-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করা হয় একটি দেশের কারেন্সির সাথে অন্য আরেকটি দেশের কারেন্সির। যেমন আপনি যদি ইউরো/ইউ.এস.ডি পেয়ারে বাই এন্টি নেন তাহলে ইউরো কিনলেন আর ইউ.এস.ডি বিত্রিূ করলেন।ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য অনেক কারেন্সি পেয়ার আছে ,যা আপনি খুব সহজে কোন ব্রোকার বা ডিলারের মাধ্যমে সহজে ত্রূয় ও বিত্রূয় করতে পারেন।তবে আমি মেজর কারেন্সিতে ট্রেড করতে পছন্দ করি। কারন মেজর কারেন্সিগুলোতে অনেক মুভমেন্ট হয়।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্রা একটি পেয়ারে ট্রেড করা হয়, আর এই পেয়ারগুলোকেই বলা হয় ফরেক্স মার্কেটের কারেন্সি পেয়ার। ফরেক্স ট্রেডিং হলো একই সাথে একটি কারেন্সি ক্রয় অন্য কারেন্সি বিক্রয় করা। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মধ্যমে পেয়ার বা জোড়ায় ট্রেড করা। যেমনঃ- ইউরো ও ইউএস ডলার এর জোড় হলো eur/usd অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় gbp/jpy.
আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন আপনাকে পেয়ার বা জোড় এর মাধ্যমে ক্রয়-বিক্রয় করতে হবে। প্রধান কারেন্সি পেয়ার বা চাতিদাপূর্ন কারেন্সি পেয়ার গুলো হলো eur/usd, gbp/usd, usd/chf, usd/cad, aud/usd, nzd/usd ইত্যাদি।
-
ফরেক্স একটি কারেন্সি ক্রয় করা হয় ও কারেন্সি বিক্রয় করা হয় । এটা সাধারনত ডিলার বা বায়ারের মাধ্যমে করা হয় *। এখানে একটি দেশের অর্থনীতির বিপরীতে ট্রেড করা হয়ে থাকে ।
-
ফরেক্স মার্কেটটা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের মার্কেট। এখানে আপনি কোন কারেন্সি পেয়ার বাই করলে সেটার দাম বেড়ে গেলে তা যদি আপনার কেনা দামের চেয়ে বেশি হয় আর আপনি যদি সেটা ক্লোজ করে দেন তাহলে আপনি প্রফিট করেছেন। জেমনঃ আপনি যদি ইউরো-ইউএসডি পেয়ার বাই করেন আর সেটার মার্কেট যদি আপ হয় তাহলে আপনার প্রফিট হবে আর ডাউন হলে লস হবে। এখানে usd , eur, jpy , nzd ইত্যাদি কারেন্সি গুলো লেনদেন করা হয়। একটি কারেন্সি পরিবর্তে আরেকটি কারেন্সি ক্রয় বিক্রয় হয়।