-
আসলে আমি আপনার প্রশ্নের অর্থই বুঝিনি কি উত্তর দিবো। আপনি বলেছেন যখন কোন নিউজ থাকে না তখন মার্কেট কিভাবে মুভ করে আপনি কি মার্কেট অ্যানালাইসিসের নিউজের কথা বলেছেন যদি তাই হয় তা হলে আমি বলব দেখুন যখন এমনটি ঘটে তখন কিন্তু মার্কেট একটি নিদিষ্ট গোন্ডির বা রেন্জের মধ্যে থেকে উঠা নামা করতে থাকে আর এই সময়টা শর্ট টাইম ফ্রেমের মাধ্যমে স্ক্যাল্পিং ট্রেডের জন্য বেশ উপযোগী।
-
মার্কেট এ যখন কোনো নিউস প্রকাশিত হয় তখন মার্কেট অনেক বড় ধরনের জাম্প করে ট্রেন্ড এর পরিবর্তন ঘটে অথবা চলমান ট্রেন্ড কে অনেক বেশি তরান্নিত করে আর নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও হ্রাস পায়। এরপর বায়ার এবং সেলার এর মাঝে নতুন সামঞ্জস্য বিধান হলে মার্কেট পুনরায় গতিশীল হতে থাকে।
-
ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে না তখন মার্কেটের মুভমেন্ট আস্তে আস্তে হ্রাস পেতে থাকে এবং একটি নিদিষ্ট সীমার মধ্যে মার্কেটের প্রাইস উঠাামা করে থাকে একে আমরা রেঞ্জবাউন্স বলে থাকি।আবার মার্কেটের মুভমেন্ট কম হওয়ার কারনে মার্কেটের মুভমেন্ট কনসলিডেট অর্থাৎ ঘনত্ব ভাবে চলতে থাকে।আর এই অবস্থায় ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্পূর্ণ বোকামির কাজ।তাই ফরেক্স মার্কেটে যদি কোন নিউজ না থাকে তাহলে ট্রেড করা থেকে বিরত থাকুন।
-
যখন কোনও নিউজ না থাকে ফরেক্স মার্কেটে তখন নরাচরা কম করে নিউজ প্রকাশত হওয়ার পর মার্কেট খুব বেশি নরাচরা করে আর নিউজ প্রকাশিত না হলে মার্কেটের গতিও অনেক কম থাকে এজন্ন ফরেক্স মার্কেটের নিউজ দেখে বুঝে শুনে বাই এবং সেল দেওয়া মার্কেটের ওপর এবং আপনার ওপর ডীপেনড করবে বলে আমি মনে করি।
-
যখন নতুন খবর না পাওয়া যায় তখন পুরাতন খবর অনুযায়ী কাজ করতে হয় । পুরাতন খবরগুলোর জন্য বিভিন্ন ট্রেডের খবরে চোখ রাখতে হয় ।
-
মার্কেট সব সময় নিউজ এর জন্য অথা নামা অরে না। তবে কখন কখন নিউজ এর জন্য অনেক মার্কেট মুভ করে। এই মার্কেট অনেক বেসি মুভ করে যখন বিকাল বেলা থাকে। ভর বেলায় মার্কেট মুভ কম করে।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা মুভ করে তবে নিউজ থাকলে ভাল মুভ করে তবে যদি নিউজ না থাকে তাহলে ফরেক্স মার্কেট আস্টে আস্টে মুভ করে বেশি মুভ করে না কয়েক পিপ এর মধ্যে মুভ করতে থাকে তাই কোন নিউজ না থাকলে মার্কেট অল্প মুভ করে।
-
জাবে।ফরেক্স মার্কেটে যখন কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেটে অনেক বড় মুভমেন্ট বেড়ে জায় তাই ফরেক্স ট্রেড করতে হলে নিউজ এর সময় ফরেক্স ট্রেড করেতে সতর্ক থাকতে হবে তাই অন্য যেকোনো সময়ের চেয়ে নিউজ এর সময় মার্কেট মুভ বেড়ে জায়।
-
যখন কোন পেয়ারে নিউজ না থাকে তখন সেই পেয়ারের মুভমেন্ট মুলত কারেস্নি কো রিলেশান এর কারনে হয়। যেমন ইউরোর কোন নিউজ নেই তার পরও ইউরো আপ হচ্ছে। এ্খানে এর অর্থ হল ইউরোর তুলনায় ডলার দুর্বল। আবার মার্কেটে উপস্তিত বায়ার এবং সেলারের প্রেসারেও মার্কেট নড়াচড়া করে থাকে।
-
আমরা খুব ভালো করে জানি ফরেক্স ট্রেড করতে গেলে অনেক নিউজ এনালাইসিস করতে হয় এবং ট্রেড করতে হয় কিন্তু অনেক সময় এই নিউজ থাকে না ফরেক্স মার্কেট খুব বেশি মুভ করে না এসময় মার্কেট খুব আস্তে আস্তে মুভ করে এসময় ট্রেড করা খুব কঠিন হয়ে পরে এসম খুব বুঝে শূনে ট্রেড করতে হয়না হলে লসের বেশি সম্ভাবনা থাকে