-
আমি প্রথম থেকে বর্তমান সময় পর্যন্ত শুধুমাত্র ইন্সটা ফরেক্স ব্রোকারের সাথেই ট্রেড করেছি । কারণ এদের সাপোর্ট অনেক ভালো । তাই নতুন ট্রেডারদের জন্য এবং প্রফেশনাল ট্রেডারদের জন্য ইন্সটাফরেক্স এর উপরে কোনো ভালো ব্রোকার আছে নাকি আমার জানা নেই । আমার কাছে ইন্সতাফরেক্স হলো অনেক আস্থাভাজন ব্রোকার এবং এই ব্রোকার অনেক পুরাতন । বর্তমানে ইন্সতাফরেক্স ব্রোকারের সদস্য অনেক এবং প্রতিনিয়ত বাড়তেই আছে ।
-
আমি প্রথমে নো ডিপোজিট বোনাস দিয়ে ট্রেডিং শুরু করি এবং সেটা ছিল এফবিএস ফরেক্স ব্রোকার । তখন ইন্সতাফরেক্স সম্পর্কে জানতাম না । তারপরে একদিন নেট ঘাটতে ঘাটতে ইন্সতাফরেক্স এর সন্ধান পেলাম । সেই থেকে আজ পর্যন্ত আমি ইন্সতাফরেক্স এর সাথে আছি এবং থাকব । কারণ ইন্সতাফরেক্স এর সার্ভিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে ।
-
আমি সর্বপ্রথম ইন্সতাফরেক্স ব্রোকার এ কাজ করছি এবং ভবিষ্যতেও এটাতেই কাজ করবো বলে আশা রাখি । ইন্সতাফরেক্স আমার খুব প্রিয় একটি ব্রোকার এবং আমার জানা মতে এটা এশিয়ার ও সেরা একটা ব্রোকার । বাংলাদেশের ৯০% ট্রেডারই এই ইন্সতাফরেক্স ব্রোকারের সাথে ট্রেড করে । আর ইন্সতাফরেক্স এ ট্রেডার এর সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে এশিয়াতে । আসলে এর বিশেষ অফার গুলোর জন্যই ইন্সতাফরেক্সে এতো বেশি মানুষ কাজ করে বলে আমি মনে করি ।
-
ফরেক্স করতে গেলে অবশ্যই যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তা হল ব্রোকার । ফরেক্সকে কেন্দ্র করে অনেক ব্রোকার এর আগমন ঘটেছে । তবে আমি মনে করি যে ব্রোকার নির্বাচন করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে আমাদেরকে । কেননা ব্রোকার যদি মানসম্পন্ন না হয় তবে তার জন্য আমাদের পরে দিয়ে দুঃখ প্রকাশ করতে হবে । তাই ব্রোকার নিবার্চনে সচেতন হতে হবে।ইন্সটাফরেক্স ব্রোকার এশিয়ার মধ্যে নামকরা ব্রোকার গুলোর মধ্যে অন্যতম। আমি সর্বপ্রথম ইন্সটাফরেক্সে ব্রোকার দিয়ে ট্রেড করা শুরু করি।এই ব্রোকার ব্যবহার করা খুবই ইজি।ইন্সটাফরেক্স কাজ করাও সহজ খুব
-
আমি প্রথমে ফরেক্স টাইমে ট্রেড করতাম। তবে ইনভেস্ট করতে পারিনি বিধায় ট্রেডিং থেকে অনেকটা দূরে সরে ছিলাম এটা ভেবেই যে যখন টাকা ম্যানেজ করতে পারবো তখন না-হয় আবার ট্রেড শুরু করা যাবে। কিন্তু সৃষ্টিকর্তর অশেষ মেহেরবানীতে একদিন ইন্স্টা ফরেক্সের সন্ধান পাই এবং তখন থেকেই আমি এই ব্রোকারের সাথে রয়েছি। ইনস্টা ফরেক্স আসলেই অনেক ভাল মানের একটা ব্রোকার, এবং তারা আসলেই সার্বিকভাবে আমাদের সহযোগিতা করছেন।
-
ফরেক্স মার্কেটে আমি অনেক দিন থেকে ট্রেডিং করে আসছি তাই আমার মনে পরে আমি প্রথমে আই এফ সি ফরেক্স ব্রোকারে ট্রেডিং করতে থাকি, তার পরে লস করে মার্কেট থেকে সিটকে পড়ি আবার ট্রেডিং করার জন্য ইন্সটা ফরেক্স ব্রোকারে একাউন্ট করে ট্রেডিং করতে থাকি এবং নিয়মিত ফোরামে কাজ করছি।
-
আমি সর্বপ্রথম ইন্সটাব্রোকারে কাজ করেছিলাম । ইন্সটাব্রোকারই আমার জনপ্রিয় ব্রোকার । আপনারা যদি ট্রেড ব্যবসা করেন সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই ইন্সটা ব্রোকারে এ্যাকাউন্টে ট্রেড করেন তাহলেই লাভবান হতে পারবেন ।
-
বৈদেশিক মুদ্রার সাথে সম্পর্কিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে দৃষ্টি নিবদ্ধ করা হল প্রতিনিধি। ফরেক্সে স্থির অসংখ্য এজেন্টের উপস্থিতি। যাই হোক না কেন তা হতে পারে, আমি মনে করি একজন ডিলার বাছাই করার সময় আমাদের অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন ক্ষেত্রে যে বণিক আদর্শের উপর নির্ভর করে না, সেই সময়ে আমাদের পরে এটির জন্য ক্ষমা চাইতে হবে। আমি ইন্সটাফরেক্স পছন্দ করি যা আমার প্রথম বণিক।
-
আমি যখন এই ফরেক্স এ নতুন তখন থেকে ই আমি ইনন্সটা ফরেক্স এর নাম শুনেছি এবং ইনন্সটা ফরেক্স ই কাজ করে যাচ্ছি। যখন আমি ফরেক্স এ জয়েন করি তখন থেকেই ইনন্সটা ফরেক্স কাজ করে যাচ্ছে। তারপর বিভিন্ন ধরনের ফরেক্স ব্রোকার আসলো। যেমন, IQ Option, Expert Option, XM Forex, etora, binany ইত্যাদি ব্রোকার আসছে। তবে আমি আগেই ইনন্সটা ফরেক্স এখনো ইনন্সটা ফরেক্স। আমার কাছে এই ইনন্সস্টা ফরেক্স ই ভাল লাগে ধন্যবাদ।
-
আমি প্রথম থেকেই ইন্সটাফরেক্স ব্রোকারের সাথে যুক্ত আছি এবং এখনো কন্টিনিউ করে যাচ্ছি যে কারনে অন্য কোনো ব্রোকার সম্পর্কে তেমন জানিও না আর আমি অন্য ব্রোকারে যেতে তেমন একটা আগ্রহীও নই। সারা বিশ্বের প্রচুর সংখ্যক ট্রেডার ইন্সটাফরেক্সের সাথে থেকে সফলতার সাথে ব্যবসা করছে, আর তাই আমি নিজেও শুরু থেকে এখন পর্যন্ত ইন্সটা ফরেক্স ব্রোকারের সাথে থেকেই ট্রেডিং করে সফলতার সাথে ব্যবসা করে আসছি।