-
নিউজ বুঝতে হলে আপনাকে প্রথমে ভালোভাবে ইংরেজি জানতে হবে। এরপর নিউজটি প্রকাশিত হওয়ার পর নিউজ এর ইনফ্লেশন বা ফোরকাস্ট পূর্ব নির্ধারিত মানের থেকে কম না বেশি হয়েছে তা দেখতে হবে। যদি কম হয়ে থাকে তাহলে নিউজটি নেগেটিভ এবং যদি বেশি হয়ে থাকে তাহলে নিউজটি পজেটিভ। নিউজ এর প্রতিক্রিয়া নেগেটিভ হলে ওই দেশের মুদ্রার মান কমতে থাকে বা দুর্বলতা থাকে আর পজেটিভ হলে ওই দেশের মুদ্রার মান শক্তিশালী হয়ে থাকে।
-
কোনো ঘটনা ঘটলে সেটা কে ঘটালো এবং তার উদ্দেশ্য কি সেটা জানা দরকার। তার লাভ ক্ষতি আগে দেখার দরকার নাই। নিউজ দেখতে হলে ইন্টাররনেট সংযোগ দিয়ে প্রথমে ফরেক্স ক্যালেন্ডার এবং ফ্যাক্টরিতে ক্লিক করতে হবে।এই অপশনগুলোতে গেলেই আমরা ফরেক্স সম্পকে জানতেও বুঝতে পারবো।কান্ডেলসটী চাট মুলত আবিস্কার করেছে জাপানিজরা আর কান্ডেলসটীক চাটকে পশ্চিমা বিশের সাথে পরিচয় করিয়ে দিতে অবদান রেখেছেন Steve Nison. তাই আপনি যদি কান্ডেলসটীক শম্পরকে ভাল ধারনা নিতে চান তাহলে আপনাকে অবসসই Steve Nison এর ভিডিও গুল দেখতে হবে এবং আপনি টরেন্ট থেকেই সেগুল নামিয়ে দেখতে পারেন।আর আপডেট নিউজ দেখে অনেক কিছু জানা যায়।
-
ফরেক্স ট্রেড করতে হলে আমাদের অনেক এনালাইসিস করে তাই করতে হয় । আমি জানি ফরেক্স নিউজ অনেক গুরুত্বপূর্ণ । আমি সব সময়ে ফরেক্স নিউজ দেখেই ফরেক্স মার্কেটে ট্রেড করি । আমি ফরেক্স থেকে অনেক প্রফিট করতে চাই । কিন্তু পারি না । এখন ফরেক্স নিউজ দেখে ট্রেড করার কারনে একটু পারি ।
-
নিউজ বুঝতে হলে আমাদেরকে আগে একচুয়াল ভ্যালু এবং ফোরকাস্ট ভ্যালু সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ একটি নিউজে এই দুইটি ভ্যালু থাকে। এর সাথে আগের নিউজ এর ভ্যালুও থাকে। একচুয়াল ভ্যালু হলো নিউজ টির প্রকৃত মান এবং ফোরকাস্ট ভালো হলো অর্থনীতিবিদদের বেঁধে দেওয়া মান। এখন একটি নিউজ এর একচুয়াল ভ্যালু ফোরকাস্ট ভ্যালু অপেক্ষা বেশি হলে নিউজ টি মার্কেটে পজেটিভ ইমফ্যাক্ট ফেলে। বিপরীতভাবে একচুয়াল ভ্যালু ফোরকাস্ট ভ্যালু অপেক্ষা কম হলে নিউজটি মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। পজেটিভ ইম্প্যাক্ট এ কারেন্সি শক্তিশালী হয় এবং নেগেটিভ ইম্প্যাক্টে কারেন্সি দুর্বল হয়।
-
ভাই আমি অনেক দিন যাবত ফরেক্স মার্কেট এ আছি,সত্য বলে আমি নিউজ বুঝিনা,তাই আমি বড় বড় নিউজ এর টাইম মার্কেট থেকে বিরত থাকি,আমি জানি ফরেক্স মার্কেট এর মুভমেন্ট নিউজ এর উপর হয়ে থাকে,কিন্তু আপনি নিউজ না বুঝলেও ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন,তাই এর জন্য নিউজ এর সময় থেকে বিরত থাকতে হবে।
-
ফরেক্স ট্রেডিং এ সফলতার জন্য নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এই প্রশ্নের অনেকের উত্তর/পোস্ট পড়লাম, কিন্তু কোন সদুত্তর না পেয়ে নিজেই পোস্ট করছি। যদিও নিউজ বুঝার ক্ষেত্রে আমিও এক্সপার্ট না, তারপরও আমি যে পদ্ধতিগুলো এখনও অবলম্বন করছি, সেগুলোই জাস্ট শেয়ার করছি।
আসলে ফরেক্স ট্রেডিং এ নিউজ হচ্ছে, বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক খবরাখবর যার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা ফান্ডামেন্টাল এনালাইসিসের মাধ্যমে প্রাপ্ত ধারণা যার উপর ভিত্তি করে ট্রেডারগণ ট্রেড করে থাকেন। ফরেক্স ট্রেডাররা ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে নিউজ পেতে পারেন। এক্ষেত্রে forexfactory.com খুবই জনপ্রিয়। তো এগুলো হলো ফরেক্স সম্পর্কিত নিউজ জানার পদ্ধতি। তবে প্রশ্নটা ছিলো, নিউজ কিভাবে বুঝবো?
আমার মতে, যদি কোন ট্রেডার নিউজ বুঝতে চান, তবে অবশ্যই তাকে ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। নিউজ রিলিজের সময় কিছু কালার কোড ইউজ করা হয় আর কোন কারন্সির ক্ষেত্রে নিউজটা ইফেক্ট ফেলবে তাও নির্দেশ করা থাকে। কালার কোডের মাধ্যমে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ এবং উক্ত কারেন্সির জন্য কেমন ইফেক্ট পড়তে পারে, তারই মোটামুটি একটা নির্দেশনা দেয়া থাকে। বিশেষ করে লাল কালার চিহ্নিত করা নিউজ রিলিজ হওয়ার পর মার্কেটে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। তবে এসব সামান্য জ্ঞান থেকে নিউজ জেনে পুরোপুরি না বুঝে হুটহাট ট্রেড করলে প্রফিটের চাইতে লসের সম্ভাবনা বেশি। তাই পর্যাপ্ত সময় ব্যয় আর বিভিন্ন অভিজ্ঞতা অর্জন এবং এই দুইটার যথাযথ সমন্বয় আর ফান্ডামেন্টাল এনালাইসিসের সাথে সাথে টেকনিক্যাল আর সেন্টিমেন্টাল এনালাইসিসও বিশ্লেষনের মাধ্যমেই ট্রেড করাই একজন সফল ট্রেডারের কাজ।
অভিজ্ঞ ট্রেডারদের নিকট থেকে আরও বিস্তারিত উত্তর আশা করছি।
-
আমার পাল যদি আমরা অর্থোপার্জন করতে চাই এবং যখন আমরা আমাদের জীবিকা হিসাবে বৈদেশিক এক্সচেঞ্জের ট্রেডিং নিতে চাই তখন আমাদের আরও কঠোর পরিশ্রম করা দরকার, আমাদের একটি ট্রেডিং পরিকল্পনা তৈরি করা দরকার, আমাদের সকলকেও আত্মবিশ্বাসের সাথে একসাথে বাণিজ্য করতে হবে, সাধারণত সঠিকভাবে না করে জ্ঞান এটি এখানে খুব সম্ভব। অনলাইনে অর্থোপার্জন করার জন্য এবং ফরেক্স মুদ্রা বাণিজ্য সাধারণত একটি ভাল উপায়
-
ফরেক্স ট্রেড করতে হলে আমাদের অনেক এনালাইসিস করে তাই করতে হয় । আমি জানি ফরেক্স নিউজ অনেক গুরুত্বপূর্ণ । আমি সব সময়ে ফরেক্স নিউজ দেখেই ফরেক্স মার্কেটে ট্রেড করি । আমি ফরেক্স থেকে অনেক প্রফিট করতে চাই । কিন্তু পারি না । এখন ফরেক্স নিউজ দেখে ট্রেড করার কারনে একটু পারি ।
-
ফরেক্স ট্রেড করতে হলে আমাদের অনেক এনালাইসিস করে তাই করতে হয় । আমি জানি ফরেক্স নিউজ অনেক গুরুত্বপূর্ণ । আমি সব সময়ে ফরেক্স নিউজ দেখেই ফরেক্স মার্কেটে ট্রেড করি । আমি ফরেক্স থেকে অনেক প্রফিট করতে চাই । কিন্তু পারি না । এখন ফরেক্স নিউজ দেখে ট্রেড করার কারনে একটু পারি ।
-
নিউজ বুঝতে হলে অবশ্যই আমাদের ইন্টারনেটের ভিতরে গিয়ে তারপর ফরেক্স ক্যালেন্ডার এবং ফ্যাক্টরিতে ক্লিক করতে হবে । যদি আমরা এই অপশনে যাই তাহলে অবশ্যই আমরা ফরেক্স মার্কেটের নিউজ সর্ম্পকে বুঝতে পারব । আর আমাদের উচিত হবে বুঝে শুনে তারপর ফরেক্স মার্কেটে কাজ করা তাহলেই সফলকাম হওয়া সম্ভব ।