ফরেক্স এমন একটা ব্যবসা যার কোন নির্দিষ্ট টাইম নেই আপনি যখন ইচ্ছা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান আর কিছু না আপনার যদি সন্ধ্যার সময় টাইম হয় তো আপনি ওই সময় ফরেক্স মার্কেট ত্রেড করবেন
Printable View
ফরেক্স এমন একটা ব্যবসা যার কোন নির্দিষ্ট টাইম নেই আপনি যখন ইচ্ছা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান আর কিছু না আপনার যদি সন্ধ্যার সময় টাইম হয় তো আপনি ওই সময় ফরেক্স মার্কেট ত্রেড করবেন
ভাল ট্রেডার হতে হলে আমাদের সব সময় এই বাসবা থেকে শিখা নিতে হবে। আমরা জপদি মন দিএ এই বাবসা শিক্তে পারি আমাদের অবশ্যই লাভ হবে। আমার মনে হয় সব রকম টাইম ফ্রেম আমাদের জন্য খুব গুরুত্ত পূর্ণ যদি আমরা ভাল টাকা আয় করতে চাই।
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়, তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী। কারণ সবাইকে ব্যবসা ছাড়াও অন্য কোন কাজে ব্যবস্ত থাকতে হয়। যেমন আমি অন্য একটি স্থায়ী চাকুরী করছি। তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়। কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে। তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি। প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত আমি মনে করি।
ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় নেই আপনি যেকন সময় ট্রেড করতে পারেন তবে কথা হচ্ছে বাকি সময়গুলাতে মার্কেট একি নিয়মে চলে কিন্ত সন্ধার সময় মার্কেট অনেক বেশি উঠা নামা করে তার কারন হচ্ছে এই সময় নিউজ আপডেট হয় তার একটা প্রভাব পরে। আর এই সময়ে ট্রেড বসালে যেমন লাভ করা যায় আবার একটু ভুল হলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তাই এই সময় ট্রেড ওপেন করার সময় খুবই সতর্ক থাকতে হবে।
প্রত্যেকেই নিজের সময় অনুযায়ী উপযুক্ত ট্রেডিং সময় বেছে নেয়া উচিত । ইহা ২৪ ঘন্টাই করা যায় । তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।
ফরেক্স মার্কেটের জন্য কোন নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় না ।এটি সপ্তাহে শনিবার ও রবিবার ব্যতিত অন্য সব দিন ২৪ ঘন্টা খোলা থাকে ।তাই আপনি চাইলে এটি যেকোনো সময়ই বের করে আপনি ব্যাবহার করতে পারেন ।আমি একজন ছাত্র আর আমি প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেড করে থাকি কারন এ সময় মার্কেট বেশি চলে ।আপনি যদি এই সময়ে ট্রেড করেন তাহলে আপনি লাভ করতে পারেন ।
আসলে নিদিষ্ট সময়ের মধ্যে মার্কেট কতটা মুভ করবে তা কারর পক্ষেই ঐ ভাবে বলা সম্ভাব না তবে হ্যা আমি ও আপনার মত মনে করি যে ফরেক্স ট্রেডিংয়ের পাশাপাশি যারা অন্য পেশায় নিয়োজিত রয়েছেন তাদের ক্ষেত্রে অবসর সময় গুলোতে রিল্যাক্স মুডে ফরেক্স ট্রেডিং করাাই ভাল।
ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল। আশাকরি বিঝতে পেরেছেন।ধন্যবাদ
আমি একজন ছাত্র আমি যখনি সময় পায় তখনি ফরেক্স ট্রেডিং নিয়ে বাস্ত থাকি । কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে ভালো এনালাইসিস করে ট্রেড করতে হবে তাই আমি যত টুকু সময় পায় মার্কেট এনালাইসিস করি । এবং আমি আমার পছন্দ মত পজিসন পেলে ট্রেড এন্ট্রি নেয় । আমি দুপুর ৩ টার থেকে রাত ১০ টা পর্যন্ত ফরেক্স ট্রেডিং এ বেশি সময় দেয় ।