-
প্রতিদিন একটি পেয়ার ৭০ থেকে ৮০ পিপস মুভ করে। ৫ টি পেয়ারে গড়ে ২৫০ থেকে ৩০০ পিপস লাভ করা সম্ভাব হয়। তবে সব সমায় যে লাভ হবে এমনটা নয় এটা নির্ভর করে আপনার দক্ষতার উপর। প্রতিদিন ট্রেড করা উচিত নয়। সপ্তাহে ২ থেকে ৩ টা ভালো ট্রেড করতে হবে । মাকের্ট সব সমায় মুভ করে তাই ব্যাস্ত হওয়ার কিছু নাই। ভেবে চিন্তে ট্রেড করতে হবে দয়াকরে কেউ জুয়া খেলবেন না।
-
আমি এই মার্কেটে দৈনিক ভিত্তিক মুনাফার চিন্তা করে ট্রেড করি না। আমি সবসময় মাসিক ভিত্তিতে চিন্তা করে ট্রেড করি। কারণ প্রতিদিন এই মার্কেট সমানভাবে নড়াচড়া করে না। আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন মাঝে মাঝে এই মার্কেট অনেক নড়াচড়া করে আবার মাঝে মাঝে একদমই নড়াচড়া করে না। সেক্ষেত্রে আপনি কখনই দৈনিক টার্গেট নিয়ে এই মার্কেট থেকে মুনাফা উপার্জন করতে পারবেন না। আপনি যদি সফলভাবে মুনাফা উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনার টার্গেট মাসিক ভিত্তিতে করুন।
-
আসলে এটা সঠিক করে বলা সম্ভব নয় যে আমি প্রতি দিন কতো পিপ্স প্রফিট করবো। আমি মনে করি এটা নির্ভর করবে একজন ট্রেডারের উপর। আমি আমার দিক দিয়ে বললে বলবো আমি ফরেক্স ট্রেডিং এ লং ট্রেড করি এতে করে দেখা যায় গড়ে প্রতিদিন ৫/৬ ডলার ইনকাম হয়। তবে এখানে চাইলে আমি আরও প্রফিট পেতে পারি কিন্তু তাতে অনেক রিস্ক থাকে। তবে এটা কিছুটা নির্ভর করে একজন ট্রেডারের ব্যলেন্সের উপর। তাই আমি মনে করি এখানে যে যতো বেশি দক্ষ ও অবিজ্ঞ সে ততোই বেশি প্রফিট অর্জন করতে পারে। এখানে আমি আমার পরিচিত বন্ধুদের দেখেছি তারা প্রতি দিন গড়ে ২০/৩০ ডলারও ইনকাম করে। ধন্যবাদ
-
আমি মনেকরি, ফরেক্স বাজার প্রতিদিন গড়ে ৫০-১০০ পিপ্স মুভমেন্ট করে ।। ফরেক্স বাজার প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। ফরেক্স বাজার থেকে প্রতিদিন ১০ -১২ ডলার ইনকাম করা সম্ভব ।। ফরেক্স বাজার খুবই রিস্কি ব্যাবসা।। তাই এখানে বেশি লোভ না করে অল্প রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ এতে আপনার একাউন্ট সেভ থাকবে। আর বেশি লাভের আশায় লোভে পরে ট্রেড করলে একাউন্ট ঝুঁকির মধ্যে পরে যাবে মার্কেট এ টিকে থাকা অসম্ভব হয়ে দাড়াবে।
-
ভাই আমি ট্রেড নেওয়ার সময় পিপর্স কাউন্ট করিনা। আর এতে কোন প্রকার লাভও নেই। আমি সব সময় রির্স্কটু রিউয়ার্ড রেসিওটাকে বেশি গুুরুত্ব দিয়ে থাকি। এবং বর্তমানে আমার ট্রেডগুলো ১ঃ৩ হচ্ছে কি না আমি সেই জিনিসটাকে বেশি গুরুত্ব দেই। সুতরাং পিপর্স হিসাব না করে বরং প্রতিটি ট্রেডে আপনার কত ডলার উপার্জন হচ্ছে সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।
-
আসলে ফরেক্স থেকে আমি এক দিনে কত পিপস লাভ করে থাকি সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ আমি ফরেক্স থেকে দৈনিক ইনকাম আশা করি না বরং মাস শেষে একটা ভাল প্রফিট আশা করে থাকি আর এজন্য আমি লং টাইমফ্রেমে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি,এজন্য প্রতিদিন যে ফরেক্স থেকে লাভ হবে এমন নয় তবে ট্রেড গুলো ক্লোজ হওয়ার পরে মাস শেষে যখন আমার প্রফিট হিসাব করা হয় তখন দেখা যায় যে গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচ ডলার প্রফিট হয়েছে।তার মানে এই নয় যে প্রতিদিনই ফরেক্স থেকে লাভ করা সম্ভব কোন কোন সময় লাভের পরিবর্তে লস হয়ে থাকে যেটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে নতুন উদ্দীপনা নিয়ে আবার শুরু করতে হয়,তাছাড়া ফরেক্স মার্কেটে দেখা যায় প্রতিদিন একটি পেয়ার 50 থেকে 100 পিস ওঠানামা করে থাকে, তাই কেউ যদি সঠিক এনালাইসিস এর মাধ্যমে 5 থেকে 6 টা ট্রেড ওপেন করে থাকে তাহলে প্রতিদিন কমপক্ষে 30 থেকে 50 পিপস প্রফিট করতে পারবে, কিন্তু পার্সোনালি আমি নিজেই শর্ট টাইম ফ্রেম এ ছোট ছোট ট্রেড করার থেকে লং টাইম ফ্রেমের সময় নিয়ে ট্রেড করাটা বেশি সুবিধাজনক বলে মনে করি, আর এজন্যই আমি প্রতিদিন প্রফিট এর চিন্তা না করে মাসিক একটা ভাল প্রফিট এর আশা করে থাকি।
-
আমি ডেইলি ট্রেড করিনা,আমি একজন লং টাইম ট্রেডার,আমার প্রতেক ট্রেড এ টার্গেট থাকে ৫০০ পিপস,আমি মাসে ৪/৫ টা এন্ট্রি নিয়ে থাকি,তাই ডেইলি কোন পিপস এর হিসাব নেই,লং টাইম ফ্রেম এ থাকুন অনেক পিপস উর্পাজন কর*তে পারবেন।
-
ফরেক্স মার্কেটে লাভ করা বড় কথা নয় । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ কর । আমি প্রতিদিন শর্ট টাইম ট্রেড করে ২০ থেকে ৩০ পিপ্স প্রফিত করতে পারি । যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যায় তখন খুবই কষ্ট লাগে । আমার ট্রেড গুলোযেদিকে করে তার বিপরীত দিকে যায় এটা হয় এ্যানালাইসিস না করার কারণে ।
-
ফরেক্স মার্কেটে লাভ করা বড় কথা নয় । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ কর । আমি প্রতিদিন শর্ট টাইম ট্রেড করে ২০ থেকে ৩০ পিপ্স প্রফিত করতে পারি । যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যায় তখন খুবই কষ্ট লাগে । আমার ট্রেড গুলোযেদিকে করে তার বিপরীত দিকে যায় এটা হয় এ্যানালাইসিস না করার কারণে ।
-
আমি ফরেক্স এ একজন নতুন ট্রেডআর ফরেক্স এ আমি বেশি সময় দিতে পারি না তাই আমি শর্ট টাইম ট্রেড করি। আমি প্রতিদিন শর্ট টাইম ট্রেড করে ২০ থেকে ৩০ পিপ্স প্রফিত করতে পারি। ফরেক্স এ যারা লং টাইম অথবা ডে ট্রেডিং করে তারা প্রতিদিন ৫০ থেকে ১০০ পিপ্স বা তারও বেশি পিপ্স প্রফিট করে থাকে।