-
আপনি অনেক বড় একটা প্রশ্ন করেছেন যা উত্তর দেওয়ার জন্য আমি এখনও উপযুক্ত না। কারন আমি একজন নতুন ত্রেদার এবং আমি মাত্র ৫ মাস জাবদ ফরেক্স মার্কেটে আছি। তবে আমি যত দূর জানি পৃথিবীতে যত দিন মুদ্রার প্রচলন থাকবে ততদিন ফরেক্স ব্যবসা থাকবে। new york স্টক মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট আমার জানা মতে ফরেক্স মার্কেট এর চেয়ে অন্তত ২৫ গুণ বড়। তাই ফরেক্স মার্কেট কখনো হারিয়ে যাবে এমনটা আমি মনে করি না।
-
মহাবিশ্বের মত ফরেক্স মার্কেটও নিয়ত সম্প্রসারণশীল। প্রযুক্তির কল্যাণে এটি ছড়িয়ে পড়ছে সর্বত্র। ফরেক্স ব্যবসা দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আমার মতে ফরেক্সের ভবিষ্যত খুবই উজ্জ্বল। তাছাড়া ফরেক্সকে নিয়ে নেগেটিভ কিছু ভাবারও সুযোগ নেই কেননা বিশ্বের বড় বড় ব্যাংক এবং ধনী ব্যক্তিরা এই ফরেক্স মার্কেটের সাথে সম্পৃক্ত। আমি বলবো আধুনিক বিশ্বে ভবিষ্যত প্রজন্মের কাঙ্খিত পেশা হবে ফরেক্স!
-
ফরেক্স একটি বিশাল মানি মার্কেট যেখানে প্রতিদিন প্রায় ৪ ট্রিলিওন ডলার লেনদেন হয়।এই মার্কেটের সাথে সারা বিশ্বের অর্থনীতি জড়িত।সুতারাং এতটুকু বলা যায় যে,নিকট ভবিষ্যতে ফরেক্সের কোন অবসান হবেনা।অন্ততপক্ষে বিশ্ব অর্থনীতি যত দিন থাকবে,ফরেক্স তত দিন থাকবে।
-
ফরেক্স মার্কেটে কারও হাত নেই যে একজন অন্যকে লস করাবে। একজন দক্ষ ট্রেডার ট্রেড করে যে আয় করতে পারে বাংলাদেশের মত দেশে একজন ভাল চাকুরীজীবী সেই পরিমান আয় করতে পারে না। সুতারাং বাংলাদেশে ফরেক্স মার্কেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।
-
ফরেক্স মার্কেটের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল অন্যান্য ব্যবসা বন্দ হয়ে যেতে পারে কিন্তু ফরেক্স ব্যবসা কখনো বন্দ হয়ে যাবেনা তাই ফরেক্স ব্যবসা ভবিষ্যৎ অপুরন্ত অপরিসীম।ফরেক্স ব্যবসা বেকার সমুস্যা দুর করতে সহায়তা করে।অনেক বড়বড় ব্যাংক বড়বড় ব্যবসায়ীরা এই ফরেক্স ব্যবসা সাথে জড়িত।তাই আমার মতে ফরেক্স ব্যবসা ভবিষ্যৎ উজ্জ্বল।
-
আমি মনে করি ফরেক্সের ভবিষ্যত খুবিই উজ্জ্বল। বিশ্বের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ফরেক্স। দিন দিন এর পরিধি বাড়ছেই। বাংলাদেশেও এ ব্যবসার প্রসার ঘটছে। বাংলাদেশের বেকারত্ব দূর করতে ফরেক্স ভূমিক পালন করবে।
-
আমি মনে করি যতদিন ফরেক্স থাকবে আমি মুধু ফরেক্স করে যাব । এটি এমনি একটি ব্যবসায় যা সহজে নষ্ট হয়ে যাওয়া ব্যবসায় না এটির পরে বিভিন্ন দেশের অর্থনীতি অনকে ভাবে জড়িত । আমার কাছে এই ব্যবসায় কত দুর যাবে কেউই তা সঠিক ভাবে বলতে পারে না ।
-
ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।
-
অতিত থেকে বর্তমান পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় যে ফরেক্স প্রতিনিয়তই জনপ্রিয় হচ্ছে। এবং এই জনপ্রিয়তা গুনোত্তর ধারাতেই বাড়ছে। ফরেক্স একটি বিশাল পরিধির মার্কেট যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়ে ২৫ গুন বড়। তাই চোখ বন্ধ করে বলে দেয়া যায় ফরেক্সের পরিধি আরো বড় হবে ভবিষ্যতে, ফরেক্সের জনপ্রিয়তা আরো বাড়বে।
-
মনে রাখবেন,ডলার বা ইউরো এর মূল্য কোন দেশের মূল্য কোনো দেশের সরকার নির্ধারণ করে দেয় না। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা ও আর্থিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিভিন্ন দেশের মুদ্রার মূল্য নিজে নিজেই পরিবর্তিত হয়। আপনি যে দামে ডলার বা ইউরো কিনবেন, সেই একই দামে পৃথিবীর সব দেশে ডলার বা ইউরো ক্রয়-বিক্রয় হবে।