আমি ট্রেড করার সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। কারন আমি ট্রেড করার সাথে সাথে হঠাত করে মার্কেট আমার বিপরীত দিকে যেতেই পারে। তাই সাথে সাথে সেট করে রাখাই ভালো। প্রত্য্যক ট্রেডার এর উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা।
Printable View
আমি ট্রেড করার সাথে সাথে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করি। কারন আমি ট্রেড করার সাথে সাথে হঠাত করে মার্কেট আমার বিপরীত দিকে যেতেই পারে। তাই সাথে সাথে সেট করে রাখাই ভালো। প্রত্য্যক ট্রেডার এর উচিত স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা।
টেক প্রফিট ও স্টপ লস হল একজন দক্ষ ট্রেডারের সব থেকে উপকারি টুলস।কারন একজন ট্রেডার কখনো বলতে পারেন যে ৫ মিনিট পর মার্কেট কোণ দিকে যাবে।যাবে একটা নির্দিস্ট রেশিও মেনে স্টপ্ল আর টেক প্রফিট সেট করতে হই।টেক প্রফিট ও স্টপ লচ এর রেশিও হবে ২ঃ১।
অনেকেই আমরা পার্টটাইম ট্রেড করি। অনেক গুরুত্বপূর্ণ সময়ে দেখা যায় ট্রেডের কাছে থাকতে পারি না। সেই হিসেবে টেকপ্রফিট সেট করা অনেক ভাল। কিন্ত আমি স্টপলস সেট করার পক্ষে না। আমি ছোট লটে ট্রেড করি, এনালাইসিস করি, বড় চার্টে ট্রেড করি তাই স্টপলসের দরকার হয় না।
স্টপ লস হল আপনি একটি ট্রেড থেকে কত টুকু লস মেনে নিবেন। তাই মূলধনের অনুপাতে এবং বাজারের ইনডেক্স সুচকের প্রবণতা বুঝে স্টপ লস সেট করলে ঝুঁকি কম হবে এবং লাভ আসতে পারে।
ফরেক্স খুব লাভজনক ব্যবসায় কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ ও বটে । কিন্তু আমরা ফরেক্সে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার করে আমাদের লস ও মুনাফার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারি । স্টপ লস হচ্ছে আমরা কোনো ট্রেড নিয়ে কত টাকা ঝুঁকি নিবো বা লস করতে রাজি আছি তা ঠিক করে দেয়া । মার্কেট যখন সেই স্থানে যাবে ট্রেড স্বয়ংক্রিয় ভাবে ক্লোজ হয়ে যাবে আর আমাদের মূলধন বেঁচে যাবে । তেমনি টেক প্রফিটের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমান প্রফিটের পর আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে ।
টেক প্রফিট ও স্টপ লচ ছাড়া ফরেক্স মার্কেট এ টেড করা উচিত না । টেক প্রফিট ও স্টপ লচ ব্যবহার না করলে আপনি প্রতম দিকে অনেক লাভ করবেন পরে বড় কোন নিউজ এ আপনার অ্যাকাউন্ট ০ হয় এ জাইতে পারে । সেই সময় এ আপনি যদি মার্কেট এ থাকেন তাও কিশু করতে পারবেন না তাই মার্কেট এর এত মুভমেন্ত এর কারন এ
এটা ঠিক আমরা সবসময় মার্কেটে থাকতে পারি না সেক্ষেত্রে টেকপ্রফিট ও স্টপলস গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।এক্ষেত্রে আমাদের ট্রেডটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে অবস্থান করে।যে কারনে আমরা অনেক সময় বড় কোন ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি।তাই সকলেরই টেকপ্রফিট ও স্টপলস ব্যাবহার করা উচিত।
আসলে টেক প্রফিট অনেক কাজের একটা জিনিস যখন আমরা মার্কেট থেকে বের হয়ে যায় তখন টেক প্রফিট দিয়ে রাখি আর টেক লস না দেওয়া ভাল আমার মতে আপনারা যদি মনে করেন টেক লস ভাল তাহেলে দিতে পারেন।
আমি ট্রেড প্রভিট এব স্টপ লস মানি না। আমি ট্রেড করি এগুলো ছাড়া কারন t/p তে হিট খুব কম *s/L বেশি হিট সুতরাং এগুলো ছাড়া ট্রেড করতে পারলে ঝুকি কম
অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যাবহার করা বাঞ্ছনীয়৷এতে ব্যালেন্স একেবারে শুন্য হওয়া থেকে রেহাই পাবে৷বাকী বেলেন্স দিয়ে আবার ট্রেড করতে পারবেন৷টেক প্রফিট ব্যবহার করে অল্প অল্প করে প্রফিট নিয়ে ধীরে ধীরে ব্যালেন্স বাড়ানোই ভালো৷