু আমি আগের পোস্টগুলোতে আপনাদের বলেছি আপনার যদি না পড়ে থাকেন তাহলে আমার সাথে আবার একটা শেয়ার করে নিতে পারেন এবং আইডিয়া করে নিতে পারেন
আমি বলবো ফরেক্স মার্কেটে যদি আপনি একজন সফল ও দক্ষ ট্রেডার হতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু গুণাবলি অর্জন করতে হবে। এমনকি সেই সব গুণাবলির মাধ্যমে আপনি একদিন ফরেক্স মার্কেটে চরম উন্নতির শিখরে উঠতে পারবেন এটা আমার বিশ্বাস। আর এই সব গুণাবলির মধ্যে কয়েকটি গুণাবলি খুবই উল্লেখ্য যোগ্য। যেমন: একটা হচ্ছে এই মার্কেটে আপনাকে কোন ধরনের লোভ করা যাবে না, আরেকটা হচ্ছে ফরেক্স মার্কেটে আপনাকে অবশ্যই ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে উক্ত গুণাবলি গুলি ধরে রাখার মাধ্যমে আপনাকে ফরেক্স মার্কেটে দক্ষ ও অভিজ্ঞ জ্ঞানের অধিকারী হতে হবে। তাহলে অবশ্যই আপনি ফরেক্স মার্কেটে একদিন দক্ষ গুণাবলির অধিকারী হতে পারবেন।
ফরেক্স মার্কেটে তারাই ভালো ট্রেডার যারা পিপস মেকার। অর্থাত ফরেক্স মার্কেটে যারা পিপস শিকার করতে পারে, তারা শুধু পিপস শিকার করে বসে থাকেনা বরং সেটাকে ধরে রাথে অর্থাত নিয়মিত প্রফিট করতে থাকে।সুতরাং সফল ট্রেডারের তিনটি গুনাবলী হচ্ছে ১. পিপস বানানো২.সেটাকে ধরে রাখা আর সেটাকে নিয়মিত করা বা পুনরাবৃত্তি ঘটানো।
আপনি একদম টিক কথাই বলেছেন ফরেক্স মার্কেটে যদি কেউ ভাল করে ট্রেড করে পিপ্স ইনকাম করতে পারে আর সেটা যদি সে ধরে রাখতে পারে তবে আমি মনেবকরি সেই একজন বাল ট্রেডার আর যদি আপনি বেশি বেশি লাভ করতে পারেন কিন্তু সেটা যদি ধরে রাখতে না পারেন তবে লাভ নেই।
একজন সফল এবং দক্ষ ট্রেডারের গুনাবলি অনেক যেমন ধরেন ০১। মার্কেট এনালাইসেস করা । যে যত বেশি মার্কেট এনালাইসেস করবে সে তত বেশে মার্কেটে লাভবান হবে । ০২ । ধৈর্য ধারন করা । এই মার্কেটে যে ব্যক্তি বেশি দৈর্য ধারন করবে সে অবশ্যই মার্কেটে লাভবান হবে । ০৩ । রৈাভ থেকে দুরে থাকা । কথায়াই আছে " লোভে পাপ আর সেই পাপেই মৃত্যু " সুতারং লোভ দুর করতে হবে । এই হচ্ছে দক্ষ ট্রেডারের গুনাবলি ।
একজন সফল ট্রেডারের অনেক গুলো গুনাবলি আছে তার মধ্যে ৩টি গুণাবলি হলো
০১।ফরেক্স মার্কেটে যে সকল এনালাইসেস আছে সেগুলো করা । কারন যে যত বেশি মার্কেট এনালাইসেস করবে সে ততো বেশি সফল হবে।
০২।ফরেক্স ট্রেডিং করার সময় ধৈর্য্য নিয়ে কাজ করা। কেননা ফরেক্সে যে ব্যক্তি বেশি দৈর্য ধারন করবে সে অবশ্যই মার্কেটে লাভবান হবে ।
০৩। ট্রেড করার সময় লোভ সামলিয়ে ট্রেড করা। আমাদের সবারই যানা আছে " লোভে পাপ আর পাপে মৃত্যু " সুতারং আমদের লোভ দুর করতে হবে । আর এগুলোই হচ্ছে দক্ষ ট্রেডারের গুনাবলি ।
আমার মতে, একজন ভালো ট্রেডার যে ভাবে প্রফিট করে সর্বদা সে সেইভাবে প্রফিট করতে পারে। একজন ভালো ট্রেডার কখনো তার ট্রেডিং সিস্টেম থেকে অন্য সিস্টেম এ যায় না। ভালো ট্রেডাররা মার্কেট এ সারাদিন বসে ট্রেড করেন না। তারা পিপ কিভাবে বানাতে পারবে সেই ভাবে ট্রেড করে এগুতে থাকেন।
একজন সফল ট্রেডার অনেকগুলো গুণের কারণেই সফলতা অর্জন করে থাকে। তার মধ্যে তিনটি উল্লেখযোগ্য হলো-
১) ফরেক্স এর খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে অভিজ্ঞতার
পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে দীর্ঘদিন প্র্যাকটিসের দক্ষতা থাকা.
২)সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে লোভ ও ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা.
৩) ধৈর্য ধারণ করে ছোট ছোট লটে ট্রেড করার মাধ্যমে মার্কেটে টিকে থেকে ব্যবসা করা।