ছেয়ে নিয়ম মানা যদি এই নিয়মগুলো মেনে সবাই ট্রিট করে তাহলে পরের থেকে টাকা উপার্জন করতে পারবে অথবা আপনারা যদি নিজেদের অ্যাক্টিভিটি গুলো ভালো করে পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝবেন নিয়ম মানাটা খুবই ইমপরটেন্ট
Printable View
ছেয়ে নিয়ম মানা যদি এই নিয়মগুলো মেনে সবাই ট্রিট করে তাহলে পরের থেকে টাকা উপার্জন করতে পারবে অথবা আপনারা যদি নিজেদের অ্যাক্টিভিটি গুলো ভালো করে পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝবেন নিয়ম মানাটা খুবই ইমপরটেন্ট
আমি যতই চেষ্টা করি যে একাউন্ট এ ৫% এর বেশি রিস্ক নেব না। কিন্তু ট্রেড করতে যেয়ে দেখা যায় ৫% এর বেশি ১৫-২৫% পর্যন্ত রিস্ক নিয়ে ট্রেড করি। ফরেক্স নিয়ম না মানার কারনে আমরা লস করে বসে থাকি। আর নিয়ম মানলে কখনই ফরেক্স এ লস করতাম না।
কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু । ফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন । ফরেক্স মার্কেটে আমরা যে নিয়মকানুন জানি তা মেনে চলি না তার পেছনে একটিই কারণ বলে আমি মনে করি । সেটি হচ্ছে লোভ । আমাদের সকলের লোভ পরিহার করে নিয়মনীতি মেনে চলে মার্কেটে এ্যানালাইস করে ট্রেড করলে আমি বিশ্বাস করি আমরা মার্কেটে লাভবান হতে পারব । ধন্যবাদ ।
ফরেক্স মার্কেটের কতগুলো নিয়মাবলী রয়েছে সেগুলো সম্পর্কে এনালাইসিস এর মাধ্যমে জানতে হবে ও ফরেক্স নিউজ গুলো অনুসরণ করতে হবে। ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি করতে হবে। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে। তাছাড়া ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। কঠোর পরিশ্রমই হতে হবে। এমনকি ফরেক্সে সকল বিষয়াদি সম্পর্কে বুঝতে হবে। উপরিউক্ত নিয়মগুলো না মেনে চললে অবশ্যই লস হবে লাভবান হওয়া যাবে না সুতরাং লাভবান হতে হলে অবশ্যই ফক্সের কতগুলো শিখনীয় বিষয় রয়েছে সেগুলো প্রথমে শিখতে হবে তাহলে লাভবান হওয়া যাবে।
ফরেক্স ট্রেডিং পুরোটাই কাজ করে আপনার সেন্টিমেন্টাল এনালাইসিসের উপরে। অনেক সময় আমরা সিদ্ধান্ত হিনতা ভুগী। তাই এইটা থেকে সমাধান এর উপায় হচ্ছে মানিমেনেজম্যান্ট করে ট্রেড নেওয়া। সঠিক স্ট্যাটেজি ফলোও করে ট্রেড পরিচালনা করা। হাতে ৩-৫ হাজার পিপ্স বেকআপ রাখলে আর এন্ট্রি থেকে ট্রেড নিতে পারলে আর সমস্যা নাই ইনশাআল্লাহ।
অতি বাস্তব কথাটি বলেছেন। সত্যি বলতে কি আমরা নিজেদেরকে যেমন নিয়ন্ত্রণ করতে পারি না একই সাথে নিজেদের লোভও সংবরণ করতে পারিনা। যার চূড়ান্ত ফলাফল ফরেক্সে লোকসান হতে হতে বের হয়ে যাওয়া। আপনাদের মতো অভিজ্ঞ ফরেক্সারদের প্রতি অনুরোধ আপনারা এই ধরণের পোস্টিং এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে ফরেক্সে টিকে থাকার অনুুপ্রেরণা যোগাবেন।
ফরেক্স মার্কেটে আমরা যে নিয়মকানুন জানি তা মেনে চলি না তার পেছনে একটিই কারণ বলে আমি মনে করি । সেটি হচ্ছে লোভ । আমাদের সকলের লোভ পরিহার করে নিয়মনীতি মেনে চলে মার্কেটে এ্যানালাইস করে ট্রেড করলে আমি বিশ্বাস করি আমরা মার্কেটে লাভবান হতে পারব । আসলে আমরা সকলেই এটা জানি কিন্ত ঠিকমত কাজটা করি না । সেটা হলো লোভ , লোভটাকে সামলে যদি ঠিক সময় ট্রেড করা যায় তাতেই সফল
ফরেক্স ব্যবসার নিয়ম আমরা অনেকেই জানি কিন্তু মানতে পারি না শতকরা ৯০ ভাগে । আমাদের আগে মানার অভ্যাস তৈরি করতে হবে । যে ট্রেডারগণ যত বেশী মানতে পারবে সে তত বেশী সফরকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ট্রেড ব্যবসা করার জন্য মানার অভ্যাস তৈরি করব ।
আসলে আপনি ঠিকই বলেছেন ফরেক্স ট্রেডিং এ ট্রেড করার সময় আমরা যখন দেখি আমাদের লসের পরিমাণ বেড়ে যাচ্ছে তখন আমরা না বুঝে উল্টোপাল্টা ট্রেড করা শুরু করি। আর এতে করে আমরা যানা থাকা সত্বেও নিয়ম গুলো মানতে পারি না। যা আমাদের জন্য একেবারেই ভালো না। আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেডিং করার সময় সকল নিয়ম গুলো মেনে ট্রেড করা এতে করে ভালো প্রফিট পাওয়া সম্ভব।
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলেই আমরা প্রত্যেকেই কম-বেশি ফরেক্স ট্রেডিংয়ের নিয়মগুলো জানে। কিন্তু যখন একটি ট্রেড ওপেন করি বা ট্রেড নেই তখন সাধারণত সেই নিয়মগুলো মেনে, এনালাইসিস করে, মার্কেটের অবস্থা বুঝে ট্রেড নেই না। তখন আমাদের ইচ্ছামতো মনগড়াভাবে বাই বা সেল নিয়ে থাকি। ফলশ্রুতিতে বেশিরভাগ ক্ষেত্রেই লস করে বসি। আমরা যদি ঠিকমতো নিয়ম মেনে মার্কেট এনালাইসিস করে প্রতিটি ট্রেড ওপেন করে তাহলে আমি মনে করি ৮০% ট্রেডে প্রফিট করা সম্ভব। দু-একটি ট্রেডে লস হবে এটা স্বাভাবিক, এটা কখনোই কেউ এড়াতে পারে না। আজ যারা ফরেক্স মার্কেটে 10 বছর ধরে ট্রেডিং করছেন তারাও মাঝে মাঝে লস করেন। যাই হোক আমরা যদি ফরেক্স ট্রেডিং এর রুলস এন্ড রেগুলেশন মেনে যথাযথভাবে ফরেক্স ট্রেডিং করতে পারি তাহলে দুই-একটি ট্রেডে লস হলেও ম্যাক্সিমাম ট্রেডে প্রফিট করা সম্ভব। তাই আমাদের ফরেক্স ট্রেডিং এর রুলস মেনে ট্রেড করা উচিত।