হ্যা আমাদের দেশের মহিলারা খুব কমই আমাদের দেশের অর্থনেতি উন্নয়নের জন্য তাদের অংশ গ্রহন করে তারা সাধারনত গৃহিনির কাজ ই করে তো আমি মনে করি যে তাদের জন্য এই ফরেক্স ব্যবসা করা অত্যান্ত অত্যবশ্যকিয় কারন এটা তাদের অথনৈতিক উন্নতি সাধন করতে পারে।
Printable View
হ্যা আমাদের দেশের মহিলারা খুব কমই আমাদের দেশের অর্থনেতি উন্নয়নের জন্য তাদের অংশ গ্রহন করে তারা সাধারনত গৃহিনির কাজ ই করে তো আমি মনে করি যে তাদের জন্য এই ফরেক্স ব্যবসা করা অত্যান্ত অত্যবশ্যকিয় কারন এটা তাদের অথনৈতিক উন্নতি সাধন করতে পারে।
ফরেক্স ট্রেডিংয়ের কাজ মুলত ঘরে বসেই করা হয়ে থাকে আবার যদিও অনেক ট্রেডার গুুপ করে বা অনেকে একসাথে অফিস করে কাজ করে তাই যেহেতু ফরেক্স ঘরে বসে করা যায় আর যেহেতু একজন গৃহিনী ঘরের কাজই করেন তাই তিনি ঘরের কাজের অবসরে ফরেক্স কেরে নিজেকে স্বাবলম্বী করতে পারেন বা বাড়তি আয় করতে পারেন আর অনেক ক্ষেত্রেই এক জন গৃহিনীর পক্ষে এরুপ আয়ের জন্য বাহিরে যাওয়া সম্ভব নয় । ধন্যবাদ।
আমাদের দেশের গৃহিণী রা ফরেক্স মাকেট এ কাজ করে নিজের জীবন টা কেউ বদলে দিতে পারেন। আমাদের দেশে দেখা যায় যে গৃহীনিরা দিনের বেশির ভাগ সময় অলস ভাবে পার করে। এই অলস সময় টা যদি ফরেক্স এর পিছনে ব্যায় করা যায় তাহলে নিজের পরিবারের পাসাপাশি দেশের অর্থনীতির উন্নয়ন এ বড় ভুমিকা রাখতে পারেন। তবে এর আগে ফরেক্স ভাল ভাবে শিখতে হবে।
ফরেক্স থেকে গৃহিণীরা অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। তারা ঘরের কাজ শেষে যদি ফরেক্স ট্রেডিং এ সময় দিয়ে থাকেন তাহলে তারা অনেক ভাল কিছু ফরেক্স থেকে আশা করতে পারবেন। তারা প্রতিমাসে অনেক টাকা প্রফিট করতে পারেন। ধন্যবাদ
আমাদের সমাজে এখনও এই ব্যাপার টি চালু আছে যে আমাদের পরিবাদের অর্থনৈতিক দিকটি দেখভাল করবে আমাদের সমাজের পুরুষেরা এবং মহিলারা দেখেশুনা করবে তার পরিবারকে কিন্তু এর ফলে একটি পরিবার একজনএর উপর নির্ভর করে তো পরিবারের আয়ের জন্য আমাদের পরিবারের গৃহিনিরা তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়ের ক্ষেত্রে ভুমিকা পালন করতে পারে।
গৃহিনীদের জন্য ফোরেক্স অনেক উপকারী যারা গ্রহিনী তাদের ঘরের কিছু নির্দিষ্ট কাজ শেষ করে গল্প করতে বা টিভি দেখে সময় কাটাতে দেখা যায় তারা চাইলে এই সময়টা তারা কাজে লাগীয়ে ভালো কিছু করতে পারে। কিছু মেয়েরা হাতের কাজ করলেও এতে তাদের উপার্জন হয় অনেক কম। কিন্তু ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারলে ছেলেদের পাশাপাশি গৃহিনীরাও সংসারের হাল ধরতে পারবে। যা তাদের জন্য পরিবার চালানার ব্যবস্থা করে দিতে পারে।।
ফরেক্স থেকে গৃহিনীরা অনেক সুবিধা পেতে পারে। তারা অবসর সময়ে ফরেক্স নিযে বসতে পারেন আর এখন ফরেক্স সম্পর্কে ঘরে বসেই সব জানতে পারেন ইন্টারনেটের মা্ধ্যমে। আর গৃহিনীরা যদি ফরেক্স শিখে তাহলে তারাও ঘরে বসেই অনেক টাকা আয় করতে পাবেন আর এই ফরেক্স দিয়ে তারা অনেক দূর যেতে পারবেন।
ফরেক্স একটা মুক্ত বিজনেস। এটা সবার জন্য উন্মুক্ত এবং স্বাধীন। এই বিজনেসে সবাই সমান। কে ছাত্র, কে বেশি শিক্ষিত, কে চাকুরীজিবি, কে গৃহিনী এখানে সেটা কোন ব্যাপার না। ফরেক্স বিজনেসে যে ভাল ট্রেড করতে পারবে সে ভাল প্রফিট পাবে। তাই আমি মনে করি গৃহিনী হোক বা ছাত্র হোক ফরেক্সে বিজনেসে সবাই সমান। অনান্যরা যদি ফরেক্স থেকে সুবিধা গ্রহণ করে নিজের জীবনের গতি বৃদ্ধি করতে পারে তাহলে গৃহিনী কেন পারবে না।
ফরেক্স থেকে গৃহিণীরা অবশ্যেই সুবিধা পেতে পারে । কোন গৃহিণীর যদি ইচ্ছা শক্তি থাকে কাজ করার জন্য তাহলে সে অবশ্যই পারবে। ফরেক্স এমন একটি মার্কেট যেখানে সর্ব শ্রেণীর মানুষ কাজ করতে পারে। দেখা যায় গৃহিণীরা কাজ করার পর তাদেন হাতে সময় থাকে । তারা সেই সময়টাকে কাজে লাগিয়ে ফরেক্স থেকে টাকা উপার্জন করতে পারে । এভাবে কাজ করতে পারলে সংসারে তেমন কোনো অভাব থাকবে না বলে আশা করা যায়।
অবশ্যই ফরেক্স থেকে গৃহিনিরা সুবিধা নিতে পারবে। তাই আমি বলবো ফরেক্স থেকে গ্রহিনীরা ফরেক্স এ সময় দিয়ে ফরেক্স থেকে অনেক প্রফিট করতে পারে তাই আমি মনে করি যে তারা ফরেক্স মার্কেট থেকে সুবিধা নিয়ে তাদের সংসার জীবনে অর্থণৈতিক সমস্যা দূরকরতে পারে।