-
নতুনদের জন্য যত কম লিভারেজ নিয়ে ট্রেড করা যায় তত বেশি মঙ্গল হবে। কেননা প্রত্যেক ট্রেডারের জন্য লিভারেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই লিভারেজ এর উপর নির্ভর করে আপনি আপনার ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করতে পারবেন।সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবন হতে পারব ।
-
কখনোই অতিরিক্ত লিভারেজ কখনোই নতুন ট্রেডারের জন্য ভালো নয় । আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । আমাদের ব্যালেন্স কত আছে সে দিকে দেখা উচিত। আবার লিভারেজ কম থাকলে চাইলেও বড় লটে ট্রেড করা যায় না।
-
অনেকের অভারট্রেডিংয়ের অসুখ রয়েছে, তাদের জন্য এটি মহাষৌধ হিসেবে কাজ করে। যত কম লিভারেজ তত টিকে থাকার সম্ভবনা। তাই যারাই একাউন্ট ওপেন করবেন যে ব্রোকারেই করবেন লিভারেজের বিষয়টা মাথায় রাখবেন। আমরা নতুনদের এই পরামর্শ দেব যে তারা যেন লিভারেজ কমিয়ে দেয় তাহলেই তারা বেশী লসে পড়ে না । সুতরাং আমরা সব সময় কম মাত্রা দেওয়ার চেষ্টা করব তহালেই আমরা লাভবান হতে পারব । অতএব আমরা ধৈর্য্য ধারণ করে এই ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবন হতে পারব ।
-
শুধুমাত্র নতুন ট্রেডারদের জন্যই না অতিমাত্রায় লেভারেজ না সকলের জন্যই ঝুঁকিপূর্ণ। কারণ লেভারেজ নেয়ার অর্থ হল ঋণ নেয়া এক্ষেত্রে কেউ যদি অতিমাত্রায় লেভারেজ নির্ধারণ করে থাকে তাহলে সে অল্প পরিমাণ ব্যালেন্স দিয়েও বড়লটের ট্রেড ওপেন করতে পারবে। কিন্তু কোনভাবে যদি তার ওপেন করার ট্রেডটি বিপরীত দিকে চলে যায় তাহলে অল্প সময়ের মধ্যেই তার ব্যালেন্স জিরো হয়ে যাবে। অন্যদিকে যদি লিভারেজ এর পরিমাণ কম থাকে তাহলে কেউ চাইলেও কম ব্যালান্স দিয়ে বড়লটের ট্রেড ওপেন করতে পারবে না। এজন্য বলবো লিভারেজ এর পরিমাণ যতটা কম হবে একাউন্টের নিরাপত্তা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। তাই নতুন ট্রেডারদের পাশাপাশি সকল ট্রেডারের উচিত লিভারেজ এর পরিমাণ যতটা সম্ভব কম নির্ধারণ করে ট্রেডিং করা।
-
আমরা সব সময় ফরেক্স থেকে প্রফিট এর চিন্তা করি। কিন্তু কখনো লস হবে এই চিন্তা করি না। প্রত্যেকটা ট্রেড ঝুকি বিদ্যমান। লসের কথা চিন্তা করে আমাদের লিভারেজ কম বা বেশি রাখা দরকার। কেননা লিভারেজ বেশি নিলে আমরা বড় লট সাইজ ব্যবহার করতে পারব কম ডিপজিট করেও।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য হাতিয়ার হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না করতে পারলে ব্যালেন্স যতই থাকুক না কেন মার্কেট এ প্রফিট করা সম্ভব না। মার্কেট থেকে প্রফিট বের করতে হলে ছোট ট্রেড করে গেইন করতে হবে। এক ট্রেড দিয়েই সব প্রফিট করা যাবে না।
-
অতি মাত্রাই লিভারেজ নতুনদের জন্য নিরাপদ নয়। লিভারেজ হচ্ছে আপনার ক্যাপিটালের উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে। যেমন আপনি যদি ১:২০০লিভারেজ ব্যবহার করেন,তাহলে ব্রোকার আপনাকে সর্বোচ্চ ২০০গুন পর্যন্ত লোন দিবে। অর্থ্যাৎ ১০ডলার ইনভেস্ট করলে আপনি ১০*২০০=২০০০ডলার হিসাবে আপনি ট্রেড করতে পারবেন। লোন না নিলে ইনভেস্ট কম হলে বড় লটে ট্রেড করা যায় না। আবার বড় লিভারেজ ব্যবহার করলেও ব্যালেন্স নিরাপদ নয়। এজন্য ক্যাপিটাল হিসাবে লিভারেজ ব্যবহার করা উচিত।
-
হ্যা অতিরিক্ত লিভারেজ ফরেক্সে একাউন্টের জন্য ক্ষতি কারক।নতুনদের জন্য লিভারেজ বেশি নেয়া সঠিক নয়।তাদের উচিত সল্প পরিমান লিভারেজ নেয়া ১.৫০ পরিমান লিভারেজ নতুনদের জন্য সহায়ক। তবে দক্ষতা সম্পন্ন ট্রেডারের ক্ষেত্রে বেশি পরিমাম লিভারেজ নেয়া লাভজনক।
-
অতি মাত্রাই লিভারেজ নতুনদের জন্য নিরাপদ নয়। এটা বাস্তব কথা , আমি দুটি অভিজ্ঞতা শেয়ার করি : ১:১২০০ লিভারেজ ব্যবহার করেছি এবং ১:২০০লিভারেজ ব্যবহার করে ট্রেড করে দেখেছি । বেশী লিভারেজ অপেক্ষা কম লিভারেজ ব্যবহার করে বেশী মজা পেয়েছি এবং ব্যালেন্স সেভের পাশাপাশি প্রফিটও বেশী করা যায়। বেশী লিভারেজ করার কারণেই আমাদের অনেকের ব্যালেন্স জিরো হয়ে যায়। এজন্য আমার পরামর্শ হলো ক্যাপিটাল অনুযায়ী যথাসম্ভব কম লিভারেজ ব্যবহার করা উচিত। বিশেষ করে নতুন ট্রেডার যারা তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ এটি।
-
অতিরিক্ত লিভারেজ নতুনদের জন্য মোটেও সহায়ক নয় । নতুনদের লিভারেজ নিতে হবে নিজেদের মূলধনের পরিমাণ আর সেটা ম্যানেজমেন্ট করার উপর ভিত্তি করেই । তাই এ ব্যাপারে নতুনরা সাবধানে লিভারেজ বাছাই করবেন । ট্রেড করার পূর্বে ই্যকুয়িটি , লিভারেজ এসব বিষয়ে সঠিকভাবে খেয়াল রাখা উচিত আমাদের । না হয় বড় ধরনের লস হয়ে যেতে পারে ।