-
আপনাকে প্রথমেই জানতে হবে যে বোনাস একাউন্ট কোন অবস্থায় ট্রান্সফার যোগ্য নয়, তবে আপনি এই বোনাস ডলারের মাধ্যমে ট্রেড করে যে মুনাফা লাভ করবেন তাই কেবল মাত্র ট্রান্সফার করতে পারবেন। যেমন আপনি যদি বোনাস হিসাবে ১০০ ডলার পেয়ে থাকেন এবং ট্রেড করে আপানার ব্যালেন্স যদি ১০১ ডলার হয় তবে আপনি সেই অতিরিক্ত ১ ডলার আপনি ট্রান্সফার করতে পারবেন। অবশ্য এজন্য আপনাকে ২ লেভেল ভেরিফাই হতে হবে।
-
এটি খুবই সোজা একটি কাজ প্রথমে আপনি একটি ইন্সতাতে রিয়েল অ্যাকাউন্ট খুলুন এবং এর পর আপনি সেই অ্যাকাউন্ট নাম্বার টি রোরামের অ্যাকাউন্টের কন্ট্রোলপ্যানেলে গিয়ে সেখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিন। সাবিমিট হয়েগেলেই কাজ শেষ। দেখবেন আপনার বোনাস ১-৫ তারিখের মধ্যে রিয়েলে ঢুকে যাবে।
-
ফোরাম পোস্ট করলে আপনি বোনাস পাবেন কিন্তু এই বোনাস ডলার থেকে টাকা তুলতে পারবেন না । এই বোনাস লাইভ অ্যাকাউন্ট এ ট্রান্সফার করতে হবে । ট্রান্সফার করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। এর পর আপনি লাইভ অ্যাকাউন্ট এ ট্রান্সফার করে আপনি যখন ট্রেড করে প্রফিট পাবেন সেই প্রফিট এর টাকা আপনি তুলতে পারবেন ।
-
বনাস দিএ আমরা ফরেক্স বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারি। আমরা যদি বনাস দিএ ত্রেড করি তাহলে আমাদের কখন প্রফিত এর জন্য অন্নদের উপর নিরভর করে থাকতে অবে না। আমার মনে হয় বন্সা দিএ ত্রেড করলে আমাদের সকলের লাভ এবং রিস্ক কম থাকে।
-
ফোরাম পোষ্টিং করে যদি পর্যাপ্ত পরিমান বোনাস ইনকাম করতে পারেন তাহলে আপনার প্রফাইলে গিয়ে attach account করুন তার পর আপনার বনুস আপনার ইন্সতাফরেক্স লাইভ এই বুনাস পাবেন।
-
বোনাস ব্যলান্স আপনার প্রোফাইলে এড করা লাইভ একাউন্টে মাস শেষে জমা হবে সরাসরি। যদি তা না হয় তবে সাপোর্টে কথা বলুন আশা করা যায় আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তবে এখান থেকে প্রফিট তুলতে হলে আপনার একাউন্ট দ্বিতীয় লেভেল পর্যন্ত ভেরিফাইড হতে হবে।
-
আপনি যে বোনাস পাবেন আপনাকে সর্ব প্রথম জানতে হবে আপনি বোনাস টা কিভাবে আপনার রিয়েল একাউন্তে যোগ করতে পারবেন ,আপনি যে বোনাস পাবেন সে আপনি উত্তলন করতে পারবেন না এই বোনাস দিয়ে আপনি বা আপনাকে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে এবং এ থেকে যে প্রফিত হবে সে টা আপনি উত্তলন করতে পারবেন
-
আমাদের একটা অত্যান্ত মজাদার একটা অপোর্চুনিটি দিয়ে থাকে তা হলো ইনিস্টাফরেক্স এর পার্টনার কিছু ফরাম সাইটে আপনি আপনার মন্তব্যকে জানিয়ে আপনি কিছ ভার্সুয়াল মানি আয করতে পারেন এবং এই অর্থ দিয়ে আপনি লাইভ ট্রেডে অংশ গ্রহন করে ভাল লাভ করতে পারেন । যদি আপনার ব্যলেন্স হয় ১০০ তো আপনি যদি ১০০ উপর যে টুকু লাভ করবেন ঠিক ততোটই আপনি তুরে নিতে পারবেন।
-
আপনি আপনার ফরেক্স ফোরামের ডলার আপনার ফরেক্সের রিয়াল অ্যাকাউন্টে নিয়ে তা দিয়ে ফরেক্স ট্রেড করতে পারেন আর ঐ বোনাস ডলার আপনার ফরেক্স অ্যাকাউন্টে নেওয়ার জন্য আপনাকে অনেক বেশি কিছু করতে হবে না আপনাকে আপনার ফোরামের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে সেখান থেকে আপনার প্রোফাইলে গিয়ে অ্যাটাস্ট অ্যাকাউন্ট অপশনে আপনি যে ফরেক্স অ্যাকাউন্টে বোনাস ডলার নিতে চান তার অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড লিখে দিলেই আপনার কাজ শেষ মাসের প্রথম স্প্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে বোনাসের ডলার ঢুকে যাবে।
-
পোস্টের বোনাস ডলার ট্রান্সফার যোগ্য নয় এবং উত্তোলন যোগ্যও নয়। এখান থেকে আপনি যে ডলার পাবেন তা দিয়ে ট্রেড করতে পারবেন এবং যদি আপনার একাউন্ট ২য় লেভেল ভেরিফাইড হয় তবে আপনি যা লাভ করতে পারবেন তা *উত্তোলন করতে পারবেন। আর মুল ডলার যেটা আপনি পোস্টের মাধ্যমে পেয়েছেন তা আপনার একাউন্টে থেকে যাবে।