-
ফরেক্স থেকে সব সময় লাভ করা যায় এটা আমি বিস্বস করি না। সব এনালাঈসিস সব সময় কাজ করে না।তাঈ ফরেক্সে লস হতে পারে। ট্রেডারের ্অভিজ্ঞতার উপর লাভ লস নির্ভর করে। ট্রেডার ্অভিজ্ঞ হলে লস কম হয়। ট্রেডারের ্অভিজ্ঞতা কম হলে বেশির ক্ষেত্রে লস হয়।নতুন ট্রেডারের ক্ষেত্রে লস করার প্রবনতা বেশি থাকে কারন তাদের ট্রেড এনলাঈসিস ছাড়া হয়ে থাকে।
-
ফরেক্স যেহেতু এক প্রকার বিজনেস তাই লাভ্লস আখানে থাকবেই, তবে আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করে সে অনুসারে ট্রেড করতে পারেন তাহলে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন । আর এর জন্য আপনাকে ফরেক্স এ সময় দিতে হবে ।
-
আমি বি:শাস করি ফরেক্স সমপর্কে ভাল ভাবে জানলে অনেক লাভ করা যায় । ফরেক্স এ কাজ করার জন্য আমাদের প্রথমে ভাল ভাবে কাজ শিখতে হবে । কাজ শিখা ছাড়া কাজ করা উচিত নয় কারণ,আমরা যদি কাজ না শিখে কাজ করতে যাই তাহলে আমরা কাজ করতে পারব না আর যদি করি তাহলে আমাদের ভুল হবে এবং লস হবে যা আমরা কেহই চাই না ।
-
সব সময় লাভ করতে হলে মাখে মধ্যে একটু লস করতে হবে কারন লস বিহিন লাভ শুধু হল সুদে তাই লাভ লস মেনে নিয়ে আমাদের কে ট্রেড করতে হবে এতে করে আমরা এই মার্কেট হতে ভাল কিছু করতে পারব । ফরেক্স মার্কেট এ লাভবান হতে হলে আমাদের কে এই মার্কেট থেকে অনেক ভাল করে জ্ঞান লাভ করতে হবে তাহলেই আমরা সফল ভাবে ট্রেড করতে পারব এই মার্কেট থেকে ।
-
লাভ লস সকল বেবসায় আছে তাই ফরেক্স থেকে যে সব সময় লাভ করা যাবে এটা ঠিক না আপনি লাভ লস নিয়েই ফরেক্স মার্কেট এ টিকে থাকবেন এখানে আপনি কখনো লাভ আবার কখনো লস করবেন এভাবে আপনার লাভ লস এর মধ্যে লাভের সংখ্যা যদি বেশী থাকে তাহলে আপনি ভাববেন হয়ত আপনি একজন সফল ট্রেডার হতে পেরেছেন ।
-
যেহেতু ফরেক্স ট্রেড হল একটি ব্যাবসা তাই এখানে লাভ লস দুইটাই থাকবে, তবে কোনোটা বেশি আর কোনোটা কম। কারন ব্যাবসাতে লাভ আর লস দুই ভাই। আমি মনে করি ফরেক্স থেকে বেশিরভাগ সময়ই লাভ হয় লসের পরিমান্টা কম। যদি আপনি পারদর্শী হন এই ব্যাবসায়।
-
ফরেক্স থেকে সব সময় লাভ হবে তা এমন নয় , করণ লাভ লস নিয়ে ফরেক্স গঠিত । তাই আমি মনে করি ফরেক্স থেকে সব সময় লাভ করা যায় না আর ভাল ট্রেডার হলে অন্ন কথা ।
-
আমার মনে হয় লাভ অথবা লস যে কোন ব্যবসায় আছে তাই বলে ফরেক্স থেকে আপনি সব সময় লাভের আশা ট্রেড করবেন এটা ভাবা সঠিক হবে না। আমি মনে করি আপনার চিন্তা ধারা হবে এই মার্কেট কিভাবে টিকে থাকা যায়। আর কিভাবে ব্যবসায় সময় বিনিয়োগ করলে আপনি ফরেক্স লাভ অথবা লস হবে তার মধ্যে ডুবে থাকতে হবে। যদি আপনি কখনও মনে করেন লসের চেয়ে লাভের পরিমাণটা বেশি তখন হয়ত আপনি ভাবতে পারেন আমি একজন সফল ট্রেডার হতে পেরেছি।
-
আমি একজন ফরেক্স ট্রেডার আমি মনে করি যে কোন ব্যাবসাতে লাভ ও লস উভয় থাকে । সুতরাং ব্যাবসা করলে লাভ লস হবেই এটা মানতে হবে । অন্যদিকে, যেকোন কাজ করতে গেলে আগে সেই কাজ জানা দরকার বা কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন । আর অভিজ্ঞতা না থাকলে কাজ করা যায় না এবং প্রফিট করা যায় না । সুতরাং ফরেক্স এ কাজ করতে হলে অভিজ্ঞতা প্রয়োজন । এ অভিজ্ঞতার আলোকে লাভ করা যায় । অতএব ফরেক্স এ সব সময় লাভ নাও হতে পারে ।
-
আমি মনে করি আপনার যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ফরেক্স মার্কেটে লস না করে শুধু লাভ করবেন। আর আপনার যদি কোন অভিজ্ঞতাই না থাকে তাহলে কখনও লাভ আশা করা যাবে না।