ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে আসলে আয় করা যায়তো এমন চিন্তা অনেকেই করে থাকে আর তার কারন হল অনেক এম.এল.এম ব্যাবসা রয়েছে যেগুলো মানুষের সাথে প্রতারনা করেছে যার কারনে মানুষ একটু ভয় পেয়ে থাকে। আর যারা এমটি ভেবে বসে আছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে ঐ সকল ব্যাবসায়ের সাথে ফরেক্স ট্রেডিংকে তুলনা করাটা হবে একেবারেই ভূল কারন ফরেক্স ট্রেডিং বৈধ এবং অধিক স্বীকৃত একটি আয়ের মাধ্যম।