-
বব্যবসায় লাভ যেমন থাকে তেমনি লসও থাকে।তবে লসের সংখ্যা যাতে বেশী না হয় তারর জন্য বেশী করে দক্ষ হতে হবে বেশি করে দক্ষতা বাড়াতে হবে।ট্রেড বিষয়ে বেশী জ্ঞান অর্জন করতে হবে।বেশী করে সময় দিতে হবে।এনালাইসিস করে ট্রেড করতে হবে আপডেট নিউজ দেখতে হবে।আমাদের মধ্যে এমন অনেক ট্রেডার ভাই আছেন যারা নিয়মিত ট্রেড করার চেষ্টা করেন বা করছেন কিন্তু লসের বৃত্ত থেকে বের হতে পারছেন না কোন ভাবেই তাদের জন্য আমার আজকের এই পোস্ট টি। আশা করি মানতে পারলে কিছুটা হলেও উপকার পাবেন-
* অনেকেই দুই একটা ট্রেড এ লস করেই একেবারে মুষড়ে পড়েন, কখনই এমনটা করবেন না। কেননা লসও ট্রেড এর একটা অংশ।
* নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন কিন্তু অধিক বিশ্বাস নয়।
* মার্কেট এর মনোভাবকে সম্মান করতে শিখুন।
* হাজারটা সিস্টেম না ঘেটে আপনার জন্য উপযুক্ত একটা সিস্টেম দাড় করার, এবং তার নাড়ি নক্ষত্র সব আয়ত্ব করুন।
* দিবা স্বপ্ন দেখবেন না, যৌক্তিক ভাবে চিন্তা করুন।
* নিজের গোল ঠিক করুন, এক দিনে সব খেতে যাবেন না।
* নিজের সময় ঠিক করুন, সব দিন আপনার নাও হতে পারে।
* পাজল হবেন না, কনফিউজিং সময়ে ট্রেড করবেন না।
* ডলার বাচিয়ে রাখবেন, কেননা কখনও কখনও ডলার থাকবে না কিন্তু ট্রেড অপরচুনিটি তৈরী হবে।
-
প্রত্যেকটা ব্যবসাতেই লাভ লস আছে। ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে লস ও লাভ হলো ট্রেডের একটা অংশ । আর আমরা ট্রেডিং করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে যে লস এর মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারি । কেননা প্রথম অবস্থায় লস করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জণ করতে পারে । আবার এই অভিজ্ঞতা পরিণত হয়ে যায় দক্ষতায় ।
-
আমার মতে লস ব্যবসার একটি অংশ ।লাভ যেখানে থাকবে, লসও সেখানে থাকবেই এটাই স্বাভাবিক।লস ছাড়া ব্যবসা হয় না।কোনটায় কম আবার কোনটাই বেশি এটাই নিয়ম। লস আপনার কাজের উপর বেশিটাই নির্ভর করে।দক্ষ ট্রেড ব্যবসায়ে লাভ বয়ে আনে আর অদক্ষ ট্রেড লস বয়ে আানে।
তাই লসের হাত থেকে বাঁচতে হলে দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে যে লস এর মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারি । কেননা প্রথম অবস্থায় লস করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জণ করতে পারে । আবার এই অভিজ্ঞতা পরিণত হয়ে যায় দক্ষতায় ।
-
আমি নিজেও কয়েক মাস ধরে আমার ট্রেড লস করছি,আর লস করার জন্য আমি দায়ী,আমি রুল না মেনে ট্রেড করতাম,যার ফলে আমি আমার ৫০০ ডলার এর মত ব্যালেন্স হারিয়েছি,সঠিক ম্যানি ম্যানেজমেন্ট না ঠিক করে ট্রেড করে এবং স্টপ লস না ব্যবহার করার জন্য লস করে থাকচিলাম শুধু।
-
আমি ফরেক্স মার্কেটে প্রথম প্রথম লস করতাম এখনো মাঝে মাঝে লস করি ।আমার এমন হয় ধরেন তিনটা ট্রেডে লাভ করলাম এক ডলার এমন একটা ভুল ট্রেড হবে যাতে দেখা যাবে আমার তিন ডলার মাইনাস হয়ে আছে ।তাই এখন থেকে আমি কম কম ট্রেড ওপেন করি আর কম লোভ করি যখন দেখি মার্কেট উল্টা যাচ্ছে তখন লস গেলেও ট্রেড ক্লোস করে দেই ।
-
স্বাভাবিকভাবেই ফরেক্স মাকেটে লস হয় অদক্ষতার কারনে ফরেক্স মাকেটে যদি পরিশ্রম করে দক্ষতা অর্জন করা যায় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব | ফরেক্স মাকেটে আপনি লস করেন ঠিক আছে আপনি এক সময় লাভ করবেন আশা করি ফরেক্স থেকে আপনি পারবেন লাভ করতে আপনার লস এর পরিমান কমিয়ে ।
-
হতাশ হবার কারন নাই, কেনো লস বয়েছে সেটা একবার ভাবুন। লসের কারন খুজে বের করুন। এর পরে নিজের ইমোসন কে নিয়ন্ত্রণ করুন। ডেইলি কেন্ডেল ফলো করে ট্রেড করুন। নিউজ প্রকাশ হবার পরে ডেইলি কেন্ডেল এর আচার দেখে পেন্ডিং ট্রেড ওপেন কিরুন। টিপি আর স্টোপ লস ব্যবহার কিরুন। দেখবেন অনায়াসে ১০-২০ পিপ্স সহজে পেয়ে যাবেন।
-
শুধু লস করছেন কারণ কি এ্যানালাইসিস কি ভুলে গেছেন ? বেশী করে সাধ না করে তারপর কিছু অর্জন করতে হয় । সাধনা ছাড়া কোন জিনিস সম্ভব নয় । অামরা যত বেশী এ্যানালাইসিস করতে পারব তত বেশী অামরা লাভবান হতে পারব । অামরা অবশ্যই লাভবান হতে পারব । অাপনিও চেষ্টা করেন পেরে যাবেন ।
-
ফরেক্সে লস সবাই করবে এবং লস করতে করতেই একদিন ভালোভাবে ফরেক্স বুঝবে এবং লাভ করবে । এমন কেউ নেই যে ফরেক্সে বা অন্য ব্যবসায় কখনো লস করেনি । মানুষ লস করে দক্ষতার ও ফরেক্স সম্পর্কে জ্ঞানের অভাবে । এবং আপনার দেওয়া উপদেশ গুলো অনুসরণ করলে হয়তো ভালোই লাভ হবে ।