20 থেকে 25 টাকা প্রতিদিন আর্ন করতে পারলেই আপনার ডেমো একাউন্ট কে আপনি আপনার রিয়েল একাউন্টে নিয়ে দিতে পারবেন এবং রিয়েল একাউন্টে ট্রেড করলে আপনি ট্রেডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন
Printable View
20 থেকে 25 টাকা প্রতিদিন আর্ন করতে পারলেই আপনার ডেমো একাউন্ট কে আপনি আপনার রিয়েল একাউন্টে নিয়ে দিতে পারবেন এবং রিয়েল একাউন্টে ট্রেড করলে আপনি ট্রেডিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন
ট্রেডিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনাকে daily ট্রেড করতে হবে এবং প্রতিটি treat সঠিক হতে হবে যদি একটি ট্রেড ঠিকমতো না হয় তাহলে আপনি ট্রেডিং করা থেকে বিরত থাকবেন এই দিনটার জন্য আর 25-30 টাকা earn করা কোন ব্যাপার না
আসলে আপনি কত পিপ লাভ করবেন তা নির্ভর করে আপনি এ্যানালইসিসের উপর। তবে আমার প্রতিদিনের টার্গেট হল 40 পিপ। আমি যদি প্রতিদিন 40 পিপ করে লাভ করতে পারি তাহলেই আমি খুশি। যদিও আমার পিপের টার্গেট কম তথাপি আমি যদি শিউর ভাবে 40 পিপ লাভ করতে পারি তাহলে আমি নিজেকে সফল মনে করব।
আসলে ফরেক্স মার্কেট এর গতি প্রতিদিন এক রকম থাকে না সুতরাং পিপস আয় করার চাইতে ট্রেডিং এর কোয়ালিটির ব্যপারে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি টাগেট করেন যে, প্রতিদিন ৫০ বা ১০০ পিপস লাভ করবেন তাহলে আপনি যেকোন ভাবেই ট্রেড করার চেষ্টা করবেন সেটা আপনি যদি সিগন্যাল নাও পান তাতেও। সুতরাং প্রতিদিন এর আয় হিসাব না করে সপ্তাহের আয় বা মাসের আয়টা দেখুন তাতে ভাল হবে।
ফরেক্স মার্কেটে তো সবাই আয় করতে চাই কিন্তু ৯৫ ভাগ ট্রেডারই লস করে।এর কারন হল মার্কেট সম্পর্কে জ্ঞানের অভাব।আর কেউই সঠিক ভাবে বলতে পারে না কয় টাকা ফরেক্স মার্কেট থেকে আয় হবে তা কেউ বলতে পারে না।যারা দক্ষ ট্রেডার তাদের আয়ও একেক রকম।কারো ইনভেস্ট যদি বেশি হয় তাহলে সে বসেহি আয় করতে পারবে আবার কারো ইনভেস্ট কম হলে সে কম আয় করবে।
প্রতিদিন ৩০ থেকে ৪০ পিপস আয় করলেই যথেষ্ট হবে।তবে সবসময় একরকম প্রফিট করা সম্ভব হয় না কারন সবসময় মার্কেট আপনার পক্ষে নাও থাকতে পারে আসলে এটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর।যতবেশি দক্ষ হওয়া যাবে ততবেশি প্রফিট করা সম্ভব।
আমার মতে আপনি যদি এই ফরেক্স ব্যবসা হতে মোটামুটি ভাল মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনাকে প্রথম অবস্থায় ব্যবসার কৌশল সম্পর্কে আগে ধারণা অর্জন করতে হবে এবং তারপর আপনি প্রতিদিন এই মার্কেট হতে একটা মিনিমাম টার্গেট রাখেন ২০-৩০ পিপস করে প্রফিট অর্জন করতে চান। তবে প্রথম অবস্থায় এর চেয়ে বেশি মুনাফা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যেই ক্ষতির সম্মুখীন হতে হবে। কেননা তখন আপনার মাঝে এক ধরনের লোভ লালসা কাজ করবে এবং সে জন্যই আপনি ক্ষতিগ্রস্থ্য হতে পারেন। অতএব বেশি প্রফিট না করে দৈনিক অল্প মুনাফা নিয়ে প্রফিটের চিন্তা করুন। তাহলে আপনি অবশ্যই ভাল সফলতা লাভ করতে পারবেন।
আসলেই এটা একটা রহস্য । আমি মনে করি আমাদের দিন হিসেবে হিসেব না করে বছর হিসেব করাই উচিত। কারন বছর হিসেব করলে দিনের বা মাসের একটা চাপ থাকবে না। আমি নিজেও অবশ্য মাসের হিসেব করি। আমার কাছে দিনের হিসেব একটু বড় মনে হয় এবং মনে হয় এটা আসলেই এচিভ করা টাফই নয় অসম্ভব।
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি এই মার্কেটে প্রতিদিন ট্রেড করি না তবে মার্কেটের অবস্থান বুঝে ট্রেডে চিন্তা করে থাকি। যখন আমি মার্কেটের অবস্থান ভাল দেখি এবং নিউজগুলো সঠিকভাবে যখন বুঝতে পারি যে মার্কেটের মুভমেন্ট কেমন হতে পারে সে অনুযায়ী ট্রেডের পরিকল্পনা করে থাকি। এবং সেই পরিকল্পনা অনুযায়ী কোন কোন দিন ৫/৭টা ট্রেড করে থাকি আবার কোন কোন দিন কোন ট্রেডই ওপেন করতে পারি না। তবে আমি মনে করি আপনি প্রতিদিন ট্রেড না করে মার্কেটের অবস্থান সম্পর্কে আগে বুঝুন তার ট্রেডের পরিকল্পনা করুন তাহলে আপনি অবশ্যই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
আমি মনে করি ফরেক্স ট্রেড করে দিনে কত পিপস লাভ করা উচিৎ তা একুরেট কোন বাধাধরা নিয়মের মধ্যে পড়ে না । ফরেক্স ট্রেডে আপনার কৌশর এবং দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যত খুশি পিপস লাভ করতে পারেন ।তবে ফরেক্স ট্রেড করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে লোভ করা যাবে না ।