-
ফরেক্স মার্কেটের মুভমেন্ট দেখার জন্য এন্ডিকেটর ব্যাবহার করা হয় অনেক ফরেক্স ট্রেডারই এন্ডিকেটর ব্যাবহার করে থাকে। তবে আমি মনে করি এন্ডিকেটর ব্যাবহার না করাই ভাল কারন এই এন্ডিকেটর গুলো মাঝে মাঝে ঠিক ভাবে কাজ করে না উলটাপালটা সংকেত দেয়। তাই ট্রেডে এতে অনেক সমস্যা হয়ে থাকে এই জন্য আমাদের সবার উচিত এন্ডিকেটর ব্যাবহার না করা এবং এন্ডিকেটর ছাড়া ট্রেড করা।
-
আমার কাছে মনে হয় এন্ডিকেটর ব্যবহার না করাই ভালো । কারন দেখা যায় ফরেক্স মার্কেটে মুভ মন্টেগুলো দেখার জন্য আমরা এন্ডিকেটর ব্যবহার করি যেন আমরা অতি সহজে দাগ গুলো বুঝতে পারি । কিন্তু অনেক সময় তা বুঝা যায় না । দেখা যায় এন্ডিকেটর গুলো মাঝে মাঝে উল্টাপাল্টা দেখায় । যার কারনে ট্রেড করা ফলে অনেক সমস্যা সৃষ্টি করে থাকে । যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের ক্ষেতে ব্যবহার না করেও চলে । যারা নতুন তাদের ক্ষেতে যদিও ব্যবহার করা উচিৎ তো আমরা বুঝে করার চেষ্টা করবো যেন কোন সমস্যা থাকলো সেটা সমাধান করতে পারি।
-
বর্তমান পাইস থেকে পরবর্তী পাইস ডাউন করবে কি আপ এ যাবে এই ধরণের নির্দেশনা ইন্ডিকেটরের মাধ্যমে পাওয়া যায়। প্রথম দিকে আমি খুব ইন্ডিকেটর ব্যবহার করতাম। যেমন ট্রেড ওপের করতে মুভিং এভারেজ (Moving Average), বলিঙ্গার বেন্ড (Bollinger Band), জিগজাগ (Zigzag) এবং ট্রেড ক্লোজ করতে আর.এস.আই-RSI (Relative Strength Index), এ.ডি.এক্স- ADX(Average Directional Moving Index) ইত্যাদি। কিন্তু এগুলো খুব লাভ বয়ে আনে না। তাই বর্তমানে আমি আমার মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে ট্রেড করি।
-
মার্কেট ট্রেন্ড বুঝার জন্য কোনো নির্দিষ্ট ইন্ডিকেটর নেই । যদিও আমি সব সময় ইন্ডিকেটরের উপর নির্ভর করি । চার্ট এর ট্রেন্ড বুঝার জন্য মুভিং এভারেজ ইন্ডিকেটর টি অনেক অনেক বেশি উপকারী।তবে বর্তমানে আমি আমার মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে ট্রেড করি।
-
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় দুই থেকে তিনটি ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। আমি আরএসআই, বুলিঙ্গার ব্যান্ড এবং পারাবলিক সার ব্যবহার করি। আমি এই তিনটি ইন্ডিকেটর দিয়ে অনেক কিছুই এনালাইসিস করতে পারি। ধন্যবাদ
-
ট্রেদ করতে আমি ব্যবহার করি মভিং এভারেজ ইন্দিকেটর ব্যবহার করে থাকে সাথে আর,এস,আই ইনডিকেটর থাকে এই দুটি ইনডিকেটর ব্যবহার করে আমি ট্রেড করি দুটির সমঝতা রেখে একটি অবথায় যখন মিলিত হয় তখন আমি ট্রেড ওপেন করি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের ইনডিকেটর ব্যাবহার করি।ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনে এনালাইসিস ব্যাবহার করি।তার মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস হচ্ছে ইনডিকেটর। ইনডিকেটর এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর বিভিন্ন অবস্তা সম্পর্কে জানতে পারি। যেমন- ফরেক্স মার্কেট কি এখন ভালো অবস্থান এ আছে না খারাপ অবস্থানে এই নির্দেশ দেই।
-
ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট এ বিভিন্ন ধরনের এনালাইসিস করি। ফরেক্স মার্কেট এ আমরা তিন ধরনের এনালাইসিস করি। যেমন-টেকনিক্যাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস। ইন্ডিকেটর হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস এর একটি অংস। ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমি এ ডী এক্স ইনডিকেটর কে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এছাড়াও আমরা ফরেক্স মার্কেট আরও বিভিন্ন ধরনের ইনডিকেটর ব্যাবহার করি।
-
আমি মূলত ফরেক্স ট্রেডিংয়ের প্রথম দিকে অনেক ইন্ডিকেটর ব্যবহার করতাম ট্রেড করতে কিন্তু বর্তমানে আমি ট্রেড করতে তিনটি ইন্ডিকেটর ব্যবহার করছি যেমন ট্রেড ওপেন করতে মুভিং অ্যাভারেজ, ট্রেড ক্লোজ করতে আর.এস.আই এবং জিগজ্যাগ প্রভিতি।
-
ট্রেড করার ক্ষেত্রে ইন্ডিকেটর এর সহযোগিতা নেয়া ভালো। তবে সম্পূর্ণ নির্ভর করা ঠিক নয়। কারণ অনেক সময় নিউজ এর কারণে মার্কেট গতি পরিবর্তন ঘটে। এ কারণে অভিজ্ঞতার প্রয়োজন। আমি মুভিং এভারেজ ও প্রিভেট পয়েন্টে ব্যবহার করি।