ফরেক্স থেকে কাজ করে কত টুকু আয় করতে চায় আসলে এটা নির্ভর করবে আমার দক্ষতা আর বিনিয়োগের উপর যেমন আমার ট্রেডিং দক্ষতা দিনে দিনে যত বাড়বে আমি আমার বিনিয়োগও বাড়াবো এবং সেই অনুয়ায়ী আমার আয়ের টার্গেট বানাবো । ধন্যবাদ।
Printable View
ফরেক্স থেকে কাজ করে কত টুকু আয় করতে চায় আসলে এটা নির্ভর করবে আমার দক্ষতা আর বিনিয়োগের উপর যেমন আমার ট্রেডিং দক্ষতা দিনে দিনে যত বাড়বে আমি আমার বিনিয়োগও বাড়াবো এবং সেই অনুয়ায়ী আমার আয়ের টার্গেট বানাবো । ধন্যবাদ।
আমি একজন ছাত্র এবং আমি স্বল্প পরিমান লাভ অর্জনের জন্য ফরেক্স বাজারে স্বল্প পরিমান মুলধন বিনিয়োগ করেছি। আমি আমার পড়াশুনার খরচ আমার অভিভাবকের নিকট থেকে পায়, তবে আমি আমার কিছু ব্যক্তিগত অর্থের যোগানের জন্য ফরেক্স করে থাকি।
ফরেক্স ট্রেড করে ইচ্ছে মত উপার্জন করা যায়। কিন্তু এর জন্য ফরেক্স মার্কেটে অনেক সময় দিতে হয়। আমি মনে করি ফরেক্স মার্কেটকে একটি পার্ট টাইম ব্যবসা হিসাবে রাখা ভাল। তা হলে ফরেক্স মার্কেটের উপার্জিত অর্থ দ্বারা অন্য ব্যবসা করা যাবে । তা হলে কোন ব্যক্তির নি:স্ব হবার সম্ভাবনা থাকবে না। সময় ও অর্থ দুটির ই সদ্য ব্যবহার করা সম্ভব হবে।
চাহিদার শেষ নেই। সবাইত বেশি বেশি ইনকাম করতে চায়। আর ফরেক্সে সবাই আসে বড়লোক হওয়ার ধান্দায়। তবে আমি সপ্ন দেখি অনেক। তা আরত সম্ভব না। আমি ফরেক্স থেকে মুটামুটি ধরণের ইনকাম করতে চায়। এই ধরুন দিনে ১০ থেকে ১৫ ডলার হলেই চলবে। ধন্যবাদ
ফরেক্রে কাজ করে আমি সাবলম্বী হতে চাই।
ফরেক্স থেকে আয় করা আমি অনেকদিন ধরেই শুনছি। আমি এখন-ও ফরেক্স থেকে আয় করা শুরু করিনি। আমি একজন নতুন ট্রেডার। আমি ফরেক্স ট্রেডিং শিখছি আয় করার উদ্দেশ্যে। আমি ট্রেডিং শেখার পর কতটুকু আয় করতে পারব কিনা জানিনা। তবে চেষ্টা করব। ধন্যবাদ
ফরেক্স হল একটি বিজনেস, যেখান থেকে যে কেউ
জীবনের চূড়ান্ত পর্যায় চলে যেতে পারে। আবার
ফলেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞানের
অভাবে অনেক নিচেও নেমে যেতে পারে।
তবে আমি ফরেক্সকে পেশা হিসেবে নিতে চাই।
তাই আমি ফরেক্স থেকে খুব বেশি আশা করি।
আমার মনে হয় আমার সঠিক জ্ঞান অর্জন
এবং দক্ষতা তৈরী হলে ফরেক্স আমাকে আমার
আশানুরূপ আয় দেবে।
অামি মনে করি ফরেক্স হলো জীবন গড়ার অস্তরো যা দ্বরা জীবনকে অনেক দূরে নিয়ে যাওয়া যায় অার অামি ফরেক্স হতে শুরুর দিকে পারডে মিনিমাম ১০ ডলার অাপ ইনকাম করতে চায় ৷
ফরেক্স থেকে আমি আজীবনই উপার্জন করতে চাই। কারন ফরেক্সকে আমি আমার ক্যারিয়্যার হিসাবে নিয়েছি। তবে এ সম্পর্কে আমার মতবাদ হল............ ফরেক্স মার্কেট এ ফরেক্স ট্রেড এর উপর আমি যত জ্ঞান , অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারব এবং তার পরে আমি ফরেক্স মার্কেটে যত ট্রেড করব আমি তত উপার্জন করতে পারব এর কোন শেষ নাই।
ফরেক্স আমার স্বপ্ন এটি থেকে আমি সফলতা অর্জন করতে চাই। আমি আস্তে আস্তে করে এগুতে চাই। আমি যদি কঠোর পরিশ্রম করতে পারি তাহলে আমি অবশ্যই ফরেক্স এ সফল হবো। আর সফলতা অর্জন করতে এটি আমি জিবনের পেশা হিসেবে নিতে চাই।