আমার মতে ফোরামের সদ্স্যরা একে অপরের বন্ধু হতে পারে ।আমার জানা মতে এতে কোন প্রাকার বাধা নিষেধ নেই ।আমি মনে করি ফোরামের সদস্যরা একে অন্যের বন্ধু হলে ভাল হয় এতে করে একজনের কোন সমস্যা হলে তা অন্যের কাছ থেকে সমাধান নিতে পারে ।
Printable View
আমার মতে ফোরামের সদ্স্যরা একে অপরের বন্ধু হতে পারে ।আমার জানা মতে এতে কোন প্রাকার বাধা নিষেধ নেই ।আমি মনে করি ফোরামের সদস্যরা একে অন্যের বন্ধু হলে ভাল হয় এতে করে একজনের কোন সমস্যা হলে তা অন্যের কাছ থেকে সমাধান নিতে পারে ।
আমার মতে অবশ্যই পারে। কারন ফোরামের সদস্যদের ফেসবুকের সাথে কোন সত্রুতা নেই আমরা অবশ্যই চাইলে সবার সাথে বন্ধু হতে পারি।কোন সমস্যা নাই।
ফরেক্স মার্কেটে আমরা যারা কাজ করি তারা ফেসবুকে একসাথে থাকলে আরো ভাল হবে কারন ফোরামে আমরা ফরেক্স ছাড়া অন্য কোন কিছু শেয়ার করতে পারিনা। তাই আমাদের ব্যাক্তি গত সমস্যা গুলো জানার জন্য বড় ভাইদের ফেসবুক ফ্রেন্ড হতে পারি।
কে কার বন্ধু হবে বা হবে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ফোরামের সদস্যরাও তার বাইরে না । ফোরামের সদস্যরা চাইলে ফোরামের বাইরে গিয়ে ফেসবুকে একে অন্যের বন্ধু হতেই পারে। যাতে ফরেক্স নিয়ে যে কোন তথ্য তারা একে অপরের সাথে আলোচনা করতে পারে।যে কোন সমস্যার সমাধানও করতে পারে। মোট কথা,, আলোচনা করে কোন কাজ করলে তার ফল ভালো হয়ে থাকে। তাই ফরেক্স এ বন্ধুত্বের উপর কোন বিধি নিষেধ নেই বলে আমার মনে হয়।
আমার মতে ফরেক্স আন্তর্জাতিক অনলাইন বিসনেস ।আর এটা স্বাধিন ব্যবশ্যা।যা সবাই করতে পারে।আর এ বিসনেস এর পাশা পাশি আপনি সবার বন্ধ হতে পারেন ।কিন্তু আবার ফেসবুকেও খারাপ লোক থাকে তাহলে আপনার ফরেক্স করতে গেলে সমস্যার সৃশ্টি করে।তাই নিজের ইচ্ছা মোত ভালে দেখে বন্ধু বানাতে হবে।
ফোরামে আমরা একটা কমিউনিটির মতই এখানে মেসেজ দিতে পারি এবং পরষ্পর পরিচিত হতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে চাইলে অবশ্যই অনেক বেশি পরিমাণে আমাদেরকে নিজেদের মধ্য জ্ঞান ও অভিজ্ঞতার সৃষ্টি করতে হবে ফরেক্সের ফোরাম ভাল একটা মাধ্যম এই মাধ্যমে কাজ করে সবাই ভাল কিছু করতে পারবে এবং ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান দক্ষতা অর্জন করতে পারবে । এক্ষেতে ফোরাম ভাল ।আপনি সবার ফ্রেন্ড রিকুয়েস্ট নিয়ে সবার ফ্রেন্ড হতে পারবেন।
হ্যা অবশ্যই পারে কেন পারনে না, আমার তো মনে হয় এটা করলে সবার মধ্যে ুকটা গুড কমিউনিকেশন তৈরি হবে সবাই সবকিছু শেয়ার করতে পারবে, যার ফলে সবার লাভবান হপয়ার সম্ভাবনা বাড়বে। এটা করলে সবারই মোটকথা ভালকিছু হবে বলে আমি আশা করি।আর এটার দরকার ও, এতে করে যারা একটু কম বুঝে বা কেউ কোন কিছু সমস্যায় পড়লে তার সমাধান ও আলোচনা করা সহজ হবে।ধন্যবাদ।
আমার মতে পারে। আমি এতে খারাপ কিচ্ছু দেখছি না।ফেসবুক এর সাথে এর *সাথে এর যুক্ত করা ঠিক নাহ। বরং সুবিধা হচ্ছে যে যোগাযোগ এর মাদ্ধমে তারা ট্রেডিং নিয়েও আলোচনা করতে পারবে ।
হ্যা অবশ্যই হতে পারবেন না কেন আপনি যদি আপনার ফেইসবুক আইডি টা ফোরাম পোস্টিয়ে পোস্ট করে দিয়ে সবাইকে এড করার জন্য বলে দেন তাহলে আপন সবার বন্দু হতে পারবেন এবং সবাই আপনাকে এড করতে পারবে। আর এভাবে যদি ফোরাম সদস্যগণ ফেসবুকের মাধ্যমে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন আলাপচারিতা কিংবা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে পারেন, তবে আমার মনে হয় আমরা একে অপরের কল্যাণে দ্রুত এগিয়ে আসতে পারবো।
ফোরামে আমরা একটা কমিউনিটির মতই এখানে মেসেজ দিতে পারি এবং পরষ্পর পরিচিত হতে পারি । ফরেক্স মার্কেটে ট্রেড করে লাভবান হতে চাইলে অবশ্যই অনেক বেশি পরিমাণে আমাদেরকে নিজেদের মধ্য জ্ঞান ও অভিজ্ঞতার সৃষ্টি করতে হবে । এ ক্ষেত্রে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারদের সাথে সম্পর্ক তৈরীর মাধ্যমে আমরা তাদের কাছ থেকে মুল্যবান শিক্ষা ও জ্ঞান অর্জন করতে পারি ।