-
আসলে এটা ইনেস্টাফরেক্স এর ফোরাম বলে ইনেস্টাফরেক্স সম্বন্ধে ভাল ভাল লিখতে হবে তা নয় যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে সেটাই লিখছি। আমি অনেকদিন ধরে ৩-৪ বছর ধরে ইনেস্টাফরেক্স এর সাথে ট্রেড করছি , পাশাপাশি exness, XM এগুলাতেও ট্রেড করেছি কিন্তু ইনেস্টাফরেক্স আমার কাছে অনেক বেশি ভাল এবং ভিত্তিযোগ্য মনে হয়েছে । কারন যখন মার্কেট অনেক বেশি মুভ করে তখন অন্য ব্রোকার গুলতে ট্রেড দিতে গেলে নেয় না, অনেক পড়ে গিয়ে নেয় কিন্তু ইনেস্টাফরেক্স এ এধরনের জটিলতা নাই, আর পেমেন্ট এর ব্যাপারে তো খুব ভালই বলা যায় ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে প্রথমেই আপনাকে ভালো ব্রোকার নির্বাচন করতে হবে। আপনি যদি ভালো মানের ব্রোকার নির্বাচন না করেন তাহলে আপনার বিনিয়োগ ঝুঁকির মধ্যে থাকবে। আমি দুটো ব্রোকার সম্পর্কে বলতে পারি, কারণ আমি এ দুটি ব্রোকার দিয়ে ফরেক্সে ট্রেড করছি। ১- instaforex ও ২- xm.com. । instaforex হচ্ছে এশিয়ার মধ্যে ১ নাম্বার ব্রোকার, instaforex অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে। xm.com ও ভালো একটি ব্রোকার হাউস। সবচেয়ে বড় কথা হল আপনি এ দুটো ব্রোকার হাউসে কোন ঝামেলা ছাড়া ট্রেড করতে পারবেন ।
-
ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে প্রথম এ একটি ভালো ব্রোকার নির্বাচন করতে হবে । কোন ব্রোকার এ কি রকম সুবিধা দেয় তা জানতে হবে । আপনাকে জানতে হবে কোন ব্রোকার পেমেন্ট কত তারা তারি দেয় । কোন ব্রোকারে কত স্প্রেড কাটবে । এই সব দিন দেখে আপনাকে ব্রোকার নির্বাচন করতে হবে । আমার মতে সব দিক থেকে ইন্সতা ফরেক্স সব থেকে ভালো একটি ব্রোকার ।
-
হ্যা ফরেক্স ট্রেডিং করতে হলে ভালো ব্রোকার নির্বাচনের প্রয়োজন পড়ে।আমার কাছে মনে হয় ব্রোকারগুলোর মধ্যে ইন্সটাফরেক্স খুবই ভালো ব্রোকার।এই ব্রোকারের সবচেয়ে ভালো যে গুনটি আমাকে আকৃষ্ট করে সেটা হল এর স্প্রেড ফিক্সড।এজন্য গুরুত্বপূর্ন সময়ে মানে নিউজের সময় বেশি একটা সমস্যা হয় না।সর্বোপরি আমার কাছে ইন্সটাফরেক্সকে ভালো ব্রোকার মনে হয়।
-
ফরেক্স ট্রেড এ সবচেয়ে গুরুত্বপুণ্য হচ্ছে বোকার চয়েস করা কারণ আপনার বিনিয়োক এবং অর্জিত অর্থ একটি ভালো বোকারই নিরাপত্তা দিতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি Insta Forex ই সবচেয়ে নিরাপদ, Insta Forex ই এশিয়ার ১ নম্বার বোকার বলে আমি মনে করি এখানে আপনি নিরধিদায় ট্রেড করতে পারেন।
-
আমরা যেহেতু এশিয়া মহাদেশের জনগণ আর আমরা জানি যে এশিয়ার মধ্যে ইন্সটা ফরেক্স সবচেয়ে ভাল তাই ইন্সটা ফরেক্সে ট্রেড করা ভাল । সেই সাথে আপনি করতে পারেন লাইট ফরেক্স , হট ফরেক্স ইত্যাদিতে ।
-
ফরেক্স মার্কেটে সফলতার জন্য যেমন প্রয়োজন অনেক দক্ষতার,ধৈর্য্য,পরিশ্রম,ঙ্গান তেমন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ব্রোকার নির্বাচন করা।কারন ব্রোকারভেদে বিভিন্ন সুবিধা অসুবিধার পার্থক্য লক্ষ্য করা যায়।তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সেরা ব্রোকার নির্বাচন করতে হবে।আমার কাছে একমাত্র ইনস্টাফরেক্স ব্রোকার অনেক ভালো মনে হয়।শুধুমাত্র যে আমার কাছেই এই ব্রোকার ভালো তা কিন্তু নয় বরং এই ব্রোকারটি এশিয়া মহাদেশের ১ নম্বর ব্রোকার।তাই আমি ব্রোকার নির্বাচন করলে অবশ্যই ইনস্টাফরেক্স ব্রোকারটি নির্বাচন করব।
-
আমার মতে ইন্সতাফরেক্স সবছেয়ে ভাল । কারন ারা কোন দরনের জামেলা ছাড়ই আপনাকে টাকা উতলন ও টাকা জমা করতে দেয় । এর ারা গরিব্দের জনা ফোরাম এর বাবস্থা ও রেখেছে । তাই বলতে পারি ইনেস্তাফরেক্স এ সব থেকে ভাল ।
-
বন্ধু ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার আছে আমার মতে প্রত্যেকেই তাদের সস সুবিধার দিক দিয়ে বিচার করলে বলা যায় সবাই কোন না কোন দিক দিয়ে খুবই ভাল যেমন এক্সনেস তার তাতক্ষনিক ডিপেজিট এবং উত্তোলনের জন্য ভাল আর ইনস্টা ফরেক্স ভাল বোনাস দিয়ে ট্রেড করার জন্য ভাল। ধন্যবাদ।
-
আমার প্রিয় ব্রোকার হল ইন্সটাফরেক্স ব্রোকার। এটি শুধু আমার বলে নয়, অসংখ্য ট্রেডারদের বিশেষ পছন্দের ব্রোকার হাউস এটি। ইন্সটাফরেক্স তার গ্রাহকদের নিয়মিত নিষ্ঠার সহিত সেবা দিয়ে যাচ্ছে। ট্রেডারদের সুবিধার্থে এখানে ফরেক্স ফোরাম সহ নানা রকম বোনাস এবং প্রতিযোগিতার আয়োজন করে ইন্সটাফরেক্স। এছাড়াও গ্রাহকরা সরাসরি তাদের সমস্যা কিংবা অভিযোগ থাকলে তা লাইভ চ্যাটের মাধ্যমে আলোচনা করার সুযোগ পায়। এসব কারনে এটি আমার পছন্দের ব্রোকার হাউস।