-
ফোরাম পোষ্টিং মাসে ৩০ দিন এবং দিনে ২৪ ঘন্টা করা যায় । ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক ব্যবসা । এ ব্যবসা বিশ্বে সবাই ইনবেষ্ট করে লাভ করতে পারে । ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন নির্দিষ্ট সময় বাধা নাই । তেমনই ফোরাম পোষ্টিং-এ ও কোন নির্দিষ্ট সময় নেই । যে কেউ তাদের সুবিধা অনুযায়ি সময়ে ফরেক্সে ফোরাম পোষ্টিং করতে পারে ।
-
আমি নতুন অল্প কয়েক দিন আগে শুরু করেছি ,আগে জানতাম না আমার এক ফরেক্স ভাই বললেন ফোরাম পোষ্ট ৩০ দিন করা যাই,তারপর থেকে প্রতিদিন ফোরাম পোষ্ট করছি ।
-
যদিও ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে আর বাকি দুইদিন বন্ধ থাকে কিন্তু ফরেক্স ফোরাম সারা মাসই খোলা। ফরেক্স সংক্রান্ত যেকোন আলোচনা ফরেক্স ফোরামে করতে পারবেন সারা মাস অর্থাৎ ৩০ দিনের ৩০ দিনই আপনি ফরেক্স ফোরামে পোস্ট করতে পারবেন। এতে আপনার একাউন্টের কোন সমস্যা হবে না। তবে আমার মতে দৈনিক ২০-২৫ টার বেশি পোষ্ট না দেওয়াই ভালো।
-
আপনি চাইলে অবস্যই মাসের ৩০ দিন ই পোস্ট করতে পারেন তবে ভাল মানের পোস্ট অবস্যই দিতে হবে । ফরেক্স ব্যবসা করা খুব কঠিন কাজ । ফরেক্স য়ারা শুরু করে তারা ভাল করে বুজে শুরু করে না তাই তারা খতির সম্মুখিন হয় ।ফরেক্স ব্যবসা করতে হলে ভাল ভাবে বুজে শিখে তার পর করে উচিত ।
-
আপনি ৩০ দিন ই পোষ্ট করতে পারবেন।এর জন্য কোন নিষেধাজ্ঞা নেই।
-
হ্যা,আপনি মাসে ৩০দিনই ফোরাম পোস্টিং করতে পারবেন।প্রতিদিন ফোরাম পোস্টিং করার জন্য ফোরামের কিছু নিয়মনীতি রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে,একদিনে ফোরাম পোস্টিং ২০টা বা ২৫টা করবেন,এর বেশি করার চেষ্টা করবেন না,ফোরামের আরও অনেক নিয়ম রয়েছে,এগুলো মেনে চললে আপনি ৩০দিনই ফোরাম পোস্টিং করতে পারবেন।
-
আমি যেটুকু জানি এই বিষয় কোন নিতিমালা ফোরম এখনও করি নি , তাই সকলে সব সময় যে কোন সময় তাদের মূল্যবান টপিস্ ফোরামে করে থাকে যদি কিনা সারভার এ কোন সমস্যা না হয় ।
-
একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে তার পেছনে ফোরাম পোস্টিংয়ের ভূমিকা অনেক বেশি। ফোরামে ট্রেডিং এর বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া ফোরাম পোস্টিং এর মাধ্যমে বোনাসও পাওয়া যায় যা দিয়ে ট্রেড করা যায়। হ্যা পুরো মাস জুড়েই ফোরাম পোস্টিং করা যায়, এবং এর পেমেন্ট পাওয়া যায় মাসের প্রথম সপ্তাহে।
-
আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ফোরামে বাংলা পোস্টিং এ মাসে ৩০ *দিনই পোস্টিং করা যাই ।তবে কিছু নিয়ম নীতি মেনে পোস্টিং করা যায় যেমন একই পোস্টিং বার বার দেওয়া যাবে না , অন্য কারও পোস্টিং কপি করা যাবে না ইত্যাদি অনুশরন করে করতে হয়।
-
হ্যাঁ বন্ধু আপনি মাসে ৩০ দিনই এই ফোরাম এ পোস্টিং করতে পারবেন । এবং দিনে সর্বোচ্চ কতটি পোস্ট করবেন এটাও আপনার উপর নির্ভর করে । তবে হ্যাঁ আপনাকে মাসে ২৫০ ডলার এর বেশি দেবে না । সেটা আপনি কয় দিনে করবেন সেটা আপনার ব্যাপার । আপনাকে পোস্ট করার সময় খেয়াল রাখতে হবে আপনার পোস্ট টি যেন দুই লাইন এর কম না হয় । আপনি যদি অনেক গুলো ছোট ছোট পোস্ট করেন তাহলে আপনাকে বোনাস শিকারি বিবেচনা করা হবে ।