-
দিনের চেয়ে রাতেই ফরেক্স মার্কেটে ট্রডে করে সফলতা অর্জন করতে হবে । কারণ রাতে মার্কেটে যেকোন একদিকে মুুভমেন্ট করে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্যের সাথে ট্রেড করতে হবে তাহলেই সফলকাম হতে পারা যায় । তবে আপনি যে কোন সময় ট্রেড করতে পারবেন।
-
আমরা জানি ভাই আপনি যদি ৫ মিনিটের টাইমফ্রেম নিয়ে কাজ করেন তাহলে বলব আপনি প্রতি ঘন্টায় নাহলেও অন্তত ১ টা করে ট্রেডিং এর ভাল পজিশন ধরতে পারবেন সারাদিন ও রাত মিলে। তবে সেই সময়গুলোতে মার্কেটের মুভমেন্ট বেশি ভাল থাকে যখন কোন নিউজ বা মার্কেটে ট্রেডারদের পরিমাণ বেশি থাকে। তাই এক্ষেত্রে আপনাকে আপনার কারেন্সি পেয়ারের ভিত্তিতে এবং সেই সময় সেই কারেন্সির কোন নিউজ আছে কি না সেটা জানতে হবে। তাহলে সেই সময়টাই হবে আপনার ট্রেডিং এর জন্য উত্তম বা ভাল সময়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক বৈদেশিক মুদ্রা বাজার। ফরেক্সে বিশ্বের বিভিন্ন দেশের ট্রেডাররা সরাসরি যুক্ত রয়েছে।কাজেই সপ্তাহে দুইদিন ব্যতীত বাকী পাঁচ দিনে ফরেক্স মার্কেট দিনরাত খোলা থাকে। একেক দেশের টাইমজোন একেক রকম হওয়ার কারণে ফরেক্স মার্কেট দিনরাত খোলা থাকে। যেন কেউ চাইলেই যখন ইচ্ছা তখনই ট্রেড করতে পারেন। তবে ট্রেড করার জন্য উপযুক্ত সময় আমার কাছে মনে হয় রাতে ভালো। কেননা সন্ধ্যা ছয়টার পর থেকে রাত দশটা পর্যন্ত ফরেক্স মার্কেট খুব বেশি ওঠানামা করে। আবার দুপুর বারোটা টা থেকে বিকেল চারটা পর্যন্ত ফরেক্স মার্কেটের খুব ভালো উঠানামা করে।
-
এখানে দিন রাত বড় কথা নয় এখানে বড় কথা হল কোন সেশনে আপনি ট্রেড করতে চান। আপনি যদি এশিয়া সেশনে ট্রেড করতে চান বা কম মুভমেন্ট এর মার্কেট এ ট্রেড করতে চান তবে আপনাকে দিনের বেলা ট্রেড করতে হবে। আবার যদি আপনি চান বেশ ভাল মুভমেন্ট এবং রাতে ট্রেড করতে চান তবে আপনি ট্রেড করতে পারেন নিউইয়র্ক সেশনে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কখন ট্রেড করবেন তার উপর বেসিস করে তবে মার্কেট এর নিউজ এর উপর নির্ভর করে ট্রেড করা ভাল ।*
-
ফরেক্স মাকের্ট সপ্তাহের ৫দিন ২৪ঘন্টায় খোলা থাকে।
রবিবার রাত ৩ টা থেকে শুক্র বার রাত ৩ টা পর্যন্ত ফরেক্স মার্কেট খোলা থাকে। ফরেক্স মার্কেটে ৪ টা সিজন আছে । এই সিজন গুলোর মধ্যে যখন Tokyo , London, New York এর মার্কেট ওপেন থাকে তখন মার্কেট ভাল মুভ করে । আপনি ফরেক্স ফেকটরি তে এই সিজন গুলো দেখতে পাবেন। বেলা ১২.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত এবং সন্ধা ৬.০০ থেকে রাত ১০.০০ টা পর্যন্ত মার্কেট ভাল মুভ করে।তবে রাতে ট্রেড করা ভালো।এই সময় সূচক ভালো ওঠানামা করে।নিউজ দেখে তার পর ট্রেড করা ভালো
-
ফরেক্স মার্কেটের দিনে নাকি রাতের ট্রেড করা ভালো এটা সবার ক্ষেত্রে নিশ্চিত করে বলা সম্ভব নয়, কেননা এটা একটা আন্তর্জাতিক ব্যবসা যেখানে বিশ্বের সকল দেশের মানুষ একযোগে ব্যবসা করে থাকে, এবং যেহেতু বিভিন্ন দেশের সাথে সময়ের একটা পার্থক্য রয়েছে, তাই এটা বিভিন্ন দেশের এবং ভিন্ন ভিন্ন ট্রেডারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ কোন ট্রেডার দিনের বেলা ট্রেডিং করতে পছন্দ করে, আপার কোন ট্রেডার রাতের বেলা ট্রেডিং করতে পছন্দ করে থাকে।তবে মার্কেট যে সময় গুলোতে সবথেকে বেশি আপডাউন করে থাকে ওই সময়ে ট্রেডিং করা বেশি লাভজনক। আর বাংলাদেশ সময় অনুসারে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সময় মার্কেট বেশি মুভমেন্ট করে থাকে, তাই এই সময়ের মধ্যে ট্রেডিং করাটা অনেক বেশি লাভজনক বলে আমি মনে করি।
-
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে এর মধ্যে যে কোন সময়ে ট্রেডিং করা যায়। তবে সবসময়েই মার্কেট এ ভালো মুভমেন্ট পাওয়া যায় না শুধুমাত্র ট্রেডিং সেশন ছাড়া। এই ট্রেডিং সেশনগুলোকে ৪ ভাগে ভাগ করা যায়। সিডনি, টোকিও, লন্ডন, এবং নিউইয়র্ক সেশন। এর মধ্যে লন্ডন সেশন শুরু হয় দুপুর ১ টায় এবং ক্লোজ হয় সন্ধ্যা ৬ টায় এবং নিউইয়র্ক সেশন চলে সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। এই দুটি সেশনে কারেন্সি পেয়ার এ ভলাটিলিটি বেশি থাকে যে কারণে এই সময়ে ট্রেড করা ভালো দুপুর ১ টা থেকে রাত ১২ টা।
-
ফরেক্স মারকেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইনভিত্তিক মুূদ্রা বাজার। এই মার্কেট সপ্তাহে ৫ দিন আর এই ৫ দিনে প্রতিদিনই ২৪ ঘন্টাই খোলা থাকে। ফরেক্স মার্কেট এ রাতে না দিনে ট্রেড করা ভাল একথা নির্দিষ্ট করে কেউ বলতে পারবেনা।তবে আপকামিং নিউজগুলোর দিকে খেয়াল রেখে মার্কেট এনালাইসিস করলে আপনি লাভ করতে পারবেন।ফরেক্স মার্কেটের মুভমেন্ট দেখে আপনি ট্রেড করলে আপনি সফল হতে পারবেন।আমার মনে হয় দুপুর ১২ টা ৩০ থেকে ৪ টা ৩০ আর সন্ধ্যা ৬ টা ৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত মার্কেটের মুভমেন্ট ভাল থাকে। কারণ এই সময়গুলোতে লন্ডন এবং নিউইয়র্কের অফিস আওয়ার থাকে।আপনি যদি সঠিকভাবে এনালাইস করে ট্রেড করতে পারেন দিন রাত নয় আপনি যেকোন সময় ভাল প্রফিট করতে পারবেন।
-
ভাই ফরেক্সে আপনি আপনার ইচ্ছে মত যেকোনো সময়ে ট্রেড করতে পারেন । তবে ফরেক্সে শুধু ট্রেড করলেই লাভ করা যায় না , ট্রেড করার আগে আপনাকে মার্কেট আনাল্যসিস করে ট্রেড দিতে হবে । আমাদের দেশের টাইম জোন হিসেবে ফরেক্স মার্কেট সবথেকে বেশি উঠা নামা করে সন্ধার সময়ে । কারণ এই সময়টাতে মেজর নিউজ ইভেন্টগুলো থাকে । তবে সাবধান থাকবেন এই সময় ট্রেড দেয়াও কিন্তু অনেক রিস্কি , তাই আনাল্যসিস ছাড়া ট্রেড ওপেন করেন না ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য দিন বা রাত বলে কোন কথা নেই। আমি এনালাইসিস অনুযায়ী যখন মার্কেট ট্রেড করার জন্য উপযোগী মনে করি ঠিক তখনই ট্রেড করি। তবে কিছু কিছু সময় ট্রেড করা থেকে বিরত থাকতে হয়। যেমন এমন কিছু মুহূর্ত আছে যখন এনালাইসিস অনুযায়ী মার্কেটের সঠিক মুভমেন্ট বোঝা যায় না। এই সময় মার্কেট আপন গতিতে ওঠানামা করে। তাই ওই মুহূর্তে ট্রেড করা থেকে বিরত থাকি।