-
বাংলাদেশে ফরেক্সের আগেও অনেক অনলাইন ব্যবসা এসেছিল এবং সেগুলো প্রতারনা করেছিল। এর থেকেই মানুষের মনে ধারনা জন্মায় ফরেক্স ভুয়া ব্যবসা হতে পারে। কিন্তু তা নয়। যদিও ফরেক্সের অনুমোদন বাংলাদেশে নেই তবুও ফরেক্স কে লাইফ টাইম ব্যবসা বলা যায়। কারন এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অনেক আগে থেকেই চলে আসছে, অনেক প্রতিষ্ঠিত ব্রোকার রয়েছে এখানে। হ্যা এটাকে উজ্জ্বল নক্ষত্র বললেও ভুল হবেনা।
-
আসলে ফরেক্স আমাদের জন্য পুরো একটি উজ্জল নখন্তর মতই, আমরা যখন আমাদের দেশ থেকে দুরের কোনো নক্ষত্র কে কত সুন্দর দেখায়, মনে হয় যেন উজ্জল ভবিষত, কিন্তু নক্ষত্র তে গেলে দেখা যায় যে সেখানে গিয়ে টিকে তাহ্কা কতটা কষ্টকর, ঠিক তেমনি ফরেক্স এও টিকে থাকার জন্য কষ্ট তো করতেই হবে, কিতু লেগে থাকেন লাভবান হবে ন ই .
-
ফরেক্সে কাজ করে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে । ফরেক্স তখনে উজ্জ্বল হবে যখন আপনি ফরেক্সকে একটা ভাল কাজে লাগাতে পারবেন। ফরেক্স ব্যবসা করে এখন অনেকেই উজ্জল ভবিষ্যত গড়ছে । জ্ঞ্যানী হতে হবে।অভিজ্ঞ হতে হবে।কোশলী ট্রেডার হতে হবে আর পরিশ্রম করে তার পর আপনি লাভ করে নিজের ভবিষত উজ্জল করতে পারেন বলে আমি মনে করি।
-
হা ভাই আপনার প্রস্নমতে ফরেক্স মার্কেট কি একটি উজ্জ্বল নক্ষত্র না কি। ফরেক্স মার্কেট হচ্চে একটি আন্তর্জাতিক মার্কেট।এই মার্কেট থেকে আপনি আপনার জীবনটা কে সুন্দর কড়ে সাজাতে পারেন। আপনি ফরেক্স মার্কেট থেকে বিনা পুজিতে ফরেক্স মার্কেট এ আপনি একটি ভালো অবস্তান গরতে পারবে।ফরেক্স মার্কেট এ আপনআকে সারাদিন পরিশ্রম কোরতে হবেনা তাই আমার মতে ফরেক্স মার্কেট একটি উজ্জ্বল নক্ষত্র।ফরেক্স দিয়ে আপনি ভালো টাকা কামাতে পারবেন।
-
এই ব্যবসা করে অনেক ট্রেডারই ইতিমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছে এবং অনেক লোক এই ব্যবসা করে তাদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। ফরেক্স তখনে উজ্জ্বল হবে যখন আপনি ফরেক্সকে একটা ভাল কাজে লাগাতে পারবেন। ফরেক্স ব্যবসা করে এখন অনেকেই উজ্জল ভবিষ্যত গড়ছে । জ্ঞ্যানী হতে হবে।অভিজ্ঞ হতে হবে।কোশলী ট্রেডার হতে হবে আর পরিশ্রম করে তার পর আপনি লাভ করে নিজের ভবিষত উজ্জল করতে পারেন।
-
ফরেক্স করে অনেকে অনেক টাকা আয় করে কারন এটা থেকে আয় করা অনেক সহজ এটা সম্পর্কে ভাল জ্ঞান রাখলে এবং এটা সম্পর্কে ভাল জানলে অনেক কিছু করা যায় এটা থেকে ট্রেড করে অনেকে তাদের জীবনের টাকার সমস্যা দূর করে । আমি অনেক টাকা এখান থেকে আয় করি এবং এই টাকা আমার জীবনের কাজে লাগাই তা আমার অনেক সহায়তা করে । এখান থেকে আমি কোন টাকা বিনিয়োগ না করে অনেক টাকা পাই তাই বলে পারি এটি একটি উজ্জল নক্ষত্র।
-
ফরেক্স এমন একটি বেবসা যেখান থেকে আমরা অনেক সহজেই টাকা উপার্জন করতে পারি আর ফরেক্স কে যদি আমরা লস থেকে সরিয়ে লাভের দিকে নিতে পারেন তাহলে ফরেক্স আপনার জন্য উজ্জ্বল নক্ষএ।এবং আমি মনে করি ফরেক্সে ট্রেড করতে হলে আমাদের ট্রেডিং করতে হবে।
-
হ্যাঁ। ফরেক্স কে উজ্জ্বল নক্ষত্র বলা যেতে পারে কারন ফরেক্স অনেক মানুষের উপকার করছে তাদের আত্ম নিরভরশীল করছে। তার ফলে তারে নিজেরা উপর্জন করতে পারছে এখনে আপনি আপনার কাজ করে ইনকাম করছেন আপনার মাঝে ৩য় পক্ষ কেউ থাকে না।
-
ফরেক্স এ দেশের দারিদ্র বিমছনের জন্য অত্তান্ত গুরত্তপুরন ভুমিকা পালন করে। দেশের বেকের সমাজ এতার মাদ্দমে নিজেদের সাবলম্বি করে তুলতে পারে। এর কারনে আতি আমাদের জন্য খুব দরকের। আপ্নের অরথনইতিচক অবস্থার উন্নতি করতেও এর কোন বিকল্প নেই।
-
অবশ্যয় ফরেক্স একটি উজ্জল নক্ষত্র। এই ফরেক্স থেকে অনেকে তার এবং তার পরিবারের জীবিকা পরি চালনা করছে। হয়তো কোন এক সময় তার ভবিষ্যত ছিল অন্ধকার,সে শুধু চিন্তা করত আগামী দিন গুলো সে কি করবে,কিভাবে তার জীবন পরিচালনা করবে। এরকম অনেক মানুষ আছে যারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়।আর তারা যদি ফরেক্স এ ভালো ট্রেনিং /প্রশিক্ষন নিয়ে ফরেক্স ট্রেড করে তাহলে এখান প্রত্যেক মাসে অনেক মুনাফা অর্জন করতে পারবে।আর তাদের দিন সুন্দর মত চলে যাবে।আর এ জন্য আমি মনে করি ফরেক্স আমাদের জন্য একটি উজ্জল নক্ষত্র।