-
কথাটা অত্যন্ত সুন্দর ভাবে বোঝাতে পেরেছেন। আমি বলি মানিম্যানেজমেন্ট হলো গিয়ে আপনার একাউন্টের সুরক্ষা কবজ। যা ব্যবহার করলে আপনার একাউন্ট থাকবে ১০০ভাগ সুরক্ষিত। সুতরাং মানিম্যানেজমেন্ট ব্যবহার করবেন তাহলে আপনি আপনার লাভটাকে ধরে রাখতে পারবেন। প্রতিটি কাজের এক একটা সিস্টেম থাকে ফরেক্স এর ও সেই রকম বিশেষ একটা সিস্টেম হলো মানিম্যানেজমেন্ট সঠিক মানিম্যানেজমেন্ট করার জন্য অাপনাকে ডেমো প্র্যাকটিস করতে বার বার তাহলে সঠিক সিস্টেমটা বের হয়ে যাবে।
-
ধরুন আপনার বাবা আপনাকে ১০০০ টাকা দিল এবংএকটি থলে দিল । থলিটিতে ১০০ টাকার বেশী পণ্য কিনলে থলেটি ছিড়ে যাবে। আপনি বাজারে গেলেন একশত টাকার পণ্য কিনলেন এবং ফেরার পথে দেখলেন কম দামে অনেক ভাল ভাল সবজি । আপনার কাছে লোভনীয় মনে হচ্ছে। আপনি আরো ২০০ টাকার পন্য কিনে ফেললেন। কিন্তু ভুলে গেলেন যে বাবার দেয়া থলেটি ১০০ টাকার বেশী পন্য রাখলে ছিড়ে যাবে। ঘটলো তাই ফেরার পথে থলে ছিড়ে সব পণ্য রাস্তায় পড়ে গেল। বাড়ীতে কোন পণ্য নেয়া গেল না।শুধু ৩০০ টাকা ক্ষতি হলো। যদি বাবার কথা মেনে চলত তবে ১০০ টাকার পন্য পাওয়া যেত এবং কোন ক্ষতি হতো না। তদ্রুপ মানি ম্যানেজমেন্ট মানলে ক্ষতি হবে না। বোনাস হিসেবে পাবেন লাভ।
-
যার মাধ্যমে আপনার এ্যাকাউন্ট শতভাগ সুরক্ষিত থাকবে। আর এভাবে যদি প্রত্যেক ট্রেডার তাদের মানি ম্যনেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে অবশ্যই তাদের লাভটাকে ধরে রাখতে পারবে। আর সঠিকভাবে মানি ম্যনেজমেন্ট পরিচালনার করার জন্য আপনি নিয়মিত ডেমো অনুশীলন করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় সঠিক নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতে পারবেন। এখানে আমাদের মধ্যে এরকম অনেক ট্রেডার আছেন যারা লাইনে থাকতে থাকতে হটাৎ* লাইন থেকে মনের অজান্তে সরে পড়েন ,এবং মানি ম্যানেজম্যান্ট ছাড়াই রেনডমলী যেখানে সেখানে ট্রেড নিয়ে ধরা খান। সুতরাং আমরা যদি একটু বিবেচনা করে এখানে নিজের লোভকে কন্ট্রোল করে, সঠিকভাবে মানি ম্যানেজম্যান্ট ফলো করে সঠিক এনালাইসিসের মাধ্যমে ট্রেড গুলো করি।
-
প্রিয় বন্ধু আপনি একেবারে ঠিক বলেছেন লোকসানের মূল্য সম্পর্কে কোনও সন্দেহ বিশেষজ্ঞ নেই কারণ এটি কেবল তাদের হারিয়ে যাওয়া এবং তাদের ভুলগুলি থেকে শিখতে পারে এবং কীভাবে করতে হয় তা খুব ভালভাবে জানবে তাদের ব্যবসায়ের সাথে তাদের আবেগ জড়িত না just লস্টটি পুনরুদ্ধার করুন কারণ ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে আমার খুব ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা আছে এবং তখন তারা জেনে রাখবে যে তারা সহজেই তাদের ক্ষতি পুনরুদ্ধার করতে পারেআমি আমার একাউন্ট এ ৩০০ ডলার জিরো করে ফেলেছি এর মানি মেনেজমেন্ট না মানার কারনে। আপ্নারা সবাই সময় থাকতে সবাই সাবধান হউন যে সঠিকভাবে মানি মানি মেনেজমেন্ট ফরেক্স ট্রেড করুন।
-
আপনার কথার সাথে আমি একমত প্রকাশ করছি আমাদের মধ্যে এমন অনেক আছে যারা মাকেট একটু উঠা নামা করলে মানি মেনেজমেন্ট ভুলে গিয়ে অতিারক্ত ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট ছিড়ে যায় মানে একাউন্ট জিরো হয়ে যায় যা আমি আগে করতাম।ফরেক্সে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা মানিম্যানেজমেন্ট এর যথার্থতার উপরেই মূলত নির্ভর করে আমাদের লাভ লোকসানের পরিমাণ। আমরা যারা ফরেক্সে ট্রেডিং করি তারা নিশ্চই অনেক টাকা বিনিয়োগ করি এই মার্কেটে। আর সেই বিনিয়োগকৃত টাকার যথার্থ ব্যবস্থাপনা করাই হলো মানিম্যানেজমেন্ট যে যত বাস্তবসম্মত মানিম্যানেজমেন্ট করতে পারবে সে তত ভালো একজন ট্রেডার হতে পারবে।সঠিক মানি ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে লাভ করা যায় না। ফরেক্সে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট করলে লস এর পরিমাণ কম হয়, অন্য দিকে খুব ভাল লাভ হয়।
-
বেশি লাভ করতে যেয়ে ফরেক্স এ ট্রেডাররা তাদের একাউন্ট পর্যন্ত হারিয়েছে। আপনার যত ইনভেস্ট থাকুক না কেন আপনি ও শুন্য হতে পারেন যদি মানিমেনেজমেন্ট না মানেন। মানি মেনেজমেন্ট করে ট্রেড না করলে ট্রেডাররা কখনওই বিজয় লাভ করতে পারবে না।ফরেক্স এ সফলতার গোপন রহস্য হচ্ছে মানিম্যানেজমেন্ট এটা অভিজ্ঞদের কথা। আসলে ফরেক্স ট্রেড করার জন্য কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে সব সময় মেনে চলতে হয়। কোন নিয়মের ঘাটতি থাকলেই ফরেক্স ট্রেড এ টেকা যায় না যেমন মানিম্যানেজ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটি বিষয় ফরেক্স ট্রেড এর জন্য।যেই ট্রেডার যত ভাল মানিম্যানেজমেন্ট করতে পারেন তিনি ততটাই সফল এই মার্কেট এ। তাই আমাদের ফরেক্স শেখার মধ্যে সবচেয়ে আগে গুরুত্ব দিতে হবে মানিম্যানেজমেন্ট ে।