-
ট্রেড অপেন করার আগে ঠিকমত চিন্তা ভাবনা করে ট্রেড অপেন করলে চিন্তিত হবার লাগে না । আমার যখন ট্রেড অপেন করা হয়ে যায় তখন আমি ঐ ট্রেড নিয়ে চিন্তা করি না কারন আমি ভাল মত বুঝেশুনে ট্রেড অপেন করেছি । হয় লাভ আমাকে মেনে নিতে হবে আর না হয় লস মেনে নিতে হবে । আমার লাভ হবার সম্ভবনাটা বেশি থাকে ।
-
রানিং ট্রেড নিয়ে চিন্তিত থাকা ঠিক না।ফরেক্সে একটা কথা খুব বলা হয় যে ইমোশনকে কন্ট্রোল করুন।কিন্তু আমাদের মতো অনভিজ্ঞ ট্রেডাররা এটা ভুলে যায়। রানিং ট্রেডে খুব চিন্তা করে।আমি নিজেও রানিং ট্রেড নিয়ে খুবই চিন্তায় থাকি।মূলত আমি ফরেক্সে নতুন তো তাই এখনও পুরোপুরি ইমোশনকে কন্ট্রোল করতে শিখিনি।তবে চেষ্টা করছি অতি দ্রুতই এমন অভ্যাস মন থেকে ঝেড়ে ফেলতে।
-
ফরেক্স ব্যবসা করতে হলে লাভ লস মেনে নিতে হবে । একটি ট্রেড অপেন করার আগে ঠিকমত চিন্তা ভাবনা করে ট্রেড অপেন করলে চিন্তিত হবার লাগে না । আমার যখন ট্রেড অপেন করা হয়ে যায় তখন আমি ঐ ট্রেড নিয়ে চিন্তা করি না কারন আমি ভাল মত বুঝেশুনে ট্রেড অপেন করেছি । হয় লাভ আমাকে মেনে নিতে হবে আর না হয় লস মেনে নিতে হবে । আমার লাভ হবার সম্ভবনাটা বেশি থাকে ।
-
রানিং ট্রেড নিয়ে আমি মাঝে মাঝে খুবই চিন্তিত থাকি। কারন, মাঝে মাঝে এনালাইসিস করতে আমার ভুল হয়ে যায়। আমি যখন ট্রেড বসাই তখনও আমি মার্কেট এনালাইসিস করতেই থাকি। যখন দেখি আমার এনালাইসিস সফল তখন আমি আমার ট্রেড সম্পর্কে নিশ্চিত হতে পারি। ধন্যবাদ
-
আমার মনে হয় ট্রেড ওপেন করার পর সেই ট্রেড নিয়ে বেশি চিন্তা না করাই ভালো। তবে আমার মনে হয় ফরেক্স যারা ভালো ভাবে বোঝে না তারাই ট্রেড ওপেন করার পর চিন্তা বেশি করে। তাই ফরেক্স ভালভাবে শিখে ট্রেড করুন তাহলে আপনাকে ট্রেড নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমার ট্রেড নিয়ে কখনো চিন্তা করি না। আমি ট্রেড ওপেন করার সময় টেক প্রফিট আর স্টপ লস সেট করি। এই কারনে আমার ট্রেড নিয়ে চিন্তা হয় না।
-
সব ফরেক্স ট্রেডারদের রানিং ট্রেড নিয়ে একটা চিন্তায় থাকে। কারন তারা চিন্তা করে লাভ হবে না লস হবে ঠিক ভাবে ট্রেডটা কি দিতে পারলা না কি কোন ভুল হয়েছে এই সব আর কি তবে রানিং ট্রেড নিয়ে একটু চিন্তা করা ভাল তাহলে এনালাইসিস করতে সুবিধা হবে। আর যারা বড় ট্রেডার তারা মনে হয় রানিং ট্রেড নিয়ে এতটা মাথা ঘামান না কারন তারা আগেই চিন্তা ভাবনা করে তার পার ট্রেড দেয় আমি মনে করি সবার এটাই উচিত চিন্তা ভাবনা করে তারপর ট্রেড দেয়া দরকার।
-
আমার কাছে মনে হয় কোনো একটা কাজ করতে গেলে সেই কাজের ফলাফল কি হবে তা নিয়ে আমরা ভাবী কি হবে । তেমনি ভাকে ফরেক্স মার্কেট পেলেসের অবস্থা । কারন যারা নতুন তাদের নানা ধরনের চিন্তা মাথায় আসে । মনে হয় এটা করলে ভালো হবে কিন্তু তা আর হয় না। মনে হবে আমি যদি এভাবে ট্রেড করি তাহলে হয়তো লাভ হবে । কিন্তু তা আর হয় না । যারা অভিজ্ঞ ব্যক্তিবর্গ আছে তাদের ক্ষেতে হয় না । কারন তারা জানে কিভাবে ট্রেড করলে লাভ হবে।
-
হ্যা বন্ধু মার্কেটে ট্রেড রানিং থাকলে সেটা আমাদের সকলের জন্যই কম বা বেশি চিন্তার করন হয়ে থাকে যদিও আমি একটু বেশিই চিন্তিত থাকি তবে কম লটে ট্রেড চালু থাকলে আমার চিন্তা একটু কম থাকে তবে লট বেশি থাকলে আমার মধ্যে বেশ খানিক চিন্তা কাজ করে অবশ্য চিন্তা থাকায় স্বাভাবিক বলে আমি মনে করি। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেটে আমারা জারা ট্রেওদ করি টারা সবসময় মার্কেট নিয়ে চিন্তা করি মার্কেট এনালাইসিস করি মার্কেট আজ কি হতে পারে মার্কেট কন দিকে জেতে পারে একটি ট্রেড ওপেন করা থাকলে সেই ট্রেড নিয়ে চিন্তা করাটা সাভাবিক বেপার কারন ট্রেডে আমারা চাই লাভ করতে ওপেন ট্রেদটা যদি পক্ষে থাকে তাহলে চিন্তা একটু কম থাকে।
-
বেশি ইমোশনাল না হয়ে মার্কেট ভাল করে এনালাইস করে ট্রেড করতে হয়, কারন ইমশন দিয়ে সব হয় না, হয় বিবেক দিয়ে।