জায়।ফরেক্স মার্কেটে আমি যে কয়ে দিন ফরেক্স মার্কেটে আমি এসেছি তার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ফরেক্স ট্রেড করে ভাল প্রফি?ট করা যায় যদি ট্রেন্ড লাইন ধরে ট্রেড করা হয় তাহলে কোন দিন লসের মুখে পড়া লাগে না লাভ হভেই ।
Printable View
জায়।ফরেক্স মার্কেটে আমি যে কয়ে দিন ফরেক্স মার্কেটে আমি এসেছি তার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ফরেক্স ট্রেড করে ভাল প্রফি?ট করা যায় যদি ট্রেন্ড লাইন ধরে ট্রেড করা হয় তাহলে কোন দিন লসের মুখে পড়া লাগে না লাভ হভেই ।
ট্রেন্ড লাইন হল আসলে মার্খেট যখন একটি নির্দিষ্ট দিকে যায় যেমন বেয়ার বা বুল ক্যান্ডেল তৈরি করে ঠিক তখন উপর ও নিচে একটি ধারাবাহিকতা বজায় রেকে এগিয়ে চলে। আর এই এগিয়ে চলাকে একটি লইন মার্জিন দ্বারা চিহ্নিত করলে যেটি পাওয়া যায় সেটিই হলো ট্রেন্ড লাইল
লাইন হল খুবই গুরুত্বপূর্ন টুল যা একজন সাকসেসফুল ট্রেডার হতে হলে জানা খুবই দরকারি। সঠিক ভাবে ট্রেন্ড লাইন আকতে পারা একটা ট্রেড সঠিক ভাবে এন্ট্রি নেওয়ার জন্য প্রয়োজন। কথনও জোর করে ট্রেন্ড লাইন আকার চেষ্টা করবেন না। যাই হোক সবা্ই সঠিক ভাবে ট্রেন্ড লাইন আকার চেষ্টা করবেন। জোর করে আকলে ভুল জায়াগয় এন্ট্রি নেওয়ার সম্ভবনা আছে।
ট্রেন্ড লাইন ছাড়া কখন মারকেত্র এর গতি বঝা সম্ভব না। আমাদের সব সময় উছিত মার্কেট এর গতি বুঝে ট্রেড করা। ভাল ভাবে ত্রেদ করলে আমরা এই বাবসা থেকে অনেক টাকা আয় করতে পারব ।মার্কেট কোন পজিসন থেকে ট্রেন্ড পরিবর্তন হতে পারে তা আপনাকে সঠিক এনালাইসিস করে বের করতে হবে । আপনি সঠিক ট্রেন্ড নির্বাচন করতে পারলে অনেক মুনাফা আয় করার সম্ভবনা থেকে যাবে ।
ফরেক্স মার্কেট এ মোটামোটি আমরা সকলেই জানি যে ফরেক্স মার্কেট এ তিন ধরনের ট্রেন্ড লাইন দেকতে পাওয়া যায় এক হলো আপ ট্রেন্ড দ্বিতীয় টি হলো ডাউন ট্রেন্ড এবং অপরটি হলো সাইড ওয়ে ট্রেন্ড । ট্রেড লাইন হল ফরেক্স ট্রেডিং এর গুরুত্বপূর্ন টুল। ট্রেন্ড লাইন অবশ্য সহজেই বোঝা যায়। যেমন মার্কেট যদি ডাউন ট্রেড থাকে তাহলে আমরা সেল দেই আর যদি মার্কেট আপ ট্রেড এ থাকে তাহলে আমরা বাই দিই ।
ট্রেন্ড লাইন হচ্ছে টেকনিকাল এনালাইসিসের একটি টুল । আপনি ট্রেন্ড লাইন ড্র করার মাধ্যমে আপনার ট্রেন্ড এর অবস্থা বুঝতে পারবেন । মার্কেট আর কতটা আপট্রেন্ডে যাবে না ডাউন্ট্রেন্ডে যাবে তা আপনি এই ট্রেন্ড লাইন আঁকার ফলে বুঝতে পারবেন । এটি একটি শক্তিশালী টুল তবে আপনাকে তা অবশ্যই সঠিকভাবে আঁকতে হবে । আপনি যদি ট্রেন্ড লাইন সঠিকভাবে না আঁকতে পারেন তাহলে আপনার ভুল ট্রেডে এন্ট্রি নেয়ার একটা ঝুকি থেকে যায় তাই সঠিকভাবে আকেতে চেষতা করেন ।
আমি ট্রেন্ড লাইন সম্পর্কে খুব ভালো ভাবে তেমন কিছু বুঝি না, তবে এখানে ট্রেন্ড লাইন বা কান্দলে স্টিক দেখে আপনি ট্রেড এ অনেক ভালো সুযোগ নিতে পারেন, যেমন তিন টি চত কান্দলে যদি পরপর একদিকে যায় তাহলে অতার্পরও বর্তী কান্দলে ও যদি একদিকেই যায় অতাহেল আপনি ঐদিলে একটা ট্রেড নিতে পারেন, তেমনি চত চত কান্দলে এর উপর নির্ভর করে আপনি ট্রেড করতে পারেন.
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে আমরা দুই ধরনের ট্রেন্ড লাইন দেখে থাকি,,আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, যখন আপ ট্রেন্ডে চলে মাঝে মাঝে ব্রেক করে উপরে উঠতে থাকে,আবার যখন ডাউন চলে মাঝে মাঝে,ব্রেক করে নিচে নামতে থাকে,তাই আমাদে ট্রেন্ড লাইন অনু সারে ট্রেড করা।
ট্রেন্ড সনাক্তকরণ, ট্রেন্ড নিশ্চিত হওয়া এবং ট্রেন্ড ইন্টেনসিটি পরিমাপের জন্য ট্রেন্ড লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। মেটেট্রেডারের টেন্ডলাইন টুল দিয়ে ট্রেন্ডলাইন আঁকতে হয়। সঠিক ট্রেন্ডলাইন ড্র’র মাধ্যমে সঠিক এবং নিখুঁত ট্রেড করতে পারা যায়।
ট্রেন্ডলাইন হল মেটা ট্রেডার ৪ এর একটি টুল । যার মাধম্যে আপনি মার্কেট এর ট্রেন্ড লাইন আকতে পারবেন । ট্রেন্ড লাইন আকার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে । ট্রেন্ড লাইন আকার সময় যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে ট্রেন্ড লাইন যোর করে আকা যাবে না । প্রতিটি ট্রেন্ড লাইট এর টপ এবং বটম পয়েন্ট থাকবে । ট্রেন্ড লাইন অত্যন্ত কার্যকরী একটি টুলস ।