-
জী আমি ফরেক্স এ যথেষ্ট লস করেছি। প্রথমে যখন ফরেক্স শুরু করি তখন দ্রুত লাভের আশায় ডেমো প্রাক্টিস অপেক্ষ কূত কম করে রিয়েল ট্রেড করা শুরু করি। এবং লট সাইজ ভূল নিধা'রন করার কারনে আমি যথেষ্ট লস করি মাকে'টে।লস করার পর আমি আবার অনেক বেশী ডেমো প্রাকটিস করি। এবং লট সাইজ নিধা'রন করি যথেষ্ট ব্যাকআপ রেখে।
-
প্রতিটা ব্যবসাতেই লাভ লস আছেই। ফরেক্সেও তেমন লাভ লস আছে। নতুন অবস্থায় ফরেক্সে সবাইই লস করেন। ফরেক্সে ট্রেড করে লস করেন নি এমন ব্যক্তি খুজে পাওয়া যাবেই না। অভিজ্ঞ ট্রেডার হয়ে পড়লেও সে লস করে। তবে একেক জনের লসের পরিমান একেক রকম। আমি প্রথম অবস্থায় অনেক বেশি লস করতাম। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আমার লসের প[অরিমান কমএ থাকে।
-
ফরেক্স মার্কেট এমন একটি জাইগা । যেখানে লোভ ও লস দুতই স্বাভাবিক বেপার । অসাভাবিক কিছুই না ।তবে আমি নতুন হিসাবে তেমন লস করিনি ।সুদু মাত্র সময় ব্যয় ছাড়া আর কিছু লস হয় নি ।যে কোন ব্যবসাই লস লাভ উভই আছে ।
-
হ্যাঁ আমি ফরেক্সে প্রথমদিকে একটি একাউন্টে ১০০ ডলার লস করেছিলাম। আমি তখনই অনেক কিছু শিখতে পেরেছিলাম। আসলে মূল কথা হচ্ছে ফরেক্সে লস ছাড়া কেউই ভাল ট্রেডার হতে পারেন না। তাই এটি খুব অস্বাভাবিক কিছুই না। ধন্যবাদ
-
ফরেক্স এ যারা নতুন তাদের লস করার সম্ভাবনা বেশি তাই প্রথমে অল্প লট নিয়া কাজ করতে হবে । তাহলে লস কম হবে ফরেক্স এ না জানে লট নিলে লস হউয়ার সম্ভাবনা বেশি।
-
ভাই আমি মুলত ফরেক্স ট্রেডিং করতে এসেছি ফরেক্স থেকে আয় করার জন্য এবং ফরেক্স ট্রেডিংকে নিজের জন্য একটা আয় করার মত পেশায় পরিনত করার জন্য কারন আমি এর আগে অনলাইনের অনেক কিছুই করেছি কিন্তু ফরেক্স ট্রেডিং করার মত মজা কোন কিছু করেই পাইনি তাই ফরেক্স করতে আমার খুবই ভাল লাগে তাই আমি মুলত ফরেক্স ট্রেডিং শিখতে চায় তাই হঠাৎ বড় লোক হবার চেষ্টা করিনা তাই এরুপ লোভে পড়ে সব হারানোর কোন মানে হয়না। ধন্যবাদ।
-
আমি ফরেক্সে অনেক লস করেছি আমি যখন নতুন ছিলাম তখন ট্রেড করলেই লস হত আমার মনে ফরেক্স ট্রেড করতে গিয়ে লস করে নাই এমন কোন ট্রেডার আছে কিনা বলা অসম্ভব সবাই কম বেশি লস করে ফরেক্স ট্রেড লাভ লস নিয়ে।
-
যদি আপনি ফরেক্রা এ নতুন কেউ হয়ে থাকেন তবে প্রথম ক্ষেত্রে আপনি লস খেতে পারেন কিন্তু এই বিষযে আপনার ভালো জ্ঞান থাকে এবং আপনি এখানে কিছু সময় কাজ করেন তবে আপনি দ্রুত উপার্জন করতে পারবেন।
-
আমি অনেক লস করেছি আবার লাভ ও করেছি।আর আমার লাভের চাইতে লস অনেক কম।তাই আমি মনে করি ফরেক্স বিজনেসে যে পরিশ্রম জ্ঞ্যান অভিজ্ঞতা কৌশল ছারা লাভ করতে চাইবে সে লাভ করতে পারবে না।লোভ করে ফরেক্সে করতে অথবা ট্রেড করাটা থিকনা। লোভ করে আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস হতেই পারে। আমিও ফরেক্স মার্কেটে লস করেছি। তবে যারা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালভাবে জানে তারা ফরেক্স মার্কেটে লাভ বেশি করে। আম যখন প্রথম ফরেক্স মার্কেটে জয়েন করি তখন অনেক লস করেছি। কারন আমি প্রথমেই রিয়েল ট্রেড শুরু করেছিলাম। তবে এখন আমি ফরেক্স থেকে লাভ করতে পারি।