-
ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট করার প্রধান অন্তরায় বা ফাঁদ হলো আমাদের ভেতরের লোভ৷এই লোভে পরেই আমরা ফরেক্স মার্কেটের নিয়ম শৃঙ্খলা কিছুই মানতে পারিনা৷বেশি লাভের লোভে পড়ে আমরা প্রায়ই ওভার ট্রেড করি,শর্ট ট্রেড করি,অল্প সময়ে দ্রূত প্রফিট করতে চেষ্টা করি৷ফলে একসময় লুজার হয়ে আমাদেরকে মার্কেটই ছাড়তে হয়৷
-
জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো ফরেক্স ব্যবসায় লোভ একটি ভয়ংকর ফাদ।
ছোট লটে কয়েক ট্রেড একটানা প্রফিট করার পর মনে হয় লট সাইজ বাড়িয়ে দেই।
আর লট সাইজ বাগারোর পরে এক ট্রেডেই হিউজ লস।
আর যাদের ক্যাপিট্যাল কম তাদের একাউন্ট জিরো
লৌআ করা যাবে না...
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই লোভকে নিয়ন্ত্রণ রেখে ট্রেড করার চিন্তা করতে হবে। আর লোভ আপনাকে ক্রমসয় নিচের দিকে ধাবিত করবে। লোভের ফাদে পা দিয়ে ট্রেড করলে আপনি কখনও ভাল কিছু অর্জন করতে পারবেন না। এজন্য সব সময় লট সাইট ছোট করে ট্রেড করতে হবে এবং মানি ম্যনেজমেন্ট বিষয়টি সম্পর্কে ভাল অভিজ্ঞ হতে হবে। কোন ট্রেডে লোভ করা চলবে না তাহলে আপনি অবশ্যই ভাল কিছু করতে পারবেন।
-
অবশ্যই আমি আপনার সাথে একমত । লোভ আসলেই আমাদের সবচেয়ে বড় শত্রু । তবে এটাকে যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে সেটা অদূর ভবিষ্যতে আমাদের জন্য একটা বিশাল বড় লসের কারন হয়ে দাঁড়াবে যেটা আপনি কখনও কল্পনাও করতে পারবেননা । সুতরাং প্রথম অবস্থায় অল্প ইনকামে সন্তুষ্ট থাকুন এবং ধীরেধীরে একসময় দেখবেন আপনি আগের তুলনায় আরও বেশি ইনকামের ক্ষমতা রাখছেন ।
-
লোভে পাপ পাপে মৃত্যু এই কথা বলার কারন । ফরেক্স এ আনেক মানুষ লোভ করে লছ করেছেন । তায় বলা হয়েছে লোভ করলে মেরতে হবেয় । তেমনে ফরেক্স এ লোভ করা যাবে না ।
-
ফরেক্স মার্কেটে লোভ করে আপনি কখনও সফল হতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই লোভকে নিয়ন্তণ রেখে ট্রেড করার মত মন মানসিকতা তৈরি করতে হবে। আর যদি বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করেন তাহলে আপনি খুব দ্রুত এই মার্কেট হতে চলে যেতে বাধ্য হবেন। তাই সব সময় চিন্তা করতে হবে অল্প ইনকামেই সন্তুষ্ট থাকতে হবে এবং চিন্তা করতে হবে আপনি অবশ্যই ধীরে ধীরে এই মার্কেট হতে একদিন সফল ট্রেডার হতে পারবেন।
-
জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো ফরেক্স ব্যবসায় লোভ একটি ভয়ংকর ফাদ।
ছোট লটে কয়েক ট্রেড একটানা প্রফিট করার পর মনে হয় লট সাইজ বাড়িয়ে দেই।
আর লট সাইজ বাগারোর পরে এক ট্রেডেই হিউজ লস।
আর যাদের ক্যাপিট্যাল কম তাদের একাউন্ট জিরো
লৌআ করা যাবে না...
-
আমরা সবাই জানি লোভ এর কারনে পাপ হয়। আর ফরেক্স এ আপনি লোভ করবেন তো মরবেন। ফরেক্স এ কাজ করতে গেলে আপনাকে লোভ টা কে বাদ দিয়ে কাজ করতে হবে আপনি যদি বেশি লোভ করেন তাহলে আপনাকে লস এর মুখে পড়তে হবে। তাই মুল কথা হলো ফরেক্স এ কাজ করতে গেলে আপনাকে লোভ টা কে ত্যাগ করতে হবে।
-
লোভে পাপ পাপে মৃত্যু.........? এটা বাস্তব সম্মত কথা তবে ফরেক্স মার্কেটে মৃত্যু নয়,লোভে আপনি পুজি হারিয়ে ফকির হবেন।তাই সাবধান লোভ করে ট্রেড করা থেকে বিরত থাকবেন।
-
ভাই আমি আপনার কথার সাথে একমত, কেননা ফরেক্স এমন একটি অনলাইন ভিত্তিক মার্কেট এটি নিয়ন্ত্রণাধীন কারো হাতে না, তাই এটা কারো অধিনে চলে না বিধায় এখানে যদি কেউ লোভ করে ট্রেড করে এবং মার্কেটের অবস্থান সম্পর্কে না বুঝে না জেনে ট্রেডে নিয়োজিত হয় তাহলে সে কখনই এখানে টিকে থাকতে হবে না। আমি মনে করি ফরেক্স এমন একটি প্ল্যাটফর্ম তাই এটির সম্পর্কে আগে জানতে হবে, আর নিউজ টাইম সম্পর্কে বুঝতে এবং বিভিন্ন টেকনিক্যাল সাইট সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তাহলে আপনি ভালো আয় করতে পারবেন। তাই এখানে যদি আপনি লোভ করে অধিক ট্রেড ওপেন করেন বেশি লাভের আশায় তাহলে আপনি কখনই টিকে থাকে পারবেন না।