-
ফরেক্স একটি রিস্কি ব্যবসা কথাটি ঠিক। আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান আহরন করে তারপর এ ব্যবসায়ে আসতে হবে। তা না হলে আপনাকে লসের মুখোমুখি হতে হবে। তাই লস এড়াতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে জ্ঞান আহরন করতে হবে। ফরেক্স রিস্কি ব্যবসয়া জেনেও আপনি যদি আপনার ষ্ট্রাটেজি না মেনে চলেন তাহলে আপনার জন্য রিস্ক বেড়ে যাবে। আর সব সময় মনে রাখতে হবে ফরেক্সের মৌলিক বিষয় গুলি মেনে চলতে হবে।
-
ফরেক্স একটি ঝুকিপূর্ন ব্যবসা। এখানে প্রতিটি মূহুর্তেই লাভ বা লসের চিন্তা থাকে। তবে হাই প্রবালিটি বলতে কিছু ট্রেড আছে সেগুল প্রফিট হওয়ার নিশ্চয়তা থাকে বেশি। ফরেক্স এ ট্রেড করলে লাভ বা লস যে কোণ একটি হতে পারে। আর যদি বুঝে ট্রেড নেন তাহলে লাভ হওয়ার সম্ভবানা বেশি।
-
আমি মনে করি ফরেক্স একটি রিকি বাবসা কিন্তু আপনি যদি এটা ভাল করে শিখতে পারেন তা হইলে আপনি লস করবেন না । আপনি ভাল প্রফিত করতে পারবেন আপনার রিস্ক অনেক কমে যাবে । এর জন্য আপনাকে ফরেক্স ভাল করে শিখতে হবে ফরেক্স মার্কেট কি ভাল করে বুজতে হবে তারপর আপনি ভাল লাভ করতে পারবেন। ফরেক্স এ করতে পারলে আপনার টাকা নিয়ে চিন্তা করা লাগবে না
-
প্র্ত্যেক ব্যবসায় রিস্ক আছে বা থাকবেই তাই বলে তো আর ব্যবসা ছেড়ে দেয়া যায় না। আপনার ব্যবসায় রিস্ক তখনই কমবে যখন অাপনি সেই ব্যবসা সম্পর্কে খুটিনাটি বিষয় গুলো জানবেন। বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ট্রেড ওপেন করে প্রফিট করা যাবে ও ট্রেডটি বাই এ ওপেন করবেন নাকি সেল এ ওপেন করবে, করলে কেমন প্রফিট হবে এই সব বিষয় জানা থাকলে ব্যবসায় রিস্ক কমে যাবে।
-
আমি বলবো ফরেক্স ঝূকিপুর্ন ব্যবসা তাদের জন্য যারা ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স ব্যবসায় আসবে আর যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে এই ব্যবসায় আসবে তারা অনেক ভাল অবস্থানে থাকতে পারবে । তাই আমাদের ঝূকিমুক্ত ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞানার্জন করতে হবে । অধিক পরিমানে ডেমো অনুশীলন করুন তারপর রিয়েল মার্কেটে আসুন ।
-
ফরক্সে একটি রিক্সি ব্যবসা কারন এখানে খুব সহজেই কোটিপতি হওয়া যয় আবার খুব সহযেই সর্বোস হারানো যায় আর এর কারন হল লোভ , লোভে পাপ আর পাপে মৃতু তাই ফরেক্স এ কখনও লোভ করা উচিত নয় সব সময় মানি ম্যনেজমেন্ট করে ট্রেড করতে হবে এবং ভাল ভাবে মার্কেট এনালাসিস করে ট্রেড করতে হবে তবে আপনার র্মাকেটে কোন রিক্স থাকবে না ।
-
অবশ্যই ফরেক্স একটা রিক্সি ব্যবসা । এখানে ট্রেড করতে হলে অবশ্যই রিস্ক নিতে হবে । তবে রিস্ক ঠিক কিরকম নিবেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং স্ট্রাটেজি ও ট্রেডিং কৈশলের উপরে । ফরেক্সে রিস্কি ব্যাতিত কোন ধরনের ট্রেড নেই । তবে আপনি যদি ইচ্ছামত খুব বেশি কিংবা খুব কম ট্রেড নেন তাও আপনার ট্রেডের জন্য ইতিবাচক নয় । তাই পর্যাপ্ত পরিমাণে রিস্ক নিতে হবে । যাতে ট্রেডিং এর ক্ষেত্রে সমস্য না হয় ।
-
সব ব্যবসায় রিস্ক থাকে না বুঝে কাজ করলে সব ব্যবসায় লস করতে হয়। ফরেক্স এ ও আপনি না বুঝে কাজ করলে লস করতে হবে। আপনি যদি ভাল করে ট্রেড শিখে কাজ করেন তাহলে দেখবেন ফরেক্স এ কন রিস্ক থাকবেনা। আপনি ট্রেড এ ভাল লাভ করতে পারবেন। কিন্তু ট্রেদ না শিখে কাজ করা যাবে না।
-
আমার মনে হয় ফরেক্স ঝূকিপুর্ন ব্যবসা তাদের জন্য যারা ফরেক্স সম্পর্কে না জেনে ফরেক্স ব্যবসায় আসবে আর যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে এই ব্যবসায় আসবে তারা অনেক ভাল অবস্থানে থাকতে পারবে । তাই আমাদের ঝূকিমুক্ত ফরেক্স ব্যবসা করতে হলে ফরেক্স সম্পর্কে ভালভাবে জ্ঞানার্জন করতে হবে । অধিক পরিমানে ডেমো অনুশীলন করুন তারপর রিয়েল মার্কেটে আসুন ।
-
হ্যা ভাই আপনি থিক বলেছেন আমি আপনার সাথে একমত ফরেক্স মাকেটে রিক্সি ব্যবসা ফরেক্স থেকে আয় করার থেকে সহজে লস করা যায় | ফরেক্স মাকেটে থেকে আয় করতে হলে অনেক পরিশ্রম করতে হবে তবেই আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | ফরেক্স মাকেটে আপনি যদি অভিগতা অজন করতে পারেন তারপর আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন না হলে আপনি ফরেক্স থেকে লস করে ফকির হয়ে জাবেন |