একটা পেশা তখনই সম্মান জনক হিসাবে গড়ে ওঠে য়খন সেই পেশা থেকে মানুষ তার সার্বিক উন্নতি এবং পরিবারকে স্বচ্ছলতার সাথে চারাতে সক্ষম হয়।
Printable View
একটা পেশা তখনই সম্মান জনক হিসাবে গড়ে ওঠে য়খন সেই পেশা থেকে মানুষ তার সার্বিক উন্নতি এবং পরিবারকে স্বচ্ছলতার সাথে চারাতে সক্ষম হয়।
ফরেক্স একটি সম্মান জনক পেশা।
ফরেক্স পেশা হিসেবে অবশ্যই সম্মান জনক। অনেক এ অনেক পেশাই আছে সবাই তার পেশা মন দিয়া করে। কিন্ত আমি জানি না কে কে তার পেশাই অনিয়ম করে না । কিন্তু ফরেক্স এ অনিয়ম করার কিছু নাই। আপনি একদম ফ্রেশ। কেও আপনাকে বলতে পারবে না যে আপনি অনিয়ম বা বেআইনি কিস করতে সেন। অনেক এ হয়ত বলবে আপনি জুয়া খেলতেচেন। কিনতু আমি বল্বু আপনি তো কাও কে পতারনা করেন নি । তাই আমার কাচে ফরেক্স ভাল।
আমি মনে করি ফরেক্স যতেষ্ঠ সম্মান জনক একটি ব্যবসা কারন এখানে নিজের ব্যাক্তি স্বাধীনতা বজায় রেখে ভালো পরিমানে আয় করার সুযোগ থাকে। ধন্যবাদ।
সব পেশাই সম্মান জনক। সেক্ষেত্রে ফরেক্স কেন নয়? আমি মনে করি ফরেক্স ও একটি সম্মান জনক্ পেশা। তবে এটি এখনও ততটা জনপ্রিয় হয়ে উঠেনি।
দেখুন আমাদের সমাজে অর্থের অনেক সম্মান। ফরেক্স একটি আউটসোরসিং কারন আপনি আন্তর্জাতিক বাজারে ট্রেড করে অর্থ আয় করছেন। আপনি যদি নিয়মিত আয় করেন এবং পেশা হিসাবে গ্রহন করেন তবে এটি আপনাকে সচ্ছলতা দিতে পারে। এতে আপনা সম্মান বাডবে।আপনি নিজের সম্মান নিজে বাডাচ্ছেন এর থেকে ভাল কি কিছু হতে পারে।
আমার মনে হয় ফরেক্স পেশা হিসেবে অনেক সম্মানজনক । ফরেক্স ট্রেডিং একটা আন্তর্জাতিক অনলাইন মুদ্রা ক্রয়-বিক্রয় এর ব্যবসা, যা থেকে অধিক লাভ অর্জন করা সম্ভব, এটা থেকে শুধু আয়ই করা যায় না বরং ফরেক্স কে আপনি একটা ভালো পেশা হিসেবে নিতে পারবেন ।
আমার মতে ফরেক্স একটি সম্মানজনক ব্যবসা। কিন্তু আমাদের দেশের মানুষ এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না। অনেক শিক্ষিত লোক আছেন যারা নিজে রাই ফরেক্স করেন এবং ভালো আয় করেন কিন্তু বেকার তারপরও তারা চাকুরী খুজেন। আমি জানি না কেন আমার দেশের লোক একে একটা ভাল চাকুরী বা ব্যবসা মেনে নিতে পারেন না। কিন্তু ইংল্যান্ডে ২০-২৫ % লোক ফরেক্স করে তাদের জীবন যাপন করেন। আমরা করলে কেন এটা সম্মানের হবে না।
পেশা হিসাবে আমি মনে করি ফরেক্স হচ্ছে সব থেকে বেশী সম্মানজনক কারন এখানে এই পেশা হচ্ছে একটি আন্তর্জাতিক পেশা আর এখানে তুলনা মুলক ভাবে সম্মান ও বেশী পাওয়া যায় তাই আমি মনে করি ফরেক্স করে আমরা এখানে অনেক সহজেই সফলতা লাভ করতে পারি ।
ফরেক্স একটি লাভ জনক ব্যবসা.এদেশে এর জনপ্রিয়তা আছে.সময়ের পরির্বতনে এর জনপ্রিয়তা আরো বেড়ে চলছে. এ পেশায় কোন চাপ নেই ,কারো কোন কতৃত্য নেই .এটি সম্পূর্ণ আপনার উপর. তাই আমি মনে করি এটি একটি সম্মান জনক পেশা যা যে কেউ বেছে নিতে পারে .