-
ফরেক্স থেকে কত আয় করতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি ফরেক্স সম্পর্কে কতটুকু অভিজ্ঞাতা অর্জন করেছেন। আপনার যদি ফরেক্স সম্পর্কে সব কিছু জানা থাকে তাহলে ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন।আপনি যদি দক্ষ ট্রেডার হন তবে মাসে ১০০ ডলার মুলধনের উপর গোল্ডের উপর ট্রেড করে মাসে ৭০০০ টাকা আয় করা সম্ভব।
-
ফরেক্স মার্কেট থেকে কত টাকা আয় করা যাবে সেটা নির্ভর করে শুধুমাত্র ট্রেডারের দক্ষতার উপর। আমি নিজে দেখেছি যে,,, আমার বন্ধু এই ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে ভালো একটা অর্থ লাভ করে। সে তার অভিজ্ঞতাকে,, দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করে । তাই আমাদের ও উচিত বেশি বেশি করে ফরেক্স মার্কেট থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা । তাহলে আমরা ও এই ফরেক্স মার্কেটের থেকে ভালো প্রফিট অর্জন করতে পারবো ।
-
ফরেক্স হতে আয় করার কোন নির্দিষ্ট লিমিট নাই। অর্থাৎ আপনার যত খুশি ততই এই ব্যবসা হতে আয় করতে পারবেন। তবে আমার মতে এই ব্যবসায় আনলিমিটেড টার্গেট করাটা ঠিক না। আপনার যতটুকু ক্ষমতা আছে ঠিক ততটুকুই উপার্জন করা উচিত। কারণ আপনি যদি বেশি লোভ করতে যান তাহলে আপনি খুব সহজেই আপনার সমস্ত মুলধন লস করে দিতে পারেন। তাই এই ব্যবসা শুরু করার আগে আপনার উপার্জনের টার্গেট নির্ধারণ করে নিবেন। আর সেটা করবেন অবশ্যই আপনার মুলধনের উপর ভিত্তি করে।
-
ফরেক্স ট্রেডিং হল টাকা ইনকাম করার ভাণ্ডার । আপনি যদি এই ভাণ্ডারে পরিপূর্ণ জ্ঞান নিয়ে প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে আপনি ফরেক্স ট্রেডিং থেকে প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারবেন । তবে এই লোভের বশীভূত হয়ে যদি আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাহলে আপনি কখনই ফরেক্স থেকে লাভ করতে পারবেন না । তাই আগে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার জ্ঞান পরিপূর্ণ করুণ তারপর ফরেক্স আপনাকে বিপুল পরিমাণে অর্থ আয়ে সাহায্য করবে , যদি আপনি তার যোগ্য থাকেন ।
-
সকলেই মনে করে ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে আয় করা খুব সহজ বাস্তবে আসলেই খুব সহজ না। ফরেক্স থেকে কত টাকা আয় করবেন সেটা নির্ভর করবে আপনার দক্ষতার ওপর। ফরেক্সে আপনি যদি নিয়মিত আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে সুন্দর ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স থেকে মাসে আপনি ভাল মানে প্রফিট ইনকাম করতে পারবেন। আর আপনি যদি না বুঝে শুনে ট্রেদ করেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা বেশি থাকবে।তাই নিজের দক্ষতা বাড়াতে হবে।
-
ইনতা করার সবচেয়ে বরো এবং মুল জিনিস েযটা সেটা হচ্ছে মানি ম্যনেজম্যান্ট ৷এটা আপনাকে জানতেই হবে৷ আর পাশা পাশি আরো অনেক কিছু তো আছেই৷ তাহলেই ফকেক্স থেকে প্রতি মাসে কত আয় করা যায় এর উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন৷ ফরেক্স মার্কেট থেকে আয় করার কোন নির্দিষ্ট সীমা নাই । এর জন্য আপনাকে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনা করতে হবে । মার্কেট এ্যানালাইসিস এবং মানি ম্যানেজমেন্ট আপনি যত তাড়াতাড়ি শিখবেন ততই মজ্ঞল আপনার ইনকাম করার৷
-
ফরেক্স ফুলটাইম বিজনেস এবং যখন আমরা ফরেক্স ব্যবসায়কে পুরো সময় দিই তখন আমরা আমাদের ট্রেডিংকে ভাল করে তুলি এবং আমরা বাজারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি জানি এবং আমরা যত্ন সহ বাজারে কাজ করি এবং আমরা ফরেক্স ব্যবসায় সহজেই উপার্জন করি এই ব্যবসায়ের ব্যবসায়ের এই দুর্দান্ত ব্যবসায়ের সাথে অনেক অবসরপ্রাপ্ত মহিলা মহিলা এবং শিক্ষার্থীরা বাণিজ্য করছেন এবং তারা এই ব্যবসায়ের ব্যবসা থেকে সীমাহীন উপার্জন পাচ্ছেন শিক্ষার্থীরা এই ব্যবসায়কে জীবন ব্যবসায়ের ব্যবসা হিসাবে গ্রহণ করে।
-
১০০ ডলার ইনভেস্ট করি ভালোভাবে আয় করতে গেলেও ২০% এর বেশি করতে যাওয়া বোকামী। কেননা যত বেশি লাভ করতে চাইবেন তত বেশি লস হবে। আর বেশি লাভ করতে যেয়ে আমরা অনেকে একাউন্ট জিরো করে ফেলি। তাই কম প্রফিট করাই শ্রেয়।
-
ফরেক্স থেকে মাসে কত আয় করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা কতটুকু তার উপর। মার্কেট কতটুকু এনালিসিস করতে পারেন। আপনার জানার পরিধী কতটুকু ফরেক্স এর ব্যপারে। এমন নয় যে, আপনি ১০০ডলার দিয়ে কাজ শেষ। আপনাকে ট্রেড করতে হবে। ট্রেড করতে হলে আপনাকে যথেষ্ট পরিমানে দক্ষ হতে হবে।
-
ফরেক্স থেকে যে যত টাকা ইনকাম করতে সক্খম/ইচ্ছুক স তত টাকাই ইনকাম করতে পারবে কিন্তু অবশ্যই ইনকামটা হবে তার ব্যলান্স এর উপর ভিত্তি করে। ধরুণ একজন কাচামাল বিক্রেতা ২০০০ টাকা ইনভেস্ট করে আলু, পটল, মরিচ, পিয়াজ ইত্যাদি ক্রয় করে ব্যবসা শুরু করলো, সে সর্বোচ্চ দিনে ৫০/১০০ টাকা ইনকাম করতে পারবে আর অপরদিকে আরেকজন ৫০০০ টাকা ইনভেস্ট করলো, তাহলে তো অবশ্যই ১ম জনের তুলনায় ২য় জনের ইনকাম হবে ১০ গুন। ঠিক ফনেক্ম এর ব্যবসা একই রকম কোন ব্যবধান নেই। যার ইনভেস্ট যত মে তত বেশি ইনকাম করতে পারবে, তবে অবশ্যই ফরেক্স সম্পর্কে সঠিক ধারণা আর জ্ঞান থাকতেই হবে।