-
ফরেক্স মার্কেট এ সব থেকে বড় দুটি গুণ হল ধৈর্য এবং পরিশ্রম।ফরেক্স এ এই গুণ দুটির বিকল্প কোন কিছু দিয়ে সফলতা অর্জন করা সম্ভব না।ধৈর্য এবং গুণই ফরেক্সের সফলতার চাবিকাটি।যাদের এই দুটো গুণের কোনটা অনুপস্থিত তারা যেন ফরেক্স না করে।তাদের দিয়ে সফলতা আসবে না।ফরেক্স শেখা এবং লাভ করা সময় সাপেক্ষ ব্যাপার।ধৈর্য না ধরতে পারলে আর কঠোর পরিশ্রম না করলে ফরেক্স মুল্যহীন হয়ে যাবে।তড়িঘড়ি এবং অল্প পরিশ্রমের জন্য ফরেক্স নয়।ফরেক্স হল একটি দীর্ঘ পরিকল্পনা মাফিক কাজ এবং তার ফল।কাজেই ফরেক্স করতে অবশ্যই তাকে পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে।
-
জীবনে বড় হতে হলে আপনাকে অবশ্যই ধৈয্যশীলও পরিশ্রমী হতে হবে।আর সফলের মূল কথা হলো নিজেকে অনেক বেশী পরিশ্রমী হিসেবে গড়ে তোলা।ভালো কিছু করতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে।কারণ কোনকিছু ই সহজলভ্য নয়।সবকিছুই পরিশ্রম দিয়ে পেতে হয়। তাই হতাশ হলে চলবে না।ভেঙ্গে পড়লে হবে না।নিজেকে অনেক বেশী ধৈর্য্য ধরে রাখতে হবে। তাহলেই ভালো কিছু পাওয়া যাবে
আর জীবনে বড় হতে হলে এমনটাই করতে হয় তেমনি ফরেক্স বিজনেস ভালো করতে হলে অনেক বেশী পরিশ্রম ও ধৈর্য্য থাকতে হবে।
-
হা,যথার্থ বলেছেন।ধৈর্য্য এবং পরিশ্রমী না হলে ফরেক্সে সাস্কসেস হওয়া পসিবল নাহ!
-
আমরা জানি ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। আর পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।
-
আমরা জানি ধৈর্য্য ছাড়া ফরেক্সে সফল হওয়া যায় না। একজন আদর্শ ট্রেডারের একটি অন্যতম গুণ হলো ধৈর্য্য। আর পরিশ্রম করে মার্কেট এনালাইসিস করতে হয় । এবং অনেক ধৈর্য্য নিয়ে ফরেক্স সম্পর্কে পড়ালেখা করতে হয়।ফরেক্স মার্কেটে এনালাইসিস করে ট্রেড দিলে লস এরিয়ে লাভ করা সহজ। মার্কেট এনালাইসিসের মধ্যে টেকনিক্যাল এনালাইসিস বেশিরভাগ ট্রেডাররা পছন্দ করেন।আর টেকনিক্যাল এনালাইসিসের অন্যতম উপাদান হলো ইন্ডিকেটর । ইন্ডিকেটর হলো মার্কেট ট্রেন্ডের গতি নির্দেশক। আমি দুটি ইন্ডিকের ব্যবহার করি। মুভিং এভারেজ এবং আরএসআই। দুটি ইন্ডিকেটর ব্যবহার করলে ভার ট্রেড সিগন্যাল পাওয়া যায়।
-
আমার মতে ফরেক্স ব্যবসায়ের সফলতার জন্য র্ধৈয্য ও পরিশ্রম খুবি গুরুত্বপূর্ণ উপাদান। র্ধৈয্য ও পরিশ্রম ছাড়া কখনো ভাল কিছু করা যায় না।ফরেক্স করতে অভিজ্ঞতার প্রয়োজন তাই অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে অনেকটা পরিশ্রম ও ধৈয্য ধরে ফরেক্স করতে করতে হবে। ফরেক্স কেন যে কোন কাজ করে যান না কেনো সেখানেই র্ধৈয্য ধারন করে হবে ও প্রচুর পরিশ্রম করতে হ।
তাই আমি মনে করি সঠিক ভাবে ফরেক্স করতে চাইলে র্ধৈয্য ধারন করতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে তা হলেই সফলতা আসবে।
-
যেকোনো কাজেই ধৈর্য আর পরিশ্রম সফলতার চাবিকাঠি হয়ে থাকে তাছারা ফরেক্স মার্কেটে একটি এমন একটি মার্কেট যেখানে পরিশ্রম ছাড়া আপনি দক্ষতা করতে পারবেন না আর পরিশ্রম ছাড়া কোন কিছুই হয়না তাই ফরেক্স মার্কেটে পরিশ্রম দিলে এবং তার ভিতরে ধৈর্য থাকলে আপনি সফল হবেনই, আপনাকে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে
-
আসলে আমাদের লস হয়ে গেলে আমরা এটি মানতে পারি না। এটাই আমাদের দোষ। তাই আপনার উচিত অনেক প্রপরিশ্রম করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড ওপেন করা। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তা হলে প্রফিট এর সম্ভব ৯০% থাকে। তবে আপনার উচিত সব সময়ে টেকনিক্যাল কৌশল অবলম্বন করা। মানিমেনেজমান্ট এর পাশাপাশি টিপি আর স্টোপ লস ব্যবহার করে ট্রেড নেওয়া। আর ডেইলি কেন্ডেল ফলো করা।
-
আমি মনে করি ফরেক্সে গুরুত্বপূর্ণ উপাদান যদিও র্ধৈয্যএবং পরিশ্রম কিন্তু তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হলো লোভ না করা । কারণ আমি দেখেছি যারা ঘন ঘন ব্যালেন্স জিরো করে তাদের অধিকাংশই শুধুমাত্র লোভই তার কারণ। যদি কেউ লোভকে নিয়ন্ত্রণ করতে পারে সে ফরেক্সে ভাল করতে পারে।
-
আমি মনে করি ফরেক্স এ সবথেকে মূল্যবান ইনভেস্ট হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। কারণ এই দুটো ছাড়া আপনি যতই মানি বা অন্য কিছু ইনভেস্ট করেন না কেনো সফলতা পাবেন না। আর ধৈর্য এবং পরিশ্রম থাকলে অল্প অর্থ বিনিয়োগ করেও প্রচুর মুনাফা করা সম্ভব। এজন্য ফরেক্স এ টিকে থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই পরিশ্রমী ও ধৈর্যশীল হতে হবে।