-
ফরেক্স মার্কেটে কোন কিছু রহস্য আমি এখনো ধরনের পারি নি । আর আপনার পোস্টের বিষয়বস্তু সম্পর্কেও আমি স্পষ্ট নয় । ফরেক্সে যদি আপনি সফল হতে চান তবে অবশ্যই আপনাকে এই মার্কেটে ট্রেডিং করে সফল হবে আপনার দক্ষতার মাধ্যমে । যে দেশের অর্থনৈতিক অবস্থা যত বেশি ভালো সেই দেশের কারেনসি তত বেশি শক্তিশালী হয়। শক্তিশালী এবং দুর্বলের বিপরীতে আমাদের ট্রেড নিলেই প্রফিট করা যাবে।
-
ফরেক্স মার্কেট পুরোটাই রহস্য যার উদঘাটন কেউ করতে পারেন নাই। তাই ফরেক্স মার্কেট এর সাথে লেগে থাকতে হবে যতটুকু জানা যাবে ততটুকুই কাজে লাগাতে হবে তাহলে আপনার কিছুটা হলেও জানা হবে। তবে যাই জানেন না কেন সেই ব্যপারগুলো ডেমোতে প্র্যাকটিস করতে হবে। আসলে ফরেক্স মার্কেট পুরোটাই টেকনিক্যাল তাই এটাতে দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অসংখ্যবার প্র্যাকটিস করতে হবে। এবং যা কিছু আপনার আয়ত্বে আনতে চান সেই বিষয়গুলোকে প্র্যাকটিস করতে থাকবেন আর একটু একটু করে জানতে থাকবেন দেখবেন একসময় সহজ হতে শুরু করবে।
-
আসলে সমুদ্রের গভীরতা যেমন বিশাল সেরকম এই ফরেক্স মার্কেটের রহস্য। আপনি ফরেক্সের যত গভীরে একটু একটু প্রবেশ করবেন ততই মনে হবে যেন আপনার ফরেক্সের প্রতি আকর্ষণ ও চাহিদাটা বেড়েই চলেছে। কেননা প্রথম অবস্থাতেই শুধু এর বেসিক ধারনাটা নিয়েই কিন্তু আপনি সরাসরি লাইভ একাউন্টের মাধ্যমে বিশ্বের এক বিশাল বড় মার্কেটপ্লেসে নিজের অবদান ও অস্তিত্বকে প্রকাশ করার সাহসীকতা প্রমান করতে চলেছেন। এটাই হল মার্কেটের রহস্য যা আপনাকে এর গভীরে নিয়ে গিয়ে সফলতার শীর্ষে পৌঁছাবে এক সময়।
-
আমার কাছে মনে হয় ট্রেডিং মার্কেট ওঠানামা করে সদস্যদের বাই এবং সেল দেওয়ার হার এর ওপর। অবসর সঠিক তথ্য আমি পুরোপুরি জানিনা। যদি কারো জানা থাকে শেয়ার করলে উপকৃত হব।
-
ফরেক্স মাকেট এর রহস্য
ফরেক্স মার্কেট এর কারেন্সি গুলো মুভ করে সে দেশের অর্থনৈতিক অবস্থার উপরে। কিন্তু এখানে একটা বিষয় আছে তা হল। একটা কারেন্সির বতমান যে মানটা তা প্রতিনিয়ত পরিবতন হচ্ছে। কিন্তু এই পরিবতনের যে কাজটা এটা যে দেশের কারেন্সি সে দেশের সরকার কতৃক হয়ে থাকে। এই হিসেবে প্রতিটি দেশেই এই রকম কোন না কোন অফিস আছে যেখানে সেই দেশের মুদ্রার দাম বাড়ানো কমানো হয়ে থাকে। মুদ্রার দাম বাড়ানো কমোনো টা নিভর করে সেই দেশের অর্থনৈতির উপর। অর্থনৈতিক অবস্থা ভাল হলে মুদ্রার দাম বাড়ানো হয়। আর অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মুদ্রার দাম কমানো হয়।
আমি বিষয় টা জানি না কিন্তু এই রকমই মনে হয়। কারন একটা কারেন্সিরর যে মানটা এটা তো একটা সংখ্যা মাএ। আর এটার কি কোন চিন্তা বুদ্ধি আছে যে সে নিজে নিজে বাড়বে আবার কমবে। বরং সারাদেশের অর্থনৈতির অবস্থা বিশ্লেষন করে প্রতিনিয়ত সেই দেশের মুদ্রার দাম বাড়ানো কমানো হয়ে থাকে।
হতে পারে এই কমানো বাড়ানোর কাজটা হয়তো রোবট এর মাধ্যমে করা হয়।
আর এই মুদ্রার চাট গুলোকে নিয়েই ফরেক্স মাকেট এর চাট বানানো হয়েছে।
আপনাদের মতামত জানতে চাই?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
-
এককথায় ফরেক্সে মূদ্রা বা কারেন্সির এডিট করা হয়। মুদ্রা ক্রয় এবং অবাধে বিক্রয়ের মার্কেট করে এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা কোথায় করছেন এবং যে পরিমাণ ক্রয় করছেন মূলত সেই দেশের অর্থনীতিরকিছু শেয়ার কিনছেন, মুদ্রার দাম বাড়ানো কমোনো টা নিভর করে সেই দেশের অর্থনৈতির উপর। অর্থনৈতিক অবস্থা ভাল হলে মুদ্রার দাম বাড়ানো হয়। আর অর্থনৈতিক অবস্থা খারাপ হলে মুদ্রার দাম কমানো হয়।
-
ফরেক্সের রহস্য সম্পর্কে জানার জন্য ফরেক্স সম্পর্কে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। দক্ষতা সম্পন্ন হতে পারলে অবশ্যই ফরেক্সের রহস্য খুঁজে বের করা সম্ভব হবে। বেশি বেশি এনালাইসিস করলে ফরেক্স এর সকল বিষয় সম্পর্কে জানা যায়। রহস্য সম্পর্কে জানতে পারলে খুব অল্প সময়ে লাভবান হওয়া যায় এমনকি অনেক জ্ঞান বৃদ্ধি পায়। তাছাড়া ফরেক্স কে জীবনের পেশা হিসেবে বেছে নেওয়া যায়।
-
ফরেক্স মার্কেটের রহস্য বুঝতে হলে অবশ্যই
আমাদের মার্কেট সর্ম্পকে দক্ষতাবান হতে হবে ।
যার যত বেশী দক্ষতা সে তত বেশী সফলকাম হতে
পারবে । সুতরাং আমরা সব সময় এই মার্কেট থেকে
দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা
সফলকাম হতে পারব ।
-
ফরেক্স মার্কেট হল জ্ঞানের একটি ভাণ্ডার। ফরেক্স মার্কেটের রহস্য জানতে হলে অবশ্যই এর সম্পর্কে ভালো দক্ষ ও অভিজ্ঞ হতে হবে । কেননা ফরেক্সে দক্ষ ও অভিজ্ঞ না হলে কখনোই এখানে টিকে থাকা সম্ভব না । আর রহস্য জানা তো দূরের কথা । এখানে যে যতো বেশি দক্ষ ও অভিজ্ঞ সেই ততই বেশি লাভ করতে পারেন । যেহেতু এটা একটা স্বাধীন ও মুক্ত ব্যাবসা তাই এখানে টিকে থাকতে হলে আমার মনে হয় আমাদের সবারই দক্ষ ও অভিজ্ঞ হওয়া জরুরী। নাইলে এখানে টিকে থাকা অসম্ভব।
-
আপনি যখন ট্রেডিং এর ক্ষেত্রে বাজে সিদ্ধান্ত নেয়ার সময় আপনার সেই সময় যে অনুভূতি অনুভব করেছিলেন তা শনাক্ত করতে পারবেন। এবং যখন আপনি আপনার আচরণের মধ্যে সেই নেতিবাচক প্যাটার্ন দেখতে পাবেন, তখন তা সংশোধন করার জন্য পদক্ষেপও নিতে সক্ষম হবেন। বাজে ট্রেড এবং ট্রেডার দুটোই খুঁজে বের করা কঠিন হতে পারে, কিন্তু একবার খুঁজে পেয়ে গেলে তখন দেখবেন এটি অবশ্যই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে এবং আরও ভালো ট্রেডার হয়ে উঠতে আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।