-
আমি কোন নিদ্রিষ্ট একটা টাইমে ট্রেড করি না। মার্কেট যখন মুভ করে তখন ট্রেড করি। আমি এখনো পুরোপুরি এনালাইজ শিখিনি। তাই আমি অন্যদের এনালাইজ দেখে দেখে ট্রেড করি। একটা সম্ভাব্য টাইমে মার্কেট মুভমেন্ট করতে পারে। আপনি ঐ টাইম টায় ট্রেড করেন। ঐ টাইম টায় মুটামুটি নিশ্চিত লাভ করা যায়। আমি অল্প লাভ করি। আমি খুব ছোট ছোট লট কিনে এখন ট্রেড করছি।
-
আরে প্রিয় আপনি কেমন আছেন আমি আশা করি আপনি ভাল থাকবেন এবং ছুটিতে পোস্ট করবেন
আমি আপনার সাথে গত সপ্তাহে একমত হয়েছি সোনার কোনও কোনও পিপস সরানোয় ভাল চলবে না তাই আমি মনে করি এই মাসটি আমাদের পক্ষে ভাল নয় তবে আমরা আশা করি পরের মাসে খুব ভালো হবে কারণ নতুন বছর জেপি জিবিপাসড ইউএসডির মতো সব জুটিতে বাল্বের খবর রয়েছে আমি আশা করি যে এটি সকল জুটির বাজারে ভাল খবর
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন সময় নেই। তাই ফরেক্স এ যারা ট্রেড করে তারা নিজেরাই তাদের টেকনিক অবলম্বন করে এক এক ট্রেডার এক একটি সময়কে ট্রেডার করার জন্য উপযুক্ত মনে করে আর সেই সময়কেই বেষ্ট সময় হিসেবে বেছে নেয়। তবে আমার কাছে বিকেল ৩ টা থেকে রাত ১০ পর্যন্ত সময় ট্রেড করার জন্য বেটার মনে হয় কারণ এই সময়ে মার্কেট বেশি মুভমেন্ট করে আর এটাই আমার পছন্দ।
-
ফরেক্স খুব ভাল ব্যাবসা হলেও এখানে লস খুব সহজ । কিন্তু আমাদের হতাস হওয়া ঠিক নয় । আমাদের কিছু ভাল সময় বেছে নিতে হবে ট্রেড করার জন্য । আমার মতে ট্রেডিং করার উপোযুক্ত সময় সন্ধ্যা ৬ টার পরে । আমি প্রায়ই এই সময় এ ট্রেড করার জন্য চেষ্টা করি । আমি ফরেক্স ব্যাবসা করতে খুব ভালবাসি ।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা দিন-রাত ২৪ ঘন্টা যে কোন সময় আপনি করতে পারেন।তবে আমি সাধারণত দুপুর ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করি।আমার আমি মাঝে সকালেও ট্রেড এ্যান্টি দিয়ে থাকি।তবে আমার মতে ফরেক্স ট্রেডিং ব্যবসা আমাদের বাংলাদেশের জন্য সব চাইতে ভালো সময় হলো দুপুর ১টা থেকে রাত ১০ টার মধ্য ট্রেড করা ভালো।
-
ফরেক্স ট্রেড করার উপযুক্ত সময় বলতে ২ সেশন ট্রেড করা যায়। লন্ডন সেশন ট্রেড করা খুবই ভালো এরপর আমেরিকার সেশন সন্ধ্যায় ঐ সময় উপযুক্ত সময় ট্রেড করার। সমচেয়ে ভালো ডে ট্রেড করা। একটা ট্রেড ২/৩ দিন ধরে রাখা। যার কারণে প্রফিটটা ভালো হবে।
-
বাংলাদেশ সময় দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত মার্কেটে মুভমেন্ট বেশি থাকে।এই সময় টাই ট্রেডের জন্য উপযুক্ত সময়।
-
বৈদেশিক মুদ্রার বাজার প্রযুক্তিগত জিনিস এবং আপনার জ্ঞান সম্পর্কে সমস্ত, আপনার সাহসের কোনও স্থান নেই, ভয়, কারণ বাজার আপনার উন্মুক্ত অবস্থান অনুসারে চলবে না, আপনাকে বাজারের প্রবাহে অবস্থান রাখতে হবে অন্যথায় আপনার ক্ষতি হতে হবে, তাই সর্বদা শিখুন এবং জ্ঞান অর্জন করুন অবস্থান তৈরি করার দরকার নেই কারণ আপনি একজন সাহসী মানুষ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য নির্দিষ্ট কোন টাইম টেবিল নাই । সারা দিনই আপনি ইচ্ছে করলে ট্রেড করতে পারবেন । ফরেক্স মার্কেটে সাধারনত বৈদেশিক মুদ্রার কেনা বেচা হয় বলে সাধারনত আমেরিকা ইউরোপ দেশগুলো যখন অফিসে ব্যস্ত থাকে সেই টাইমেই ট্রেড করা ভাল । সাধারনত বিকেল থেকে রাত ১১ টা পযর্ন্ত ট্রেডিং এর উপযোক্ত সময় বলে আমি মনে করি ।
-
ট্রেড করার আসলে কোন বাধা ধরা সময় নাই। এইটা আপনাকে খুজে বের করতে হবে যে আসলে কন সময় টা আপনার জন্য উপযোগী। এনালাইজ করে বের করেন যে আসলে কোন সময় টা মার্কেট মুটামুটি নিরাপদ থাকবে। নিউজ দেখেন। নিউজ বের হবার আগে ট্রেড নিয়েন না নিলে লস হতে পারে। সো এই জিনিস গুলা মাথায় রেখে আপনার টাইম দেখতে হবে