-
ফরেক্স এমন একটা মার্কেট যেখানে খুব দ্রুতই ধনী অথবা গরিব হওয়া সম্ভব। আপনি যদি অনেক ডিপোজিট করে বড় লটে ট্রেড ধরেন তখন মার্কেট যদি আপনার অনুকুলে যাই তাহলে অনেক লাভ হবে।কিন্তু কথা হচ্ছে মার্কেট সব সময় যে অনুকুলে থাকবে এমন কিন্তু নয়।তবে হ্যাঁ আপনি যদি বুঝে শুনে ট্রেড করেন তাহলে অধিকাংশ ট্রেড আপনার পক্ষে থাকবে।আমি মনে করি ফরেক্স ট্রেড করে ধনী হওয়া সম্ভব।
-
ফরেক্স এক ধরনের বিজনেস আর দেখা যায় যে এখান থেকে আজ মানুষ তার জীবিকা নির্বাহ করতে সফল হয়েছে। তাই আমি মনে করি ফরেক্স ধনী হওয়ার উপায় হিসেবে কাজ করে সেটা স্বাভাবিক। আজ এমনও অনেক আছেন যারা ইতিমধ্যে ফরেক্স দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সফল হয়েছেন। তবে এখানে আমাদের অবশ্যই ভালো ভাবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলে ঠিকই আমরা আমাদের সঠিক স্থান এ যেতে সফল হব।
-
আপনি ফরেক্স করে ধনী হতে পারবেন কথাটি সত্য । তবে আপনাকে প্রচুর ফরেক্স সময় দিতে হবে । জানতে হবে অনেক কিছু । বুঝতে হবে , ধরয্য ধরতে হবে , মার্কেট এনালাইস করতে হবে , নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে । আর যদি না পারেন তাহলে উল্টোটা হতে সময় লাগবেনা ।
-
ফরেক্স এমন একটা বিজনেস এটা দিয়ে আপনি অনায়েসে এখান থেকে অনেক টাকা আর্ন করতে পারেন। তবে এখান থেকে আয় করার আগে অবশ্যই আপনাকে একজন ভাল ট্রেডার হতে হবে এবং ট্রেড সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। একজন ভাল ট্রেডার চাইলে এখান থেকে গড়ে দিনে ৩০-৪০ ডলার আয় করতে পারেন সেই জন্য তার অভিজ্ঞতা এবং ট্রেডকে ভাল ভাবে বুজতে হবে আর তাহলেই এখান থেকে আর্ন করা সম্ভব। আবার অনেকে অনেক টাকা আর্ন করতে গিয়ে নিজের অনেক কিছু হারাতে পারেন।
-
ফরেক্স করে ধনী হওয়া সম্মভ। এই ধনী হইতে হলে আপনাকে অনেক সময় ধরে শিক্তে হবে ফরেক্স। লস হলে লস মেনে নিতে হবে। আর হাল সেরে দেয়া যাবে না। এই ফরেক্স যদি কেউ ভালো ভাবে শিক্তে পারে তাহলে সে ঘরে বসে অনেক টাকা উপার্জন করতে পারবে। ফরেক্স করে তার সকল চাহিদা মেটানো সম্মভ।
-
হ্যা বন্ধু ফরেক্স ট্রেডিং যেহেতু একটা ব্যবসা তাই ফরেক্স ট্রেড করে সহজে ধনী হওয়া সম্ভব বলে আমি মনে করি তবে আপনি যদি খুব তারা তারি ফরেক্স ট্রেড করে ধনী হবার চেষ্টা করেন তবে আপনি খুব তারা তারি আপনার বিনিয়োজিত মুলধন হারাতে পারেন তাই ধনী হবার জন্য আপনাকে ট্রেডিংয়ে অভিজ্ঞেএবং খুব দক্ষ হতে হবে। ধন্যবাদ।
-
হ্যা, ফরেক্স ট্রেডিং ধনী হওয়ার মাধ্যম হতে পারে।কেউ যদি থুব দক্ষ হয় তবে ধনী হতে বেশি সময় প্রয়োজন হবে না।তবে আবার ভালো দক্ষ ট্রেডার না হলে লস হবে।নিয়মিত প্রফিট হবে না।ফলে খুব মন খারাপ হতে পারে।কিন্তু যদি ভালো ট্রেডার হয়ে যেতে পারেন কষ্ট করে তবে ধনী হতে পারবেন।সুতরাং ফরেক্স ধনী হওয়ার মাধ্যম হবে যদি আপনি ভালো ট্রেডার হতে পারেন।
-
স্বপ্ন জিনিসটা দেখতে কারোরই মানা নেই।কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখার সময়টাই বৃথা,কারণ সেটা শুধু স্বপ্নেই সম্ভব, বাস্তবিকে মূল্যহীন।স্বপ্ন জিনিসটা খুব কম মানুষই পরিপূর্ণ ভাবে দেখতে পারে। সমাপ্তের শেষ প্রান্তে এসে হয়তো সেটা ভেঙ্গে যায়,নয়তো কেউ এসে সেটাকে ভেঙ্গে দেয়,পূর্ণতা কোন ভাবেই পায় না। ভাঙ্গা স্বপ্নটা আবার কখনো পুনরায় দেখ যায় না। সব থেকে খারাপ লাগে যখন কেউ দেখা স্বপ্নটা ভেঙ্গে দেয়।হয়তে স্বপ্নটা সে নিজেই দেখিয়ে ছিলো,আবার মাঝপথে এসে থামিয়ে দেয়।পরিণত করে দিয়ে যায় দুঃস্বপ্নে!!!!
-
কোনো একটা কাজ মনোযোগ দিয়ে করলে সেই কাজে অবশ্যই সাফল্য অর্জন করা যায়। ফরেক্স একটি মার্কেট পেলেস এখানে কাজ করলে ভালো অর্থ উপার্জন করা সম্ভব। ফরেক্স মার্কেটে কাজ করতে হলে কিছু নিয়ম কানুন আছে । যে এগুলো নিয়ম অনুসরন করবে। তার পক্ষে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব। তাছাড়া এখানে লাভ ও লস দুটো জিনিস এ হয়। তাই ফরেক্স র্সম্পকে জানা থাকলে আসলে ধনী হওয়া সম্ভব।
-
ফরেক্স মার্কেট ধনি হয়া খুব সহজ কথা নয় । ফরেক্স মার্কেট কাজ করে জীবন জাপন করা সম্ভব আমি মনে অরি কিন্তু ধনি হুয়া জায় না ।ফরেক্স কোন টাকা বানানর মেশিন নয় । ফরেক্স কাজ করে ধনি হতে হলে আপনাকে ফরেক্স মার্কেট স্পেসালিস্ট হতে হবে । ফরেক্স মার্কেট সম্পপরকে অনেক দখতা অরজন করতে হবে । ফরেক্স মার্কেট কাজ ।করে আপনার আত্মবিশ্বাস তরি করতে হবে অনেক বেসি ইনবেস্টমেন্ট করতে হবে তখন আপনি ধনি হয়ার সপ্ন দেখতে পারেন ।