অর্ডার টাইপ দুই ধরনের হয় যা বাই এবং সেল নামে আমাদের কাছে পরিচিত । এক ধরনের হলো বাই অর্ডার । বাই অর্ডার দিয়ে কোনো কারেন্সি বাই বা ক্রয়ের অর্ডার বা নির্দেশ দেয়া হয় ফলে মার্কেট মুভমেন্ট ঊর্ধ্বমুখী হলে আমাদের লাভ হয় । সাধারনত আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা করা হয় । সেল র্ডার দিয়ে কোনো কারেন্সি কে বিক্রয়ের নির্দেশ বা অর্ডার দেয়া হয় যা মার্কেট এর ডাউন ট্রেন্ড নির্দেশ করে ।