-
স্টপলস সর্বোচ্চ কত লসে ট্রেড ক্লোজ করবে তার সীমা নির্ধারন।আর টেক প্রফিট সর্বোচ্চ যত লাভে ট্রেড ক্লোজ করতে চাইবো তার সীমা।স্টপ লস আর টেক প্রফিট যেই প্রাইসে সেট করা হবে মার্কেটের প্রাইস ঠিক ওই প্রাইসে আসলে ট্রেডগুলো আপনাআপনি ক্লোজ হয়ে যাবে।এর জন্য নিজেকে সবসময় কম্পিউটারের সামনে বসে থাকতে হয় না বলে ফরেক্সে স্টপলস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ন।
-
টেক প্রফিট এবং স্টপ লসের গুরুত্ব অনেক বেশি। আপনি এগুলোর মাধ্যমে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এর মাধ্যমে আপনি উল্লেখ করে দিলেন যে মার্কেট আমার প্রতিকূলে গেলে এই পরিমান লস মেনে নিব এবং অনুকূলে আসলে আই পরিমান প্রফিট করবো। ধন্যবাদ
-
আপনি যদি কখনও মার্কেটের সামনে না থাকতে পারেন তাহলে তখন স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে দিতে পারেন। আপনি তখন নিশ্চিত হতে পারেন যে, প্রফিট হলে এত প্রফিট হবে আর লস হলে এত লস হবে। ফরেক্স মার্কেটে টেক প্রফিট এবং স্টপ লসের গুরুত্ব অনেক। ধন্যবাদ
-
মইনুদ্দিন আহ্মেদ
ফরেক্স ত্রাদ এ স্তপ লসস আর টেক প্রফিত এক্টি গুরুত্ব পুরন বিসয় । জারা সব সমই ত্রাদ করেন আর জারা অভিজ্ঞ তারা এটা সম্পরকে ভাল জানেন। মার্কেট যখন খুব উথা নামা করে তখন স্তপ লসস দিয়ে রাক্লে এবং কোন প্রিস ত্রাদে স্তপ করব সেটা ফিক্স করে দেও্যা যায় তাতে লসস কম হুয় আবার টেক প্রফিত ফিক্স করে দিলে কন প্রাএসে ত্রাদ স্তপ হবে সেটা ও ফিক্সড করা জাই তাতে আবার পরে গেলে লসস হয়ার সম্ভহাবনা নাই । তাই এটা সবার ভাল জানা দরকার
-
ফরেক্স মার্কেটে এর গুরুত্ব খুবই বেশি. এই দুটি টুলস এমটি৪ প্লাটফর্মের সাথে ফ্রি ব্যাবহার করতে পারবেন। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় ট্রেডারগন এই দুটি টুলস্ ব্যাবহার করে থাকেন. আপনি যদি এটি ব্যাবহার না করেন তবে আপনার একউন্ট জিরো হবে বেশি সময় লাগবে না।
-
আমরা যখন ফরেক্স এ ট্রেড করি তখন কখনো আমরা লাভ করি আবার কখনো লস করি। কিন্তু আমরা কেউ চাইনা আমাদের ট্রেড এ লস হোক। আমরা কিছু টেকনিক্যাল বিষয় অবলম্বন করলে লস থেকে বাঁচতে পারি। তেমনি একটি গুরুত্বপূর্ণ টেকনিক হল স্টপ লস এবং টেক প্রফিট। তাই স্টপ লস এবং টেক প্রফিট হতে পারে আমাদের জন্য আশীর্বাদ আর আমরা বাঁচতে পারি বিশাল লস থেকে।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, মার্কেটে ট্রেড দিয়ে আমারা সবসময় মার্কেটের সামনে বসে থাকতে পারি না তাই আমাদের ট্রেড কে কন্ট্রোল করার জন্য আমার এই দুইটা অপশন আমার ব্যবহার করে থাকি,
-
ফরেক্স মার্কেট স্টপলস এবং টেকপ্রফিট এর গুরুত্ব অনেক বেশি অনেক অবিজ্ঞ ট্রেডার স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে থাকে।স্টপ লস ব্যবহার করার ফলে অনেক টাকা লস হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়।আপনে ট্রেড করলেন বাইতে মার্কেট অন্য দিকে মূভ করলো আপনে স্টপ লস ব্যবহার করলেন না এতে করে আপনার অনেক টাকা লস হয়।তাই আমি মনে করি প্রত্যেক ট্রেডারের স্টপ লস এবং টেকপ্রফিট ব্যবহার করা উচিত।
-
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স এর একটি গুরুত্ব পূর্ণ বিষয় । স্টপ লস হল আপনার ট্রেড এর অধিক লস কে ঠেকাই । আপনি যখন ট্রেড ওপেন করেন তখন আপনি নির্দিষ্ট পরিমান লস আপনি ঠিক করে দিতে পারেন স্টপ সেট করে । এতে আপনার অধিক লস থেকে রক্ষা করে । টেক প্রফিট হল আপনার নির্দিষ্ট পরিমান আপনার আয় কে উল্লেখ করা । আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন আপনি কি পরিমান লাভ করবেন তা টেক প্রফিট এ সেট করে দেওয়া হয় । আপনার নির্দিষ্ট পরিমান আয় হয়ে গেলে ট্রেড নিজেই বন্ধ হয়ে যাবে । এই জন্য স্টপ লস এবং টেক প্রফিট এর গুরুত্ব অনেক বেশি ।
-
ফরেক্স মার্কেট প্রচুর উঠা নামা করে থাকে। তখন আমি মনে করি টেক প্রফিট এবং স্টপ লস দিয়ে রাখাটা খুবই জরুরী বলে আমি মনে করি। ধরি আপনি একটি ট্রেড ওপেন করে রেখে দিলেন তার কিছুক্ষন পরই ট্রেডটি আপনার অনুকূলে এসে আবার আপনার প্রতিকূলে চলে গেল। এতে করে আপনি যদি ট্রেডটি তে টেক প্রফিট দিয়ে রাখতেন তাহলে সেখানেই ট্রেডটি অফ হয়ে যেত এমনকি আপনার প্রফিট হত। ধন্যবাদ