-
আমার মনে হয় দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে প্রচুর অধ্যবসায় করতে হবে ফরেক্সের উপর। ভাল ট্রেডর হতে গেলে, ভাল ভাবে ফরেক্স সম্পর্কে জানা উচিত এবং ফরেক্স শেখা উচিত , মোট কথা ডেমো অ্যাকাউন্ট এ ভাল ভাবে ট্রেড করতে হবে এতে একজন দক্ষ ট্রেডর হওয়া যাবে। ডেমো ট্রেড হলো ফরেক্সে ট্রেড করার প্রথমে সোপান তাই বেশি বেশি ডেমো ট্রেড করার পর রিয়েল ট্রেড শুরু করা উচিত। আর িএর মাধ্যমে ভালো ট্রেডার হওয়া যাবে।
-
ফরেক্স মার্কেট ভাল করে সিখার করার জন নিয়মিত অনিশিলন করার কোন বিকল্প নেই । ফরেক্স সিখার জন প্রথমত আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে । আপনাকে ভাল করে সিখতে হলে আপনাকে প্রচুর পরিশ্রাম করতে
হবে । ফরেক্স মার্কেট নিয়মিত আনাল্যসিস করতে হবে । ফরেক্স মার্কেটে বিশেষজ্ঞ এমন কার সাহাজ্জ নেয়া জেতে পারে ।
-
আমার মনে হয় ভালো একজন ট্রেডার হতে হলে প্রথমে র্ধয্যশীল হতে হবে এবং পরিশ্রমী হতে হবে। তাহলে দক্ষ হওয়া যাবে। শুধু তাই নয় তার পাশাপাশি অনেক কিছু জানতে হবে সেগুলো হলো প্রথমে নিয়মকানুন জানতে হবে,তারা কিভাবে কাজ করে সে গুলো অনুসরন করতে হবে এবং তার পাশাপাশি কাজ করতে হবে তাহলে একজন ভালো ট্রেডার হওয়ার জন্য সহজ হয়।
-
প্রাইস একনশা আর সহজ করে বলতে হলে শুধু মাত্র ক্যান্ডল নিয়ে যদি স্টাডি কনরে তাহওলে পআনি ৭০ থে%কে ৮%০ উইনার হতে পারবেন। মানি ম্যানেজমেন্ট সবচেয়ে বড় ঔষধ টিকে থাকার জন্য ।
-
ভালো ট্রেডার হতে হলে এই বিষয় গুলো মাথায় রাখতে হবে।
১. ফরেক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞানঃ যার জন্য আপনাকে ফরেক্স নিয়ে প্রচুর পড়াশুনা করতে হবে।
২. মানি ম্যানেজমেন্টঃ আপনার পুজিকে কিভাবে ব্যাবহার করবেন, কতটুকু লস নিবেন, কত প্রফিট করবেন, রিস্ক কতটুকু নিবেন, এদেরকে এককথায় মানি ম্যানেজমেন্ট বলাহয়। সঠিক মানি ম্যানেজমেন্ট না জেনে ট্রেড করা উচিৎ নয়।
৩. ধৈর্যশীল হউনঃ ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যেই ধৈর্যশীল হতে হবে। একটি লসের পরে ধৈর্য হারা হয়ে বড় লটে ট্রেড করা অথবা একবারে অনেক প্রফিট করা থেকে বিরত থাকতে হবে, লোভকে সংযত করতে হবে।
৪. নিজস্ব ট্রেডিং সিস্টেমঃ নিজের মত করে একটি প্রফিটেবল সিস্টেম তৈরি করুন এবং অন্তত ৩ মাস ডেমোতে টেস্ট করুন। ভাল ফল দিলে রিয়েলে ব্যাবহার করুন। বারবার ট্রেডিং সিস্টেম পরিবর্তন করবেন না।
-
ভাল ট্রেডার হওয়ার জন্য নিজের উপর কনফিডেন্স থাকাতে হবে। ডেমো অ্যাকাউন্টে ভাল ভাবে ট্রেড করে দক্ষ ট্রেডর হওয়া। দক্ষ ট্রেডাররা রিয়েল ট্রেডে বেশী ভালো ফলাফল অর্জন করে থাকে।
-
একজন ভাল ট্রেডার হতে হলে প্রচুর স্টাডি করা প্রয়োজন । লোভ সংবরন করতে হবে । ধৈর্য়শীল হতে হবে । বুঝে ট্রেড করতে হবে । অন্যের বুদ্ধিতে ট্রেড করা যাবেনা । মানিম্যানেজমেন্ট ভালভাবে অনুসরন করতে হবে । ফান্ডামেন্টাল, টেকনিক্যাল অ্যানালােইসিস সঠিক হতে হবে। কোন অবস্থাতেই বেশি সেন্টিমেন্টাল হওয়া যাবেনা ।
-
ফরেক্স এ ভাল করার জন্য বিভিন্ন ত্রেদার বিভিন্ন ভাবে ট্রেড করে থাকে । আমার মনে হয় ,ভাল ত্রেদার হতে গেলে ভাল ভাবে ফরেক্স সম্পর্কে জানা উচিত এবং ফরেক্স শেখা উচিত । এভাবে একজন দক্ষ ট্রেডয়ার হওয়া যাবে।
-
ফরেক্স মার্কেটে একজন ভাল ট্রেডার হতে গেলে আমার মনে হয় ফরেক্স সম্পরকে জত কিছু আছে সবগুলর উপর নজর দিতে হবে এবং সব কিছুর উপর ভাল করে অভিজ্ঞতা অর্জন করতে হবে যেকোনো বিসয়ের উপর ভাল ধারনা থাকতে তা না হলে ভাল ট্রেডার হওয়া সম্ভব না আর এই গুল যদি একজন ট্রেডার থাকে তাহলে সে একজন ভাল ট্রেডার ।
-
জানা ছাড়া কনো কাজ করা যায় না । তাই যে কাজ করতে হবে তাসম্পকে ভাল ভাবে জানতে হবে ,ঠিক তেমন করে ট্রেড করতে করতে ভাল ট্রেনার হওয়া যায় আর ভাল ট্রেডার হতে হলে সেটা সম্পকে ভাল ভাবে জানা প্রয়োজন।