ফরেক্স এর মাধ্যমে বেকার যুবক দের উপার্জন হওয়ার পাশাপাশি হতাশা থেকে ও তাদের কে রক্ষা করছে। অনেক তরুন হতাশা থেকে বিপথে চলে যাচ্ছে, তাদেরকে বিপথ থেকে ফিরিয়ে আনতে ফরেক্স বিরাট ভুমিকা রাখতে পারে। আমাদের উচিৎ সবার মধ্যে ফরেক্স সম্পর্কে ধারনা পৌঁছে দেওয়া ।
Printable View
ফরেক্স এর সাথে অর্থনীতি যদিও পুরুপুরি জড়িত তবুও ফরেক্স এর টেকনিকাল বিষয় খুব ই গুরুত্ব পূর্ণ। কারন শুধু অরথনিতি জেনে ফরেক্স এ নামলে হবেনা। পাশাপাশি এই বিষয়ে পড়াশুনা করা খুব ই জরুরী। ফরেক্স এ সফল হওয়ার জন্য ইকোনোমিক্স ফান্ডামেন্টাল এর পাশাপাশি টেকনিকাল বিষয় অনেক গুরুত্ব দিতে হবে।
একদম সত্যি কথা। ভাল ট্রেডার রা যদি এগিয়ে আসেন তাহলে তাদের মাধ্যমে অনেক ট্রেডার তৈরি করা শম্ভব হবে। এই ভাবে বাংলাদেশে অনেক প্রফেসশনাল ট্রেডার তৈরি হলে তাদের মাধ্যমে দেশের অরথনিতি তে অনেক ভুমিকা রাখা সম্ভব হবে। আমি বিশ্বাস করি আদুর ভবিষ্যতে বাংলাদেশ ফরেক্স ট্রেড এ খুব ভাল একটা অবস্থানে চলে আসবে।
[QUOTE=akterjinia87;26273]ফরেক্সি একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে সপ্তাহের ৫দিন ২৪ঘন্টা লেনদেন সম্পাদন করা হয় । আন্তর্জাতিক এই মুদ্রা বাজার আমাদের অর্থনীতির কতটা পরিবর্তন আনতে পারে বলে আশা করা যায় ?[/QUOTE
এই বিষয়ে বলার অপেক্ষা রাখেনা যে ফরেক্স আন্তর্জাতিক মুদ্রা বাজার এ আমাদের অর্থ নীতির এক ভাল পরিবর্তন আনতে পারে । যেহেতু যুগটাই গ্লবালাইজেশন এর যুগ তাই বিশ্ব মুদ্রা বাজার এর সাথে আমদের অর্থনীতির ও পরিবরতন আসবে এটাই স্বাভাবিক ।
ফরেক্স এর প্রতিদিনের মূদ্রা বাজারের একটি বিরাট বড় অংশ অবস্থান করে। আসলে সারা পৃথিবীতে অনেক অনেক লোক তাদের উপার্জন এখানে ইসভেষ্ট করছে। আর বিশ্বের বড়বড় ব্যাকগুলো এখানে অবস্থান করছে। তাই ভালো করে দেখতে চাইলে এখানে অনেক বেশি মূদ্রার স্ফিতি ঘটতে পারে। তাই কোন দেশ যদি ভালো মতো এই ট্রেড শিখতে পারে বা করতে পারে তাহলে ফোরেক্স যে কোন দেশের অর্থনীতিতে অনেক প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি।
ফরেক্স নিয়ে অনেক জল্পনা কল্পনা করছে আমাদের দেশের শিক্ষিত তরুন যুবক। ফরেক্স কে হেয়ালি করার কিছু নাই। বাংলাদেশে দিন দিন জনপ্রিওতা পাচ্ছে ফরেক্স। অদুর ভবিষ্যতে ফরেক্স অনেক দূর যাবে একথা নিশচিত বলা যায়। ফরেক্স এর জয় গান ও থাকবে সবার মুখে মুখে। আমাদের মত উন্নয়নশীল দেশের জন্য ফরেক্স আশিরবাদ স্বরূপ।
সারা পৃথিবীতে অনেক অনেক লোক তাদের উপার্জন এখানে ইসভেষ্ট করছে। আর বিশ্বের বড়বড় ব্যাকগুলো এখানে অবস্থান করছে। তাই ভালো করে দেখতে চাইলে এখানে অনেক বেশি মূদ্রার স্ফিতি ঘটতে পারে। তাই কোন দেশ যদি ভালো মতো এই ট্রেড শিখতে পারে বা করতে পারে তাহলে ফোরেক্স যে কোন দেশের অর্থনীতিতে অনেক প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি।
আমরা জানি ফরক্স মার্কেট হল কারেন্সি লেনদেন করার বাজার।তাই বলা যায় ফরেক্স আন্তজাতক মুদ্রা বাজার। তাই বলি এই মার্কেট এর মাধ্যমে অর্থনীতি কে ভাল করা যেতে পারে। এই মার্কেট সপ্তাহে ৭ দিনে ৫ দিন খোলা থাকে ২৪ঘ ন্টা। তাই আমরা যে কোন সময় ট্রেড করতে পারি।
যেহেতু এটা আন্তজাতিক সেহেতু আমরা এটাকে সপ্তাহে পাঁচ দিন এবং ২৪ ঘন্টা মার্কেটে দেখতে পাই।আর আমরা ইতিমধ্যে জেনেছি যে ফরেক্স হচ্ছে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়ের বাজার। সুতরাং ইন্টারন্যাশনাল বাজার এরকমই থাকবে এটা একটা স্বাভাবিক বিষয়।তাই এটার ফরেক্স নামকরণ করা হয়েছে।